স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী তড়িৎ

27. আধুনিক গীতি কবিতার সর্বোচ্চ বিকাশ কার হাতে?

  • ক. বিহারীলাল চক্রবর্তী
  • খ. রবীন্দ্রনাথ ঠাকুর
  • গ. কাজী নজরুল ইসলাম
  • ঘ. দ্বিজেন্দ্রলাল রায়

30. রিপল ফ্যাক্টর হলো - অনুপাত।

  • ক. এসি অংশের rms মানের ডিসি মানের
  • খ. এসি অংশের গড় মানের সাথে ডিসি মানের
  • গ. ডিসি মানের সাথে এসি অংশের rms মানের
  • ঘ. কোনোটিই নয়

31. ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?

  • ক. ১৮০১ সালে
  • খ. ১৮০০ সালে
  • গ. ১৮০২ সালে
  • ঘ. ১৮০৪ সালে

32. George Bernard Shaw is an author of -

  • ক. England
  • খ. Ireland
  • গ. Scotland
  • ঘ. France

35. কোনো সার্কিটে avtive element -

  • ক. Receives energy
  • খ. Supplies energy
  • গ. Dissipate energy
  • ঘ. ক ও খ উভয়টি

37. ‘হাভাতে’ কোন সমাস?

  • ক. প্রাদি
  • খ. অব্যয়ীভাব
  • গ. তৎপুরুষ
  • ঘ. বহুব্রীহি

38. ‘আওয়াজ’ শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. ফারসি
  • খ. পর্তুগিজ
  • গ. জাপানি
  • ঘ. আরবি

42. একটি BJT তে সুইচিং লস ঘটে -

  • ক. শুধুমাত্র ON হওয়ার সময়
  • খ. শুধুমাত্র OFF হওয়ার সময়
  • গ. ON এবং OFF (উভয়) হওয়ার সময়
  • ঘ. BJT তে সুইচিং লস হয় না

44. Which is the adjective form of 'home'?

  • ক. Homemaker
  • খ. Homely
  • গ. Homeland
  • ঘ. Homage

45. Single - phase induction motor এ Starling winding কিসের জন্য ব্যবহৃত হয়?

  • ক. Speed বাড়ানোর জন্য
  • খ. Loss কমানোর জন্য
  • গ. Rotating Flux তৈরির জন্য
  • ঘ. কোনোটিই নয়

48. ৩-ফেজ, ৩-ওয়ার সিস্টেমে ৩টি লাইন কারেন্টের যোগফল -

  • ক. একটি ফেজের কারেন্টের সমান
  • খ. একটি ফেজের কারেন্টের তিনগুণ
  • গ. একটি লাইন কারেন্টের তিন গুণ
  • ঘ. সর্বদা শূন্য


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics