প্রশ্ন ব্যাংক
33601. যে যন্ত্রাংশ দিক-পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিকবর্তী করে তার নাম-
- ক. রোধ
- খ. থ্যার্মিষ্টর
- গ. ট্রান্সফরমার
- ঘ. রেকটিফায়ার
33602. পানি, বরফ ও জলীয় বাষ্প যে তাপমাত্রায় এক সঙ্গে থাকতে পারে তা হলো-
- ক. 0 ডিগ্রী C
- খ. 273.16 K
- গ. 100 ডিগ্রী C
- ঘ. 4 ডিগ্রী C
33608. কোনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য?
- ক. আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি
- খ. আন্তঃআণবিক বল সবচেয়ে কম
- গ. আন্তঃআণবিক ফাঁকা স্থান সবচেয়ে বেশি
- ঘ. আকার আছে কিন্তু আয়তন নেই
33609. কোন হ্যালোজেনটি সমুদ্র শৈবাল থেকে উৎপাদন করা হয়?
- ক. ব্রোমিন
- খ. ক্লোরিন
- গ. আয়োডিন
- ঘ. ফ্লুরিন
33612. বেনজিন, ফেনল, টলুইন ও অ্যানিলিনের মিশ্রণকে- দ্বারা ধৌত করলে কোন দূরীভুত হবে?
- ক. বেনজিন
- খ. অ্যানিলিন
- গ. টলুইন
- ঘ. ফেনল
33613. নিস্ক্রিুয় গ্যাসগুলোকে শূন্য গ্রুপে দেওয়ার কারণ হচ্ছে-
- ক. অকটেট পূর্ণ
- খ. জারন মান শূন্য
- গ. যোজনী শূন্য
- ঘ. সব কয়টি
33614. ঋণাত্মক প্রভাবক কোনটি?
- ক. আয়রন
- খ. প্লাটিনাম
- গ. ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
- ঘ. অ্যালকোহল
33616. তরল অক্সিজেনের সাথে রকেটে জ্বালানী রূপে ব্যবহৃত হয়-
- ক. মিথাইল
- খ. ইথানল
- গ. গ্লাইকল
- ঘ. গ্লিসারল
33619. ’উৎ’ উপসর্গটি ‘সাধারণ’ অর্থে কোথায় ব্যবহৃত হয়েছে?
- ক. বিশেষ
- খ. বিরুদ্ধে
- গ. নিশ্চয়
- ঘ. সিমা
33620. ’আমার স্বপন আধো জাগরণ’ চিহ্নিত অংশটুকু কোন কারকে কোন বিভক্তি?
- ক. করণে শূন্য
- খ. অপাদানে শূন্য
- গ. কর্মে শূন্য
- ঘ. কোনোটিই নয়
33621. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন কোন ফলের উল্লেখ আছে?
- ক. আম ও কাঁঠাল
- খ. আম ও জাম
- গ. বাতাবি ও কাঁঠাল
- ঘ. বাতাবি ও আম
33623. নিচের কোন প্রাচীন গ্রন্থে ‘বঙ্গ’ ও ’বঙ্গাল’ উভয় কথার উল্লেখ আছে?
- ক. মৎস্যপুরাণ
- খ. ঋগ্বেদ
- গ. তারিখ-ই-ফিরোজ শাহি
- ঘ. মহাভারত