৩৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা (স্বাস্থ্য ক্যাডার) এর আরো দেখুন সকল সরকারী/বেসরকারী পরীক্ষার প্রশ্ন পেতে ক্লিক করুন গণিতের আইকিউ টেস্ট করতে ক্লিক করুন
নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
নিচের কোনটি যৌগিক কালের উদাহরণ নয়?
- ক. করছিলাম
- খ. করেছি
- গ. করছি
- ঘ. করব
সঠিক উত্তরঃ করব
‘করব’ ক্রিয়াটি দ্বারা ভবিষ্যৎ কালে ঘটবে এমন কাল নির্দেশ করে, ফলে ‘করব’ ক্রিয়ার কালটি যৌগিক নয়। অন্যদিকে ‘করছিলাম’ , ‘করেছি’ এই তিনটি ক্রিয়ার মধ্যে ‘করছিলাম’ ও ‘করছি’ ঘটমান কালকে নির্দেশ করে অর্থাৎ কোনো একটি চলমান কাজকে বুঝায়, যা অতীতে অথবা বর্তমান যে কোনো সময় ধরে চলছে। অর্থাৎ কাজটি সম্পন্ন হওয়ার পরস্পরটি এরূপ : অতীত + অতীত, অতীত + বর্তমান + ভষিষ্যৎ। ‘করেছি’ পুরাঘটিত বর্তমান কাল। ক্রিয়া পূর্বে শেষ হলে এবং তার ফল এখনও বর্তমান থাকলে, পুরাঘটিত বর্তমান কাল ব্যবহৃত হয় অর্থাৎ যৌগিক কাল নির্দেশ করে।
এ সম্পর্কিত আরো প্রশ্ন দেখুন
- ওদিকে আর যাব না।—এ বাক্যে আর শব্দটি ব্যবহৃত হয়েছে?
- খেলা শেষ হলে বাড়ি ফিরব। -এ বাক্যে কোন গুণের অভাব রয়েছে?
- বাড়ি যাও-এটি কোন প্রকারের বাক্য?
- ‘বিপদ এবং দুঃখ একই সময়ে আসে’। - কোন ধরনের বাক্য?
- মেঘ গর্জন করে, তবে ময়ূর নৃত্য করে- এটি কোন ধরনের বাক্য?
There are no comments yet.