জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা

53. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?

  • ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল
  • খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
  • গ. ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
  • ঘ. বৃহত্তম সিলেট অঞ্চল

63. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মদিন কোনটি?

  • ক. ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
  • খ. ২৫ বৈশাখ ১২৯৮ বঙ্গাব্দ
  • গ. ২৫ বৈশাখ ১২৭৬ বঙ্গাব্দ
  • ঘ. কোনোটিই নয়

65. শিখা অনির্বাণ কোথায় অবস্থিত?

  • ক. সোহরাওয়ার্দী উদ্যানে
  • খ. মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে
  • গ. ঢাকা সেনানিবাসে
  • ঘ. মুজিবনগরে

67. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়?

  • ক. ২৬ মার্চ ১৯৭২
  • খ. ১৬ ডিসেম্বর ১৯৭২
  • গ. ২৬ মার্চ ১৯৭১
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১

69. ইবোলা ভাইরাসে আক্রান্তের লক্ষণ কী?

  • ক. উচ্চ রক্তচাপ
  • খ. অনেক জ্বর
  • গ. মাড়িতে রক্তক্ষরণ
  • ঘ. খিচুনি ধরা

71. বিভক্তিহীন নাম পদকে বলা হয় -

  • ক. সাধিত শব্দ
  • খ. প্রাদিপাদিক
  • গ. নাম শব্দ
  • ঘ. ক্রিয়া

73. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. তিনিই সমাজরে মাথা
  • খ. মাথা খাটিয়ে কাজ করবে
  • গ. লজ্জায় আমার মাথা কাটা গেল
  • ঘ. মাথা নেই তার মাথা ব্যথা


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics