পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা

26. 'Do or die' is a/an - sentence.

  • ক. simple
  • খ. complex
  • গ. compound
  • ঘ. interrogative

28. ‘তৃষ্ণার্ত’ সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. তৃষ্ণা + আর্ত
  • খ. তৃষ্ণা + ঋত
  • গ. তৃষ্ণা + ষ্ণর্ত
  • ঘ. তৃষ্ণা + রিত

29. ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থের কবি কে?

  • ক. শামসুর রাহমান
  • খ. হাসান হাফিজুর রহমান
  • গ. রফিক আজাদ
  • ঘ. আল মাহমুদ

31. ‘আশার বসতি’ কোন কবির রচনা?

  • ক. ফররুখ আহমেদ
  • খ. আহসান হাবীব
  • গ. আবুল হোসেন
  • ঘ. সৈয়দ আলী আহসান

32. দুধের বিশুদ্ধতা মাপা হয় কিসে?

  • ক. ন্যানোমিটার
  • খ. ল্যাকটোমিটার
  • গ. ফ্যাদোঁমিটার
  • ঘ. অলটিমিটার

33. The plural form of phenomenon is -

  • ক. phenomenons
  • খ. phenomena
  • গ. phenomenas
  • ঘ. phenomenos

35. বাংলা সনের প্রবর্তক কে?

  • ক. সম্রাট আকবর
  • খ. নবাব আলিকর্দী খাঁ
  • গ. লক্ষ্মণ সেন
  • ঘ. আবুল ফজল

37. স্বাভাবিক সংখ্যার সেট N গঠিত হয় -

  • ক. { 1, 2, 3, ....}
  • খ. {0, 1, 2, 3, ....}
  • গ. { 1, 2, 3, 4, ....}
  • ঘ. { 1, 2, 3,4, 5 ....}

39. ০.০৭ এর ৩% = কত?

  • ক. ২১%
  • খ. .২১%
  • গ. .০২১%
  • ঘ. ২.১%

40. কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার মূল সুর হচ্ছে?

  • ক. বিদ্রোহী ও বিপ্লবের আবেগ
  • খ. স্বরাজ প্রতিষ্ঠা
  • গ. প্রেম
  • ঘ. প্রকৃতি বন্দনা

41. হাঙর মাছের তেলে কোন ভিটামিন থাকে?

  • ক. ভিটামিন E এবং D
  • খ. ভিটামিন C এবং D
  • গ. ভিটামিন A এবং D
  • ঘ. ভিটামিন B এবং D

44. ‘বনলতা সেন’ কোন কবির কাব্যগ্রন্থের নাম?

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. অমিয় চক্রবর্তী
  • গ. জীবানানন্দ দাশ
  • ঘ. বিষ্ণু দে

47. কাশীরাম দাসের অনূদিত গ্রন্থ কোনটি?

  • ক. রামায়ণ
  • খ. মেঘদূত
  • গ. মহাভারত
  • ঘ. শুকুন্তলা

48. ইউরিয়া সারের প্রধান কাঁচামাল -

  • ক. চুনাপাথর
  • খ. খনিজ তেল
  • গ. অ্যামোনিয়া
  • ঘ. মিথেন গ্যাস

50. - than he left the place.

  • ক. As soon as he saw the police
  • খ. No sooner had he seen the police
  • গ. No sooner he had see the police
  • ঘ. As soon as he had seen the police


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics