২৯তম বিসিএস প্রিলি

54. জারণ বিক্রিয়ায় কী ঘটে?

  • ক. ইলেকট্রন বর্জন
  • খ. ইলেকট্রন আদান-প্রদান
  • গ. ইলেকট্রন বর্জন
  • ঘ. শুধু তাপ উৎপন্ন হয়

56. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?

  • ক. ম্যাগনেশিয়াম
  • খ. ক্যালসিয়াম
  • গ. সোডিয়াম
  • ঘ. পটাশিয়াম

60. গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন?

  • ক. উষ্ণতা থেকে রক্ষার জন্য
  • খ. অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
  • গ. আলো থেকে রক্ষার জন্য
  • ঘ. ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য

62. সূর্য পৃষ্ঠের উত্তাপ কত?

  • ক. ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
  • খ. ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
  • গ. ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
  • ঘ. ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড

64. কোনটি বায়ুর উপাদান নহে?

  • ক. নাইট্রোজেন
  • খ. হাইড্রোজেন
  • গ. কার্বন
  • ঘ. ফসফরাস

66. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহৃত করা হয়?

  • ক. পায়খানা, প্রসাবখানা
  • খ. গোসলখানায়
  • গ. পুকুরে
  • ঘ. নালায়

69. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?

  • ক. ফখরুদ্দিন মোবারক শাহ
  • খ. হোসেন শাহ্
  • গ. শায়েস্তা খাঁ
  • ঘ. ঈশা খাঁ

70. ডেভিস কোন খেলায় দেয়া হয়?

  • ক. ব্যাডমিন্টন
  • খ. লন টেসিন
  • গ. টেবিল টেনিস
  • ঘ. ক্রিকেট

72. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-

  • ক. ব্রেইল
  • খ. কোপার্নিকাস
  • গ. ডেভিটবোর
  • ঘ. টমাস আলভা এডিসন

75. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?

  • ক. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
  • খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
  • গ. পূর্ববাংলার অথনৈতিক বৈষম্য দূরীকরণ
  • ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics