৩৪তম বিসিএস প্রিলি

27. বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

  • ক. ৭ মার্চ ১৯৭৩ খৃঃ
  • খ. ৭ এপ্রিল ১৯৭৩ খৃঃ
  • গ. ১৬ ডিসেম্বর ১৯৭২ খৃঃ
  • ঘ. ৭ ডিসেম্বর ১৯৭২ খৃঃ

31. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?

  • ক. অর্থ মন্ত্রণালয়
  • খ. প্রধানমন্ত্রীর কার্যালয়
  • গ. বাংলাদেশ ব্যাংক
  • ঘ. সিকিউরিটিজ একচেঞ্জ

37. “আবর বসন্ত” বলতে কি বুঝায়?

  • ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
  • খ. আরব অঞ্চলে বসন্তকাল
  • গ. আরব রাজতন্ত্র
  • ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন

43. পরমাণুর নিউক্লিয়াসে কি কি থাকে?

  • ক. নিউট্রন ও প্রোটন
  • খ. ইলেকট্রন ও প্রোটন
  • গ. নিউট্রন ও পজিট্রন
  • ঘ. ইলেকট্রন ও পজিট্রন

44. রক্তে হিমোগ্লোবিনের কাজ কি?

  • ক. অক্সিজেন পরিবহন করা
  • খ. রোগ প্রতিরোধ করা
  • গ. রক্ত জমাট বাধতে সাহায্য করা
  • ঘ. উপরে উল্লিখিত সব কয়টিই

46. ইনসুলিন নিংসৃত হয় কোথা থেকে?

  • ক. অগ্ন্যাশয় হতে
  • খ. প্যানক্রিয়াস হতে
  • গ. লিভার হতে
  • ঘ. পিটুইটারী গ্লান্ড হতে


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics