১২তম বিসিএস প্রিলি

52. শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো -

  • ক. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
  • খ. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
  • গ. লাল-হলুদ-সবুজ-হলুদ-লাল
  • ঘ. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ

53. শহরের রাস্তায় ট্রাফিক পুলিশ সাধারণত সাদা ছাতা ও সাদা জামা ব্যবহার করে থাকে কারণ -

  • ক. সরকারি নির্দেশ
  • খ. দূর থেকে চোখে পড়বে বলে
  • গ. দেখতে সুন্দর লাগে
  • ঘ. তাপ বিকিরণ থেকে বাঁচার জন্য

55. ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগর ট্রেনটির নাম -

  • ক. এগার সিন্দু এক্সপ্রেস
  • খ. পারাবত এক্সপ্রেস
  • গ. উপকূল এক্সপ্রেস
  • ঘ. সৈকত এক্সপ্রেস

58. গঙ্গা নদীর পানি প্রবাহ বৃদ্ধির জন্য বাংলাদেশের প্রস্তাব -

  • ক. নেপালে জলাধার নির্মাণ
  • খ. গঙ্গা-ব্রহ্মপুত্রের মধ্যে সংযোগ খাল খনন
  • গ. বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গা বাঁধ নির্মাণ
  • ঘ. গঙ্গার শাখা নদীসমূহে পানি প্রবাহ বৃদ্ধি

59. ভারত-বাংলাদেশ যৌথ নদী কমিশনের অন্যতম প্রধান লক্ষ্য -

  • ক. দু’দেশের নদীগুলোর নাব্যতা বৃদ্ধি
  • খ. দু’দেশের নদীগুলোর পলিমাটি অপসারণ
  • গ. বন্যা নিয়ন্ত্রণে দুদেশের মধ্যে সহযোগিতা
  • ঘ. দু’দেশের নৌ-পরিবহন ব্যবস্থার উন্নয়ন

65. ঢাকার বিখ্যাত তারা মসজিদ তৈরি করেছিলেন -

  • ক. শায়েস্তা খান
  • খ. নবাব সলিমুল্লাহ
  • গ. মির্জা আহমেদ খান
  • ঘ. নওয়াব আবদুল গণি

67. জাপান পার্ল হারবার আক্রমণ করে -

  • ক. ৭ ডিসেম্বর, ১৯৪১
  • খ. ২৩ জুন, ১৯৪২
  • গ. ৩ নভেম্বর, ১৯৪২
  • ঘ. ২৬ জুলাই, ১৯৪৩

68. সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য -

  • ক. ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
  • খ. ইরাকের কুয়েত দখল অবসান করা
  • গ. স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
  • ঘ. উপরের সবকয়টি

69. ১১ তম এশিয়ান গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তার নাম -

  • ক. পিকিং স্পোর্টস স্টেডিয়াম
  • খ. বেইজিং স্পোর্টস স্টেডিয়াম
  • গ. ওয়ার্কার্স স্টেডিয়াম, বেইজিং
  • ঘ. চায়না স্পোর্টস স্টেডিয়াম

72. ‘৫০০ দিনের প্লান’ বলতে বোঝায় যে এ সময়ের মধ্যে -

  • ক. ওয়ারশ জোট ভেঙে দেয়ার প্রকল্প সম্পন্ন করা
  • খ. রুমানিয়াতে গণতান্ত্রিক প্রথা প্রচলন সম্পন্ন করা
  • গ. সোভিয়েত ইউনিয়নে প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পন্ন করা
  • ঘ. পূর্ব জার্মানি থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার সম্পন্ন করা

75. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল -

  • ক. ১৪ জুলাই, ১৭৮৯
  • খ. ৭ জুন, ১৭৮৮
  • গ. ৫ অক্টোবর, ১৭৮৮
  • ঘ. ২৬ আগস্ট, ১৭৮৮


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics