আবহাওয়া ও জলবায়ু

26. সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়-

  • ক. রাতে
  • খ. সকালে
  • গ. দুপুরে
  • ঘ. বিকালে

উত্তরঃ বিকালে

বিস্তারিত

27. কোনটি স্থানীয় বায়ু?

  • ক. টাইফুন
  • খ. হারিকেন
  • গ. সাইমুম
  • ঘ. টর্নেডো

উত্তরঃ সাইমুম

বিস্তারিত

28. আরব মরুভূমিতে প্রবাহিত বায়ুর নাম কি?

  • ক. টাইফুন
  • খ. সিরোক্কো
  • গ. সাইমুম
  • ঘ. খামসিন

উত্তরঃ সাইমুম

বিস্তারিত

29. উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?

  • ক. সরল রেখার উত্তর দিকে
  • খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
  • গ. সরল রেখার দক্ষিণ দিকে
  • ঘ. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান গতিতে

উত্তরঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে

বিস্তারিত

30. আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে-

  • ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
  • খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
  • গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবসথার ৯০%
  • ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%

উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবসথার ৯০%

বিস্তারিত

31. বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা

  • ক. বাড়ে
  • খ. কমে
  • গ. অপরিবর্তিত থাকে
  • ঘ. প্রথমে বাড়ে ও পরে কমে

উত্তরঃ বাড়ে

বিস্তারিত

32. Viscosity of air-

  • ক. Decrease with increase of temperature
  • খ. Increase with increase of temperature
  • গ. Does not have any effect of temperature
  • ঘ. Depends on pressure

উত্তরঃ Decrease with increase of temperature

বিস্তারিত

34. শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কারণ-

  • ক. আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে
  • খ. আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে বলে
  • গ. সকালে কুয়াশা থাকে বলে
  • ঘ. তাপমাত্রা কম থাকে বলে

উত্তরঃ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে

বিস্তারিত

35. শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ-

  • ক. বাতাস ঠাণ্ডা বলে
  • খ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে
  • গ. শীতকালে ঘাম কম হয় বলে
  • ঘ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে

উত্তরঃ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে

বিস্তারিত

36. শীতকালে চামড়া ফাটে কেন?

  • ক. আদ্রতার অভবে
  • খ. রৌদ্রের অভাবে
  • গ. ভিটামিনের অভাবে
  • ঘ. স্নেহজাতীয় পদার্থের অভাবে

উত্তরঃ আদ্রতার অভবে

বিস্তারিত

37. শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন?

  • ক. বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে
  • খ. বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে
  • গ. বাতাসে অক্সিজেন বেশি থাকে বলে
  • ঘ. বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বেশি থাকে বলে

উত্তরঃ বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে

বিস্তারিত

38. বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরী হয়, কারণ-

  • ক. বৃষ্টিপাত বেশি হয়
  • খ. বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে
  • গ. বাতাস কম থাকে
  • ঘ. সূর্য মেঘে ঢাকা থাকে

উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে

বিস্তারিত

39. বৃষ্টিপাত সাধারণত কতপ্রকার?

  • ক. চার প্রকার
  • খ. পাঁচ প্রকার
  • গ. তিন প্রকার
  • ঘ. সাত প্রকার

উত্তরঃ চার প্রকার

বিস্তারিত

40. বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়-

  • ক. শিশির
  • খ. রোদ
  • গ. কুয়াশা
  • ঘ. ক ও গ

উত্তরঃ ক ও গ

বিস্তারিত

41. সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?

  • ক. ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
  • খ. ৮০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড
  • গ. ১০০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড
  • ঘ. ১২০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড

উত্তরঃ ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

বিস্তারিত

There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Topics

Related Exams

Related Subjects