বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী সিভিল
51. নিম্নের কোন পদার্থটির স্থিতিস্থাপকতা বেশি?
- ক. রাবার
- খ. ইস্পাত
- গ. লোহা
- ঘ. তামা
52. সুনামির কারণ -
- ক. আগ্নেয়গিরির অগ্ল্যৎপাত
- খ. ঘূর্ণীঝড়
- গ. সূর্যগ্রহণ
- ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
53. ‘এন্টোমোলোজী’ কোন বিষয়ের বিজ্ঞান-
- ক. পাখি
- খ. কীটপতঙ্গ
- গ. মাছ
- ঘ. সরীসৃপ
54. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ হয় -
- ক. কম
- খ. বেশি
- গ. একই
- ঘ. খুবই কম
55. মুখবিবরের লালাগ্রন্থি থেকে হজমে সাহায্যকারী উপাদান হিসেবে নিঃসৃত এনজাইন -
- ক. টায়ালিন
- খ. পেপসিন
- গ. রেনিন
- ঘ. লাইপেজ
- ক. পল এহর্লিক
- খ. উইলিয়াম রনজেন
- গ. মাদাম কুরি
- ঘ. গোল্ড সেইন
57. একই আয়তনের ভিন্ন আকৃতির বস্তুর ক্ষেত্রে কোন আকৃতির বস্তুর জন্য ক্ষেত্রফল সর্বনিম্ন হবে?
- ক. বেলনাকৃতি
- খ. আয়তাকৃতি
- গ. গোলাকৃতি
- ঘ. ঘনকাকৃতি
- ক. সাইট্রিক এসিড
- খ. অক্সালিক এসিড
- গ. স্যালিক এসিড
- ঘ. অ্যাসিটিক এসিড
59. নিচের কোন অঙ্গটির গঠনতন্ত্রের একক হচ্ছে অ্যালভিওআই -
- ক. রেচনতন্ত্র
- খ. কংকালতন্ত্র
- গ. যকৃত
- ঘ. ফুসফুস
60. সর্বনিস্ন তাপমাত্রা নির্দেশক কোনটি?
- ক. গলনাংক
- খ. ফ্যাদম
- গ. হিমাংক
- ঘ. ম্যাগনিচিউড
61. সাবমেরিন ক্যাবলে বাংলাদেশের প্রাপ্য ব্যাণ্ডউইথ -
- ক. 10 Gigabites/sec
- খ. 100 Megabites/sec
- গ. 200 Megabites/sec
- ঘ. 200 Gigabites/sec
62. ‘ইতার তাস’ কোন দেশের সংবাদ সংস্থা?
- ক. পাকিস্তান
- খ. সিরিয়া
- গ. তুরস্ক
- ঘ. রাশিয়া
63. ‘ব্ল্যাক ফরেস্ট’ কোন দেশে অবস্থিত?
- ক. মার্কিন যুক্তরাষ্ট্র
- খ. যুক্তরাজ্য
- গ. জার্মানি
- ঘ. ফ্রান্স
- ক. রুজভেল্ট
- খ. ‘এডলফ হিটলার
- গ. ট্রু ম্যান
- ঘ. উড্রো উইলসন
65. ‘ই-৮’ কী?
- ক. ৮টি গরিব দেশ
- খ. ৮টি ধনী দেশ
- গ. ৮টি পরিবেশ দূষনকারী দেশ
- ঘ. ৮টি শিল্পোন্নত দেশ
66. কোন দেশ জাতিসংঘের স্থায়ী সদস্য নয়?
- ক. কানাডা
- খ. জাপান
- গ. ব্রাজিল
- ঘ. ইসরায়েল
67. প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য -
- ক. ৫.৫ কি.মি.
- খ. ৬.১৫ কি.মি.
- গ. ৬.৭৫ কি.মি.
- ঘ. ৭ কি.মি.
68. বাংলাদেশে চা বোর্ড কোথায় অবস্থিত?
- ক. শ্রীমঙ্গল
- খ. ঢাকা
- গ. চট্রগ্রাম
- ঘ. পঞ্চগড়
69. বাংলাদেশের কোথায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়?
- ক. কক্সবাজার
- খ. বান্দরবান
- গ. লালাখান
- ঘ. বিছানাকান্দি
70. ‘চরমপত্র’ খ্যাত ব্যক্তিত্ব হচ্ছেন -
- ক. মাওলানা ভাসানী
- খ. ড.মুহম্মদ শহীদুল্লাহ
- গ. এম.আর.আখতার মুকুল
- ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
71. বাংলাদেশে বর্তমান তফসিলভুক্ত ব্যাংক কয়টি?
- ক. ৪৮টি
- খ. ৪৬টি
- গ. ৫৬টি
- ঘ. ৬৬টি
72. বাংলাদেশের বৃহত্তম নৃ-গোষ্ঠী কোনটি?
- ক. সাঁওতাল
- খ. রাখাইন
- গ. মারমা
- ঘ. চাকমা
- ক. মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস
- খ. মুক্তিযুদ্ধ বিষয়ক কাব্যগ্রন্থ
- গ. মুক্তিযোদ্ধাদের জীবনী গ্রন্থ
- ঘ. মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন
- ক. ৪৮ টাকা
- খ. ৫০ টাকা
- গ. ৫২ টাকা
- ঘ. ৪২ টাকা