২৯তম বিসিএস প্রিলি
51. চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় কেন?
- ক. বায়ুমণ্ডলীয় প্রতিসরণে
- খ. আলোর বিচ্ছুরণে
- গ. অপবর্তনে
- ঘ. দৃষ্টিভ্রমে
52. লাল আলোতে নীল রংয়ের বস্তু কেমন দেখায়?
- ক. বেগুনি
- খ. সবুজ
- গ. হলুদ
- ঘ. কালো
53. বৈদুতিক বাল্বের ফিলামেন্ট কী ধাতু দিয়ে তৈরি?
- ক. সংকর ধাতু
- খ. সীসা
- গ. টাংস্টেন
- ঘ. তামা
- ক. ইলেকট্রন বর্জন
- খ. ইলেকট্রন আদান-প্রদান
- গ. ইলেকট্রন বর্জন
- ঘ. শুধু তাপ উৎপন্ন হয়
55. নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?
- ক. P4O10
- খ. MgO
- গ. Co
- ঘ. ZnO
56. কোন ধাতু পানি অপেক্ষা হালকা?
- ক. ম্যাগনেশিয়াম
- খ. ক্যালসিয়াম
- গ. সোডিয়াম
- ঘ. পটাশিয়াম
57. পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
- ক. সোডিয়াম
- খ. পটাশিয়াম
- গ. ম্যাগনেশিয়াম
- ঘ. জিংক
58. কোন বিজ্ঞানী রোগজীবাণু তত্ত্ব উদ্ভাবন করেন?
- ক. ডারউইন
- খ. লুই পাস্তুর
- গ. প্রিস্টলী
- ঘ. ল্যাভয়েসিয়ে
- ক. ৪ টি
- খ. ৫ টি
- গ. ৬ টি
- ঘ. ৮ টি
60. গ্রিন হাউসে গাছ লাগানো হয় কেন?
- ক. উষ্ণতা থেকে রক্ষার জন্য
- খ. অত্যধিক ঠান্ডা থেকে রক্ষার জন্য
- গ. আলো থেকে রক্ষার জন্য
- ঘ. ঝড়-বৃষ্টি থেকে রক্ষার জন্য
61. পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?
- ক. আর্লির্বাড হল
- খ. এস্ট্রোলার হল
- গ. ওরেরী হল
- ঘ. কসমস
- ক. ৬০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
- খ. ৮০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
- গ. ১০০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
- ঘ. ১২০০০ ডিগ্রী সেন্টিগ্রেড
63. জোয়ারের কত সময় পর ভাটার সৃষ্টি হয়?
- ক. ৬ ঘণ্টা ১৩ মিনিট
- খ. ৮ ঘণ্টা
- গ. ১২ ঘণ্টা
- ঘ. ১৩ ঘণ্টা ১৫ মিনিট
- ক. নাইট্রোজেন
- খ. হাইড্রোজেন
- গ. কার্বন
- ঘ. ফসফরাস
65. অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় কী বলে?
- ক. চুন
- খ. সেভিং সোপ
- গ. ফিটকিরি
- ঘ. কস্টিক সোডা
66. কোন কোন স্থানে সলিড ফিনাইল ব্যবহৃত করা হয়?
- ক. পায়খানা, প্রসাবখানা
- খ. গোসলখানায়
- গ. পুকুরে
- ঘ. নালায়
67. দক্ষিণ তালপট্রি কোন নদীর মোহনায় অবস্থিত?
- ক. নাফ
- খ. তেঁতুলিয়া
- গ. আড়িয়াল খাঁ
- ঘ. হাড়িয়াভাঙ্গা
68. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
- ক. নিউইয়র্ক
- খ. রোমে
- গ. জেনেভায়
- ঘ. অটোয়ায়
69. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
- ক. ফখরুদ্দিন মোবারক শাহ
- খ. হোসেন শাহ্
- গ. শায়েস্তা খাঁ
- ঘ. ঈশা খাঁ
- ক. ব্যাডমিন্টন
- খ. লন টেসিন
- গ. টেবিল টেনিস
- ঘ. ক্রিকেট
71. পৃথিবীতে সবচেয়ে বেশি ধাতু কোনটি?
- ক. লোহা
- খ. সিলিকন
- গ. পারদ
- ঘ. তামা
72. অন্ধদের জন্য লিখনরীতির উদ্ভাবন করেন-
- ক. ব্রেইল
- খ. কোপার্নিকাস
- গ. ডেভিটবোর
- ঘ. টমাস আলভা এডিসন
73. পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়?
- ক. পেট্রোলিয়াম
- খ. ইউরেনিয়াম-২৩৫
- গ. অক্সিজেন
- ঘ. হাইড্রোজেন
74. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
- ক. ১২০৬ খৃঃ
- খ. ১৩১০ খৃঃ
- গ. ১৬১০ খৃঃ
- ঘ. ১৫২৬ খৃঃ
75. ঐতিহাসিক ২১-দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?
- ক. বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা
- খ. প্রাদেশিক স্বায়ত্তশাসন
- গ. পূর্ববাংলার অথনৈতিক বৈষম্য দূরীকরণ
- ঘ. বিনা ক্ষতিপূরণে জমিদারি উচ্ছেদ