আবহাওয়া ও জলবায়ু
29. উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
- ক. সরল রেখার উত্তর দিকে
- খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
- গ. সরল রেখার দক্ষিণ দিকে
- ঘ. ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণায়মান গতিতে
উত্তরঃ ঘড়ির কাঁটার বিপরীত দিকে
30. আবহাওয়ার ৯০% আর্দ্রতা মানে-
- ক. বৃষ্টিপাতের সম্ভাবনা ৯০%
- খ. ১০০ ভাগ বাতাসে ৯০ ভাগ জলীয় বাষ্প
- গ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবসথার ৯০%
- ঘ. বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃষ্টিপাতের সময়ের ৯০%
উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবসথার ৯০%
31. বাতাসের তাপমাত্রা হ্রাস পেলে আর্দ্রতা
- ক. বাড়ে
- খ. কমে
- গ. অপরিবর্তিত থাকে
- ঘ. প্রথমে বাড়ে ও পরে কমে
উত্তরঃ বাড়ে
- ক. Decrease with increase of temperature
- খ. Increase with increase of temperature
- গ. Does not have any effect of temperature
- ঘ. Depends on pressure
উত্তরঃ Decrease with increase of temperature
- ক. প্রথমটি
- খ. দ্বিতীয়টি
- গ. একই রকম হবে
- ঘ. কোনটিই নয়
উত্তরঃ প্রথমটি
34. শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া বা ঠোঁট ফেটে যায় কারণ-
- ক. আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে
- খ. আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে বলে
- গ. সকালে কুয়াশা থাকে বলে
- ঘ. তাপমাত্রা কম থাকে বলে
উত্তরঃ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে
35. শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায়, কারণ-
- ক. বাতাস ঠাণ্ডা বলে
- খ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বেশি বলে
- গ. শীতকালে ঘাম কম হয় বলে
- ঘ. বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
উত্তরঃ বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কম বলে
- ক. আদ্রতার অভবে
- খ. রৌদ্রের অভাবে
- গ. ভিটামিনের অভাবে
- ঘ. স্নেহজাতীয় পদার্থের অভাবে
উত্তরঃ আদ্রতার অভবে
37. শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন?
- ক. বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে বলে
- খ. বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে
- গ. বাতাসে অক্সিজেন বেশি থাকে বলে
- ঘ. বাতাসে কার্বন-ডাই-অক্সাইড বেশি থাকে বলে
উত্তরঃ বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে
38. বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরী হয়, কারণ-
- ক. বৃষ্টিপাত বেশি হয়
- খ. বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে
- গ. বাতাস কম থাকে
- ঘ. সূর্য মেঘে ঢাকা থাকে
উত্তরঃ বাতাসে জলীয় বাষ্পের পরিমান বেশি থাকে
39. বৃষ্টিপাত সাধারণত কতপ্রকার?
- ক. চার প্রকার
- খ. পাঁচ প্রকার
- গ. তিন প্রকার
- ঘ. সাত প্রকার
উত্তরঃ চার প্রকার
40. বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার ফলে দেখা দেয়-
- ক. শিশির
- খ. রোদ
- গ. কুয়াশা
- ঘ. ক ও গ
উত্তরঃ ক ও গ
- ক. ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
- খ. ৮০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড
- গ. ১০০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড
- ঘ. ১২০০০ ডিগ্রিী সেন্টিগ্রেড
উত্তরঃ ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড