ডাক বিভাগের পোস্টাল অপারেটর
51. ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে?
- ক. ই-মার্কেটিং
- খ. ই-কমার্স
- গ. ই-বিজনেস
- ঘ. আউট সোর্সিং
52. কোনটি আমাদের জীবনে অত্যাবশ্যকীয় পদার্থ?
- ক. তাপ
- খ. শক্তি
- গ. লবণ
- ঘ. আলো
53. বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কিসের তৈরি?
- ক. টাংস্টেন
- খ. নাইক্রোম
- গ. ক্লোমিয়াম
- ঘ. দস্তা
54. মনিটর মূলত কি?
- ক. ইনপুট ডিভাইস
- খ. আউটপুট ডিভাইস
- গ. ১০টি প্রসেসর
- ঘ. ভিডিও কার্ড
55. IC কি দিয়ে তৈরি?
- ক. Transistor
- খ. Capacitor
- গ. Register
- ঘ. RAM
56. নিচের কোনটি ডাটাবেস প্রোগ্রাম?
- ক. Access
- খ. Excel
- গ. Word perfect
- ঘ. Visual Basic
58. কোন পদ্ধতি ব্যবহার করে কম্পিউটার ও স্মার্টফোনে একই সাথে ইন্টারনেট সংযোগ দেয়া হয়?
- ক. Bluetooth
- খ. Wi-fi
- গ. WAN
- ঘ. LAN
59. ‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’ কার রচনা?
- ক. গোবিন্দদাস
- খ. জ্ঞানদাস
- গ. বিদ্যাপতি
- ঘ. চণ্ডীদাস
- ক. Short Mail Service
- খ. Short Message Server
- গ. Short Meal Service
- ঘ. Short Message Service
61. ৪ : ৯ এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
- ক. ২ : ৩
- খ. ৪ : ৯
- গ. ৯ : ৪
- ঘ. ১৬ : ৮১
62. LAN এর ক্ষেত্রে Wi-Max এর বিস্তৃতি কত?
- ক. ৩০ মিটার
- খ. ২০ মিটার
- গ. ৪০ মিটার
- ঘ. ৫০ মিটার
63. ৩০ থেকে ৯০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত?
- ক. ৪২
- খ. ৬৮
- গ. ৫৮
- ঘ. ৬২
There are no comments yet.