৩৪তম বিসিএস প্রিলি
76. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখে জম্ম গ্রহণ করেন?
- ক. ১ মার্চ ১৯১৯খৃঃ
- খ. ১৭ মার্চ ১৯২০ খৃঃ
- গ. ১৪ আগষ্ট ১৯৪৭ খৃঃ
- ঘ. ২১ জুন ১৯৪১ খৃঃ
- ক. ফুটবল খেলোয়াড়
- খ. অর্থনীতিবিদ
- গ. কবি
- ঘ. বৈজ্ঞানিক
79. নিম্নের কোন সংস্থাটি ২১শে ফেব্রূয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে?
- ক. UNDP
- খ. UNESCO
- গ. UNICEF
- ঘ. UNCTAD
- ক. নাইজেরিয়া
- খ. ভারত
- গ. মালয়েশিয়া
- ঘ. তুরস্ক
81. “আরব বসন্ত” বলতে কি বুঝায়?
- ক. আরবের বিভিন্ন দেশে গণজাগরণ
- খ. আরব অঞ্চলে বসন্তকাল
- গ. আরব রাজতন্ত্র
- ঘ. আরবীয় মহিলাদের ক্ষমতায়ন
82. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
- ক. নেপাল
- খ. ভারত
- গ. ভুটান‘
- ঘ. মালদ্বীপ
83. ইউরিয়া সা থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে?
- ক. ফসফরাস
- খ. নাইট্রোজেন
- গ. পটাশিয়াম
- ঘ. সালফার
84. অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল-
- ক. গ্লাইকোজেন
- খ. গ্লুকোজ
- গ. ফ্রক্টোজ (Fructose)
- ঘ. সুক্রোজ
- ক. আয়োডিন
- খ. আয়রন
- গ. ম্যাগনেশিয়াম
- ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস
- ক. আগ্নেয়গিরির অগ্ল্যৎপাত
- খ. ঘূর্ণীঝড়
- গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
- ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প
87. ডায়াবেটিকস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হয় -
- ক. এরোগ মানবদেহের কিডনি নষ্ট করে
- খ. চিনি জাতীয় খাবর খেলে এ রোগ হয়
- গ. এ রোগ হতে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
- ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়
88. জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি?
- ক. কৃত্রিম সার প্রয়োগ
- খ. পানি সেচ
- গ. মাটিতে নাইট্রোজেন ধরে রাখা
- ঘ. প্রাকৃতিক গ্যাস প্রয়োগ
89. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির -
- ক. ঘনত্ব কম
- খ. ঘনত্ব বেশি
- গ. তাপমাত্রা বেশি
- ঘ. দ্রবণীয়তা বেশি
90. গাড়ীর ব্যাটারিতে এসিড ব্যবহৃত হয়?
- ক. নাইট্রিক
- খ. সালফিউরিক
- গ. হাইড্রোক্লোরিক
- ঘ. পারক্লোরিক
There are no comments yet.