৩৪তম বিসিএস প্রিলি

51. হাড় ও দাঁতকে মজবুত করে-

  • ক. আয়োডিন
  • খ. আয়রন
  • গ. ম্যাগনেশিয়াম
  • ঘ. ক্যালসিয়াম ও ফসফরাস

52. সুনামীর কারণ হল-

  • ক. আগ্নেয়গিরির অগ্ল্যুৎপাত
  • খ. ঘূণীঝড়
  • গ. চন্দ্র ও সূর্যের আকর্ষণ
  • ঘ. সমুদ্রের তলদেশে ভূমিকম্প

53. ডায়াবেটিস রোগ সম্পর্কে যে তথ্যটি সঠিক নয় তা হল-

  • ক. এরোগ মানবদেহের কিডনি নষ্ট করে
  • খ. চিনি জাতীয় খাবার খেলে এ রোগ হয়
  • গ. এ রোগ হতে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
  • ঘ. ইনসুলিনের অভাবে এ রোগ হয়

55. নবায়নযোগ্য জ্বালানি কোনটি?

  • ক. পরমাণু শক্তি
  • খ. কয়লা
  • গ. প্রাকৃতিক গ্যাস
  • ঘ. পেট্রোল

59. বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির-

  • ক. ঘনত্ব কম
  • খ. ঘনত্ব বেশি
  • গ. তাপমাত্রা বেশি
  • ঘ. দ্রবণীয়তা বেশি

60. গাড়ীয় ব্যাটারিতে এসিড ব্যবহৃত হয়?

  • ক. নাইট্রিক
  • খ. সালফিউরিক
  • গ. হাইড্রোক্লোরিক
  • ঘ. পারক্লোরিক

69. Dengue fever is spread by -

  • ক. Aedes aegypti mosquito
  • খ. Common House flies
  • গ. Anophilies mosquito
  • ঘ. Rats and squirrels

72. Photosynthesis takes place in -

  • ক. Roots of the plants
  • খ. Stems of the plants
  • গ. Green parts of the plants
  • ঘ. All parts of the plants

73. Tiger : Zoology: Mars : -

  • ক. Astrology
  • খ. Cryptology
  • গ. Astronomy
  • ঘ. Telescopy

74. ১৯৭১ সানের কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

  • ক. ৭ মার্চ ১৯৭১ খৃঃ
  • খ. ২৬ মার্চ ১৯৭১ খৃঃ
  • গ. ১০ মার্চ ১৯৭১ খৃঃ
  • ঘ. ১৬ ডিসেম্বর ১৯৭১ খৃঃ

75. ইদানিং আপনার মনে হচ্ছে সংসারে আপনার গুরুত্ব হ্রাস পাচ্ছে। আপনি এমন অবস্থায় -

  • ক. খুবই হতাশাবোধ করবেন
  • খ. বন্ধুদের সাথে বিষয়টি আলাপ করবেন
  • গ. সংসারের প্রতি গভীর মনোযোগ দেবেন
  • ঘ. ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে মন খারাপ করবেন


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics