১৬তম বিসিএস প্রিলি
76. বি-৫২ কী?
- ক. একধরনের যাত্রীবাহী বিমান
- খ. এক বিশেষ ধরনের হেলিকপ্টার
- গ. একধরনের বেমারু বিমান
- ঘ. ভূমি হতে শূন্যে নিক্ষেপণযোগ্য একধরনের ক্ষেপণাস্ত্র
- ক. ২৪ জুলাই, ১৯৯৪
- খ. ২৫ জুলাই, ১৯৯৪
- গ. ২৬ জুলাই, ১৯৯৪
- ঘ. ২৭ জুলাই, ১৯৯৪
78. আবহাওয়া ৯০% আর্দ্রতা মানে কী ?
- ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
- খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
- গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় ৯০%
- ঘ. বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
79. ডিজিটাল টেলিফোনের প্রধান বৈশিষ্ট্য-
- ক. ডিজিটাল সিগন্যালের বার্তা প্রেরণ
- খ. বোতাম টিপে ডায়াল করা
- গ. অপটিক্যাল ফাইবারের ব্যবহার
- ঘ. নতুন ধরনের মাইক্রোফোন
80. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজন ফুরাবার বড় কারণ -
- ক. কম্পিউটার
- খ. অফসেট পদ্ধতি
- গ. ফটো লিথোগ্রাফি
- ঘ. প্রসেস ক্যামেরা
- ক. মাটির অনেক অনেক গভীরে থাকে
- খ. ভিজা ও নরম
- গ. পাহাড়ি এলাকায় পাওয়া যায়
- ঘ. দহন ক্ষমতা কয়লার তুলনায় অধিক
82. রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি নির্গত হয়?
- ক. মৃদু রঞ্জন রশ্মি
- খ. গামা রশ্মি
- গ. বিটা রশ্মি
- ঘ. কসমিক রশ্মি
83. বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত -
- ক. ৩
- খ. ২২/৭
- গ. ২৫/৯
- ঘ. প্রায় ৫
84. চাঁদে কোন শব্দ করলে শোনা যাবে না কেন?
- ক. চাঁদে কোন জীবন নেই তাই
- খ. চাঁদে কোন পানি নেই তাই
- গ. চাঁদে বায়ুমন্ডল নেই তাই
- ঘ. চাঁদের মাধ্যাকর্ষণজনিত ত্বরণ পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ অপেক্ষা কম তাই
85. নাড়ির স্পন্দন প্রবাহিত হয় -
- ক. ধমনীর ভিতর দিয়ে
- খ. শিরার ভিতর দিয়ে
- গ. স্নায়ুর ভিতর দিয়ে
- ঘ. ল্যাকটিয়ারের ভিতর দিয়ে
86. উপকূলে কোন একটি স্থানে পর পর দুটি জোয়ারের মধ্যে ব্যবধান হলো -
- ক. প্রায় ৬ ঘণ্টা
- খ. প্রায় ১২ ঘণ্টা
- গ. প্রায় ২৪ ঘণ্টা
- ঘ. চাঁদের তিথি অনুসারে ভিন্ন
There are no comments yet.