৩৪তম বিসিএস প্রিলি
26. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সনে?
- ক. ১৯৪৭ খৃঃ
- খ. ১৯৫৮ খৃঃ
- গ. ১৯৬৪ খৃঃ
- ঘ. ১৯৬৫ খৃঃ
27. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
- ক. ৭ মার্চ ১৯৭৩ খৃঃ
- খ. ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
- ঘ. ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
28. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে?
- ক. ১৭৫৭ খৃঃ
- খ. ১৭৭০ খৃঃ
- গ. ১৮৫৭ খৃঃ
- ঘ. ১৭৯৩ খৃঃ
29. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
- ক. এ,ডি,বি
- খ. বিশ্বব্যাংক
- গ. জাইকা
- ঘ. আই,এম,এফ
30. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
- ক. গোমতী
- খ. জিঞ্জিরাম
- গ. নাফ
- ঘ. কর্ণফুলী
31. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
- ক. অর্থ মন্ত্রণালয়
- খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
- গ. বাংলাদেশ ব্যাংক
- ঘ. সিকিউরিটিজ একচেঞ্জ
32. নিম্নের কোন সংস্থাটি ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
- ক. UNDP
- খ. UNESCO
- গ. UNICEF
- ঘ. UNCTAD
33. “তাহরির স্কয়ার” কোথায় অবস্থিত?
- ক. সিউল
- খ. আম্মান
- গ. কায়রো
- ঘ. তেহরান
- ক. নাইজেরিয়া
- খ. ভারত
- গ. মালয়েশিয়া
- ঘ. তুরস্ক
35. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. লন্ডন
- খ. নিউইয়র্ক
- গ. প্যারিস
- ঘ. ভিয়েনা
36. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ?
- ক. ফিজি
- খ. ভ্যাটিক্যান
- গ. কুয়েত
- ঘ. মালদ্বীপ
37. “আবর বসন্ত” বলতে কি বুঝায়?
- ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
- খ. আরব অঞ্চলে বসন্তকাল
- গ. আরব রাজতন্ত্র
- ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
38. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
- ক. নেপাল
- খ. ভারত
- গ. ভুটান
- ঘ. মালদ্বীপ
39. “লয়াজিরগা” কোন দেশের আইনসভা?
- ক. ফিজি
- খ. সিরিয়া
- গ. লেবানন
- ঘ. আফগানিস্তান
40. কোপেন হেগেন কোন দেশের রাজধানী?
- ক. ডেনমার্ক
- খ. বেলজিয়াম
- গ. ভিয়েতনাম
- ঘ. আর্মেনিয়া
41. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
- ক. মিসর
- খ. ইরাক
- গ. ইরান
- ঘ. থাইল্যান্ড
42. ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
- ক. ফসফরাস
- খ. নাইট্রোজেন
- গ. পটাশিয়াম
- ঘ. সালফার
43. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?
- ক. নিউট্রন ও প্রোটন
- খ. ইলেকট্রন ও প্রোটন
- গ. নিউট্রন ও পজিট্রন
- ঘ. ইলেকট্রন ও পজিট্রন
44. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?
- ক. অক্সিজেন পরিবহন করা
- খ. রোগ প্রতিরোধ করা
- গ. রক্ত জমাট বাধতে সাহায্য করা
- ঘ. উপরে উল্লিখিত সব কয়টিই
- ক. ৪ টি
- খ. ৬ টি
- গ. ৫ টি
- ঘ. ৮ টি
46. ইনসুলিন নিংসৃত হয় কোথা থেকে?
- ক. অগ্ন্যাশয় হতে
- খ. প্যানক্রিয়াস হতে
- গ. লিভার হতে
- ঘ. পিটুইটারী গ্লান্ড হতে
47. পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয়-
- ক. পটক মাছ
- খ. হাঙ্গর
- গ. শুশুক
- ঘ. জেলী ফিস
48. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-
- ক. গ্লাইকোজেন
- খ. গ্লুকোজ
- গ. ফ্রক্টোজ
- ঘ. সুক্রোজ
49. প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে বলে-
- ক. জুওলজী
- খ. বায়োলজী
- গ. ইভোলিউশন
- ঘ. জেনেটিক্স
- ক. ভাত
- খ. গরুর মাংস
- গ. মসুর ডাল
- ঘ. ময়দা