প্রশ্ন ব্যাংক

33601. যে যন্ত্রাংশ দিক-পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক দিকবর্তী করে তার নাম-

  • ক. রোধ
  • খ. থ্যার্মিষ্টর
  • গ. ট্রান্সফরমার
  • ঘ. রেকটিফায়ার

33604. কাজের অভিকর্ষীয় একক কি?

  • ক. আউন্স/ফুট
  • খ. গ্রাম/সে.মি.
  • গ. পাউন্ড/মিটার
  • ঘ. কিলো/মি.

33605. সেন্টিগ্রেড স্কেলের আবিষ্কারক একজন-

  • ক. সুইডিম
  • খ. জার্মান
  • গ. স্পেনীয়
  • ঘ. ব্রিটিশ

33606. কোনটি ভুল-

  • ক. সেন্টিগ্রেড ১০০০
  • খ. ফারেনহাইট ১০০০
  • গ. রোমার ৮০০
  • ঘ. কেলভিন ৩৭৩০

33607. প্রমাণ গঠন এনথালপির একক হলো-

  • ক. কিলোজুল/মোল
  • খ. কিলোক্যালরী
  • গ. জুল
  • ঘ. কিলোজুল

33608. কোনটি কঠিন পদার্থের বৈশিষ্ট্য?

  • ক. আন্তঃআণবিক বল সবচেয়ে বেশি
  • খ. আন্তঃআণবিক বল সবচেয়ে কম
  • গ. আন্তঃআণবিক ফাঁকা স্থান সবচেয়ে বেশি
  • ঘ. আকার আছে কিন্তু আয়তন নেই

33609. কোন হ্যালোজেনটি সমুদ্র শৈবাল থেকে উৎপাদন করা হয়?

  • ক. ব্রোমিন
  • খ. ক্লোরিন
  • গ. আয়োডিন
  • ঘ. ফ্লুরিন

33610. আলোক সমানুতা প্রদর্শন করে-

  • ক. ইথানল
  • খ. পেন্টেন
  • গ. ইথার
  • ঘ. ল্যাকটিক এসিড

33611. কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হয়-

  • ক. ইথলিন
  • খ. ইথানল
  • গ. ইথার
  • ঘ. ইথেন

33613. নিস্ক্রিুয় গ্যাসগুলোকে শূন্য গ্রুপে দেওয়ার কারণ হচ্ছে-

  • ক. অকটেট পূর্ণ
  • খ. জারন মান শূন্য
  • গ. যোজনী শূন্য
  • ঘ. সব কয়টি

33614. ঋণাত্মক প্রভাবক কোনটি?

  • ক. আয়রন
  • খ. প্লাটিনাম
  • গ. ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড
  • ঘ. অ্যালকোহল

33615. নাইট্রিক এসিডের বিক্রিয়া ঘটে-

  • ক. প্লাটিনাম
  • খ. গোল্ড
  • গ. ইরিনিয়াম
  • ঘ. ম্যাগনোসিয়াম

33616. তরল অক্সিজেনের সাথে রকেটে জ্বালানী রূপে ব্যবহৃত হয়-

  • ক. মিথাইল
  • খ. ইথানল
  • গ. গ্লাইকল
  • ঘ. গ্লিসারল

33617. কোনটিকে ফ্রূক্টোজ বলা হয়?

  • ক. আংগুরের চিনি
  • খ. ইক্ষু চিনি
  • গ. বীট চিনি
  • ঘ. ফলের চিনি

33618. নিচের কোন বানানটি অশুদ্ধ?

  • ক. ধানমন্ডি
  • খ. দূর্নাম
  • গ. বেনু
  • ঘ. পরনিন্দা

33620. ’আমার স্বপন আধো জাগরণ’ চিহ্নিত অংশটুকু কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে শূন্য
  • খ. অপাদানে শূন্য
  • গ. কর্মে শূন্য
  • ঘ. কোনোটিই নয়

33621. ’তাহারেই পড়ে মনে’ কবিতায় কোন কোন ফলের উল্লেখ আছে?

  • ক. আম ও কাঁঠাল
  • খ. আম ও জাম
  • গ. বাতাবি ও কাঁঠাল
  • ঘ. বাতাবি ও আম

33622. কোনটি ঠিক নয়?

  • ক. চতুর্থ=চতুঃ+থ
  • খ. দুগ্ধ=দুহ্‌+ত
  • গ. সতীশ=সতি+ঈশ
  • ঘ. নিষ্কর=নিঃ+কর

33623. নিচের কোন প্রাচীন গ্রন্থে ‘বঙ্গ’ ও ’বঙ্গাল’ উভয় কথার উল্লেখ আছে?

  • ক. মৎস্যপুরাণ
  • খ. ঋগ্বেদ
  • গ. তারিখ-ই-ফিরোজ শাহি
  • ঘ. মহাভারত

33624. একশেষ দ্বন্দ্ব সমাস এর উদাহরণ নয় কোনটি?

  • ক. নরাঃ
  • খ. নরৌ
  • গ. আমরা
  • ঘ. ধুতি-চাদর

33625. উকিল, মোক্তার, মামলা- কোন জাতীয় শব্দ?

  • ক. উর্দু
  • খ. ফারসি
  • গ. আরবি
  • ঘ. হিন্দি


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics