ভূমি মন্ত্রণালয় এর নিরীক্ষক
26. ‘পান করার যোগ্য’ -এক কথায় কী হবে?
- ক. পিপাসা
- খ. পেয়
- গ. তৃষ্ণা
- ঘ. পানি
27. ‘বাবাকে বড্ড ভয় পাই’ এখানে ‘বাবাকে' শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে দ্বিতীয়
- খ. অপাদানে দ্বিতীয়া
- গ. কর্মে চতুর্থী
- ঘ. অপাদানে সপ্তমী
28. What is the synonym of the word ‘pauper’ ?
- ক. destitution
- খ. fortune
- গ. affluence
- ঘ. opulence
29. দুইটি সংখ্যার অনুপাত ৫ : ৬ এবং তাদের গ.সা.গু. ৪ হলে ছোট সংখ্যাটি কত?
- ক. ১০
- খ. ১৫
- গ. ২৫
- ঘ. ২০
31. কান চলচ্চিত্র উৎসবে পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের ছায়াছবি কোনটি?
- ক. লালসালু
- খ. সূর্যদীঘল বাড়ি
- গ. মুক্তির গান
- ঘ. মাটির ময়না
32. বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে?
- ক. ২০০০
- খ. ২০১১
- গ. ২০১৮
- ঘ. ২০২১
33. বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-
- ক. কফি আনান
- খ. কুটওয়ার্ল্ড হেইম
- গ. দ্যাগ হ্যামারশোল্ড
- ঘ. উথান্ট
34. জাপানের পার্লামেন্টের নাম কি?
- ক. হাউজ অব লর্ডস
- খ. কংগ্রেস
- গ. ডায়েট
- ঘ. হাউজ অব সিনেট
35. বাংলাদেশের ৬ষ্ঠ জনশুমারি অনুযায়ী কত শতাংশ লোক গ্রামে বাস করে?
- ক. ৬৮.৩৪%
- খ. ৩১.৬৬%
- গ. ৩৬.৩৮%
- ঘ. ৫০.৩৬%
36. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পত্রিকায় কাজ করেছিলেন?
- ক. মিল্লাত
- খ. ইত্তেহাদ
- গ. দৈনিক আজাদ
- ঘ. ইত্তেফাক
37. জাতিসংঘ বিষয়ক আলোচনায় ‘P5' বলতে কী বোঝায়?
- ক. নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী রাষ্ট্র
- খ. জাতিসংঘের পাঁচটি সংস্থা
- গ. পাঁচটি পরমাণু শক্তিধর রাষ্ট্র
- ঘ. উপরের কোনটিই নয়
38. প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ক. ২৯-৩১ মার্চ ২০২২
- খ. ২৯-৩১ মার্চ ২০২৩
- গ. ১১-১৪ মার্চ ২০২৩
- ঘ. ২৯-৩১ জানুয়ারি ২০২৩
39. নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ভ্যাকসিন হিরো' অ্যাওয়ার্ড প্রদান করে?
- ক. গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্যুনাইজেশন এন্ড ভ্যাক্সিনেশন
- খ. গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাক্সিনেশন এন্ড ইম্যুনাইজেশন
- গ. গ্লোবাল অ্যালায়েন্স ফর মাদার এন্ড চাইল্ড কেয়ার
- ঘ. গ্লোবাল অ্যালায়েন্স ফর চাইল্ড এন্ড মাদার কেয়ার
40. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে?
- ক. ৯ম ভাগে
- খ. ৭ম ভাগে
- গ. ৮ম ভাগে
- ঘ. ১০ম ভাগে
41. বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
- ক. কৈলাসটিকা
- খ. ফেঞ্চুগঞ্জ
- গ. হরিপুর
- ঘ. বাখরাবাদ
42. “নয় কুড়ি কান্দা ছয় কুড়ি বিল” নামে পরিচিত কোনটি?
- ক. হাকালুকি হাওড়
- খ. টাঙ্গুয়ার হাওর
- গ. চলন বিল
- ঘ. শনির হাওড়
43. ‘স্বাধীনতা সংগ্রাম' ভাস্কর্যটি কার অমর কীর্তি?
- ক. হামিদুজ্জামান খান
- খ. নভেরা আহমেদ
- গ. শামীম শিকদার
- ঘ. মৃণাল হক
44. ঢাকা শহরের প্রধান মুগল স্থাপত্য কোনটি?
- ক. বর্ধমান হাউস
- খ. লালবাগ
- গ. আহসান মঞ্জিল
- ঘ. বড় কাটরা
45. সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ-
- ক. ৭.৬ সে.মি.
- খ. ৭৬ সে.মি.
- গ. ৭৬০ সে.মি.
- ঘ. ৭২ সে.মি.
47. ১০০ থেকে ২০০ এর মধ্যে ৩ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?
- ক. ৩১
- খ. ৩২
- গ. ৩৩
- ঘ. ৩৪
48. ৫০ মিনিট আগে সময় ছিল ৪টা বেজে ৪৫ মিনিট, ৬টা বাজতে আর কতক্ষণ সময় বাকি আছে?
- ক. ১৫ মিনিট
- খ. ২০ মিনিট
- গ. ৩০ মিনিট
- ঘ. ২৫ মিনিট
50. বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে হওয়ায় এক ব্যক্তির ৪০ টাকা আয় কমে গেল। তাঁর মূলধন কত?
- ক. ১৬০০ টাকা
- খ. ১৬০০০ টাকা
- গ. ১৬০০০০ টাকা
- ঘ. ১৬০০০০০ টাকা