জনপ্রশাসন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা
51. প্রাচীন গৌড় নড়রীর অংশবিশেষ কোন জেলায় রয়েছে?
- ক. সিলেট
- খ. খুলনা
- গ. কুষ্টিয়া
- ঘ. চাপাইনবাবগঞ্জ
52. WHO এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. জেনেভা
- গ. ভিয়েনা
- ঘ. অসলো
53. প্রাচীনকালে ‘সমতট’ বলতে বাংলাদেশের কোন অংশকে বুঝানো হতো?
- ক. বগুড়া ও দিনাজপুর অঞ্চল
- খ. কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল
- গ. ঢাকা ও ময়মনসিংহ অঞ্চল
- ঘ. বৃহত্তম সিলেট অঞ্চল
54. বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
- ক. সার্ভিস
- খ. কৃষি
- গ. শিল্প
- ঘ. কোনোটিই নয়
55. সার্ক (SAARC) সচিবালয় কোন শহরে অবস্থিত?
- ক. ঢাকা
- খ. ইসলামাবাদ
- গ. নয়াদিল্লী
- ঘ. কাঠমান্ডু
56. জাতিসংঘের আন্তর্জাতিক নারী দিবস হিসেবে কোন দিনটির স্বীকৃতি দেয়
- ক. ১ জানুয়ারি
- খ. ১১ জাুনয়ারি
- গ. ৮ মার্চ
- ঘ. ৫ অক্টোবর
57. কোন বিদেশী সাহিত্যিক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীরপ্রতীক খেতাব লাভ করে?
- ক. জ্যা পল সাত্রে
- খ. ক্লডে সিমোন
- গ. ডব্লিউ এ এস ওডারল্যান্ড
- ঘ. কেউ নয়
58. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোন দেশে?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট
- গ. জাপান
- ঘ. ব্রাজিল
59. বাংলাদেশে সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি “বীরশ্রেষ্ঠ” কতজনকে নেয়া হয়েছে?
- ক. ১১ জন
- খ. ১৬ জন
- গ. ৭ জন
- ঘ. ৩ জন
60. লোহিত সাগর ও সুয়েজ খাল এশিয়াকে বিচ্ছিন্ন করেছে কোন মহাদেশ থেকে?
- ক. আফ্রিকা
- খ. ইউরোপ
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. কোনটি নয়
61. বাতাসে অক্সিজেনের পরিমাণ কত?
- ক. ২২%
- খ. ২৯%
- গ. ৩৩%
- ঘ. কোনোটিই নয়
63. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জম্মদিন কোনটি?
- ক. ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ
- খ. ২৫ বৈশাখ ১২৯৮ বঙ্গাব্দ
- গ. ২৫ বৈশাখ ১২৭৬ বঙ্গাব্দ
- ঘ. কোনোটিই নয়
64. ২০১৬ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধর কততম জম্মবার্ষিকী পালন করা হলো?
- ক. ৯৭ তম
- খ. ৯৬ তম
- গ. ৯৫ তম
- ঘ. ৯৪ তম
65. শিখা অনির্বাণ কোথায় অবস্থিত?
- ক. সোহরাওয়ার্দী উদ্যানে
- খ. মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে
- গ. ঢাকা সেনানিবাসে
- ঘ. মুজিবনগরে
66. বাংলাদেশের নদের সংখ্যা কয়টি?
- ক. ১ টি
- খ. ২ টি
- গ. ৩ টি
- ঘ. ৪ টি
67. কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়?
- ক. ২৬ মার্চ ১৯৭২
- খ. ১৬ ডিসেম্বর ১৯৭২
- গ. ২৬ মার্চ ১৯৭১
- ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১
68. বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. ওয়াশিংটন
- খ. নিউইয়র্ক
- গ. ফিলিপাইন
- ঘ. রোম
69. ইবোলা ভাইরাসে আক্রান্তের লক্ষণ কী?
- ক. উচ্চ রক্তচাপ
- খ. অনেক জ্বর
- গ. মাড়িতে রক্তক্ষরণ
- ঘ. খিচুনি ধরা
71. বিভক্তিহীন নাম পদকে বলা হয় -
- ক. সাধিত শব্দ
- খ. প্রাদিপাদিক
- গ. নাম শব্দ
- ঘ. ক্রিয়া
72. ‘গুরুচণ্ডালী’ দোষমুক্ত শব্দ কোনটি?
- ক. শবপোড়া
- খ. শবদাহ
- গ. মড়াদাহ
- ঘ. শবমড়া
73. কোন বাক্যে ‘মাথা’ শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে?
- ক. তিনিই সমাজরে মাথা
- খ. মাথা খাটিয়ে কাজ করবে
- গ. লজ্জায় আমার মাথা কাটা গেল
- ঘ. মাথা নেই তার মাথা ব্যথা
74. ‘অর্বাচিন’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক. নবীন
- খ. নির্বাচিত
- গ. প্রাচীন
- ঘ. বোকা
75. নিচের কোন শব্দটি ‘চিকুর’ শব্দের সমার্থক নয়?
- ক. চুল
- খ. কুন্তল
- গ. কেশ
- ঘ. কর