১৬তম বিসিএস প্রিলি
51. বাংলাদেশের ১৯৯৪-৯৫ সালের বাজেটে শিক্ষা খাতে বরাদ্দের পরিমাণ কত?
- ক. ১,৮২৪ কোটি টাকা
- খ. ১,৮৪২ কোটি টাকা
- গ. ১,৮৭৬ কোটি টাকা
- ঘ. ১,৮৬৭ কোটি টাকাকোটি টাকা
53. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
- ক. শায়েস্তা খান
- খ. শাহ সুজা
- গ. টিপু সুলতান
- ঘ. ইসলাম খান
54. ঢাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
- ক. ১৯০৬ সালে
- খ. ১৮৬৪ সালে
- গ. ১৯১৯ সালে
- ঘ. ১৮৪০ সালে
55. বাংলাদেশ জাতীয় সংসদে ‘উপজেলা বাতিল’ বিলটি কখন পাস করা হইয়াছিল?
- ক. ১৯৯২ সালে
- খ. ১৯৯৩ সালে
- গ. ১৯৯১ সালে
- ঘ. ১৯৯০ সালে
56. স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
- ক. ৪ঠা ফেব্রুয়ারি, ১৯৭২
- খ. ২৪শে জানুয়ারি, ১৯৭২
- গ. ১৬ই ডিসেম্বর, ১৯৭২
- ঘ. ৪ঠা এপ্রিল, ১৯৭২
57. স্বাধীন বাংলাদেশে ১০০ টাকার নোট কবে প্রথম চালু করা হয়?
- ক. ১৬ই মার্চ, ১৯৭২
- খ. ১৬ই ডিসেম্বর, ১৯৭২
- গ. ৪ঠা মার্চ, ১৯৭২
- ঘ. ৪ঠা জানুয়ারি, ১৯৭৩
58. গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মধ্যে কবে দেশের ক্ষমতা দখল করে?
- ক. ২১ জুলাই, ১৯৯৪
- খ. ২২ জুলাই, ১৯৯৪
- গ. ২৩ জুলাই, ১৯৯৪
- ঘ. ২৪ জুলাই, ১৯৯৪
59. নাইজেরিয়ার বিরোধী নেতা মাসুদ আবিওলা কবে নিজেকে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বলে ঘোষণা করেন?
- ক. ৭ জুন, ১৯৯৪
- খ. ১১ জুন, ১৯৯৪
- গ. ১ জুলাই, ১৯৯৪
- ঘ. ১২ জুলাই, ১৯৯৪
60. ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য কত ছিল?
- ক. ১৫টি
- খ. ৬টি
- গ. ১১টি
- ঘ. ১০টি
61. ১৯৯৪ সালের বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলদাতা কারা?
- ক. স্টইচকভ ও রোবোর্তো
- খ. সালেনকো ও আর্ডেসন
- গ. সালেনকো ও স্টইচকভ
- ঘ. আর্ডেসন ও রোবোর্তো
- ক. রাশিয়া স চয়েস
- খ. লিবারেল ডেমোক্রেটিক পার্টি
- গ. সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি
- ঘ. দ্য কমিউনিস্ট পার্টি
- ক. ১১ জুলাই, ১৯৯৪
- খ. ১২ জুলাই, ১৯৯৪
- গ. ১২ জুলাই, ১৯৯৪
- ঘ. ১ জুলাই, ১৯৯৪
64. রুয়ান্ডায় প্যাট্রিয়টিক ফ্রন্ট সরকার কবে শপথ গ্রহণ করেন?
- ক. ৮ জুলাই, ১৯৯৪
- খ. ১৯ জুলাই, ১৯৯৪
- গ. ২৪ জুলাই, ১৯৯৪
- ঘ. ২৭ জুলাই, ১৯৯৪
65. Hubble Telescope -এর ক্রটি সংশোধনের জন্য নভোচারীগণকে মহাশূন্যে কোন নভোযানে প্রেরণ করা হয়েছিল?
- ক. Endeavour
- খ. Challanger
- গ. Pathfinder
- ঘ. Apollo
66. গিরিজা প্রসাদ কৈরালা কত তারিখে নেপালের প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করেন?
- ক. ৮ জুলাই, ১৯৯৪
- খ. ৯ জুলাই, ১৯৯৪
- গ. ১০ জুলাই, ১৯৯৪
- ঘ. ১১ জুলাই, ১৯৯৪
- ক. মালয়েশিয়া
- খ. ফিলিপাইন
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. জাপান
68. ১৯৯৪ -এর নববর্ষের দিনে কার নেতৃত্বাধীন বাহিনী কাবুল শহর আক্রমণ করে?
- ক. নজিবুল্লাহ
- খ. আহমেদ শাহ মাসুদ
- গ. আবদুর রশীদ দোস্তাম
- ঘ. গুলবুদ্দীন হেকমতিয়ার
69. ধুমকেতু সুমেকার লেভী -৯ এর প্রথম ভাঙ্গা টুকরাটি কবে বৃহস্পতি গ্রহে আঘাত হানে?
- ক. ১৫ জুলাই, ১৯৯৪
- খ. ১৬ জুলাই, ১৯৯৪
- গ. ১৭ জুলাই, ১৯৯৪
- ঘ. ১৮ জুলাই, ১৯৯৪
70. ইয়াল্টা কনফারেন্স কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১৯৬৩
- খ. ১৯৪৩
- গ. ১৯৪৫
- ঘ. ১৯৪৭
- ক. ১৯৪৭ সালের ৪ আগস্ট
- খ. ১৯৪৯ সালের ৪ এপ্রিল
- গ. ১৯৫০ সালের ৪ ফেব্রুয়ারি
- ঘ. ১৯৫১ সালের ৪ মে
72. আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
- ক. ১৯৪৫ সাল হতে
- খ. ১৯৪৬ সাল হতে
- গ. ১৯৪৭ সাল হতে
- ঘ. ১৯৪৮ সাল হতে
73. বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল?
- ক. ১৯৪৬
- খ. ১৯৪৮
- গ. ১৯৬১
- ঘ. ১৯৬২
74. Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯০৩ সালে
- খ. ১৯০৫ সালে
- গ. ১৯০৯ সালে
- ঘ. ১৯১২ সালে
75. Straw vote বলতে কী বুঝায়?
- ক. Unofficial poll of public opinion
- খ. Poll based on random representations
- গ. Yes-No vote
- ঘ. Maniputated elections