ডাক বিভাগের পোস্টাল অপারেটর
26. ৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান হবে?
- ক. ৫
- খ. ৬
- গ. ৮
- ঘ. ৯
27. ডাটাবেজ টেবিলের রেকর্ডসমূহকে বিশেষ লজিক্যাল অর্ডারে সাজিয়ে রাখাকে কি বলে?
- ক. এডিটিং
- খ. সটিং
- গ. ইনডেক্সিং
- ঘ. গ্রুপিং
28. ‘সৌম’ এর বিপরীত শব্দ কোনটি?
- ক. শান্ত
- খ. উদ্ধত
- গ. উগ্র
- ঘ. কঠিন
29. চালের দাম শতকরা ২৫ টাকা বৃদ্ধি পেলে চালের ব্যবহার কত কমালে চাল বাবদ খরচ বৃদ্ধি পাবে না?
- ক. ২০%
- খ. ২১%
- গ. ৩১%
- ঘ. ৩০%
31. কোনটি ‘নিরাময়’ শব্দের সন্ধি-বিচ্ছেদ?
- ক. নিঃ + আময়
- খ. নিঃ + ময়
- গ. নির + ময়
- ঘ. নির + আময়
32. ৩, ৭, ১৫, ৩১, ৬৩,... ধারাটির পরবর্তী সংখ্যাটি কত?
- ক. ১৪৫
- খ. ১৩৫
- গ. ১২৭
- ঘ. ১৩০
33. ব্যাংক রেট (সুদের হার) কি?
- ক. বিনিযোগ রেট
- খ. কেন্দ্রীয় ব্যাংকের রেট
- গ. বাণিজ্যিক ব্যাংকের রেট
- ঘ. বিশেষায়িত ব্যাংকের রেট
34. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. রোমে
- খ. প্যারিসে
- গ. হেগে
- ঘ. জেনেভায়
36. ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?
- ক. ফুটবল
- খ. হকি
- গ. ক্রিকেট
- ঘ. টেনিস
37. বিশ্ব ডাক দিবস কোন তারিখে পালন করা হয়?
- ক. ৮ সেপ্টেম্বর
- খ. ৯ অক্টোবর
- গ. ১১ অক্টোবর
- ঘ. ১০ ডিসেম্বর
38. মুক্তিযুদ্ধের উপ-সর্বাধিনায়ক ছিলেন -
- ক. জিয়াউর রহমান
- খ. এ. কে. খন্দকার
- গ. আব্দুর রব
- ঘ. খালেদ মোশারফ
39. কোন ধাতব মুদ্রায় বঙ্গবন্ধু সেতুর প্রতিকৃতি ব্যবহৃত হয়েছে -
- ক. ২৫ পয়সায়
- খ. ৫০ পয়সায়
- গ. ২ টাকার মুদ্রায়
- ঘ. ৫ টাকার মুদ্রায়
- ক. denya
- খ. denial
- গ. refuse
- ঘ. deniable
41. সার্ক সচিবালয় কোথায় অবস্থিত?
- ক. নেপাল
- খ. শ্রীলংকা
- গ. ভারত
- ঘ. মালদ্বীপ
- ক. নিউজ ওয়াইড ডায়ালিং
- খ. ন্যাশনাল ওয়াইড ডায়ালিং
- গ. নেশন ওয়াইড ডায়ালিং
- ঘ. নিউ ওয়াইড ডায়ালিং
43. কোন দূষণ প্রক্রিয়ায় মানুষ সবচেয়ে বেশিমাত্রায় আক্রান্ত হয়?
- ক. শব্দ দূষণ
- খ. পানি দূষণ
- গ. বায়ু দূষণ
- ঘ. পারমাণবিক দূষণ
- ক. রঙ্গিন করে
- খ. সুগন্ধি করে
- গ. শক্ত করে
- ঘ. নরম করে
45. কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
- ক. বিশেষ্য
- খ. বিশেষণ
- গ. অব্যয়
- ঘ. ক্রিয়া
46. বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলে বিদ্যুৎ খরচ -
- ক. কম হয়
- খ. একই হয়
- গ. বেশি হয়
- ঘ. খুব কম হয়
47. 'Feel at home' এর সমার্থক কোনটি?
- ক. proficient
- খ. calm and quite
- গ. familiar
- ঘ. free and easy
48. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে?
- ক. কার্বন মনোক্সাইড
- খ. কার্বন ডাইঅক্সাইড
- গ. নাইট্রিক অক্সাইড
- ঘ. সালফার ডাইঅক্সাইড
49. ‘টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ীতে ভাত নাহি নিতি আবেশী’। চর্যাপদের এ চরণ দুটিতে কি বোঝানো হয়েছে?
- ক. প্রতিবেশীর প্রতি ভালোবাসা
- খ. আত্মীয়ের প্রতি ভালোবাসা
- গ. দারিদ্র্যক্লিষ্ট জীবনের চিত্র
- ঘ. একাকীত্বের কথা
50. পূর্ণ বয়স্ক ব্যক্তির হৃৎপিণ্ডের ওজন কত?
- ক. ১ কিলোগ্রাম
- খ. ৫০০ গ্রাম
- গ. ৩০০ গ্রাম
- ঘ. ৩৫০ গ্রাম