প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর
1. শিক্ষাক্রমের উপাদান কোনগুলো?
- ক. লক্ষ্য, উদ্দেশ্য ও পদ্ধতি
- খ. উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা, বিষয়বস্তু ও মূল্যায়ন
- গ. উদ্দেশ্য, বিষয়বস্তু, বিষয়বস্তু ও মূল্যায়ন
- ঘ. লক্ষ্য, উদ্দেশ্য, বিষয়বস্তু ও মূল্যায়ন
2. একীভূত শিক্ষা সম্পর্কে কোন ব্যক্তব্যটি সর্বাপেক্ষা পূর্ণাঙ্গ?
- ক. একীভূত শিক্ষা বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে ও মানসম্মত শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ শিখন ফল অর্জন
- খ. ভিন্নতা কোন দুর্বলতা নয়; রবং বৈচিত্র্যই মানবজাতির সফলতা
- গ. একীভূত শিক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন বা প্রতিবন্ধী শিশুদের শিক্ষা নিশ্চিত করে
- ঘ. একীভূত শিক্ষা সকল শিক্ষার্থীর বিদ্যালয়ে ভর্তি এবং প্রবেশগম্যতা নিশ্চিত করে
4. স্কুল > ইস্কুল - এখানে কোন ধরনের পরিবর্তন ঘটেছে?
- ক. বিপ্রকর্ষ
- খ. অন্ত্য সরাগম
- গ. আদি সরাগম
- ঘ. মধ্য সরাগম
5. বাংলাদেশে উপানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থাপনায় কোন সংস্থা কাজ করে?
- ক. উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো
- খ. কারিগরী শিক্ষা অধিদপ্তর
- গ. উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর
- ঘ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
6. বাংলাদেশের কোন জেলায় দারিদ্যের হার সবচেয়ে কম?
- ক. চট্টগ্রাম
- খ. নারায়ণগঞ্জ
- গ. ঢাকা
- ঘ. বরিশাল
7. আধুনিক বাংলা গদ্যের জনক কে?
- ক. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
- খ. প্রমথ চৌধুরী
- গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
- ঘ. রাজা রামমোহন রায়
8. আধুনিক শিক্ষা ব্যবস্থা কাকে কেন্দ্র করে বেড়ে উঠেছে?
- ক. শিক্ষক
- খ. শিশু
- গ. বয়স্ক ব্যক্তি
- ঘ. শিক্ষায়তন
9. প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করা কোন প্রতিষ্ঠানের মূল দায়িত্ব?
- ক. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
- খ. এনসিঢিবি (NCTB)
- গ. নেপ (NAPE)
- ঘ. শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (IER(
10. ‘অক্কা পাওয়া’ বাগধারার প্রকৃত অর্থ কোনটি?
- ক. মরে যাওয়া
- খ. নিষ্কৃতি পাওয়া
- গ. ঝরে যাওয়া
- ঘ. পড়ে যাওয়া
12. বাংলাদেশে ৫+ বছর বয়সী শিশুদের জন্য এক বছর মেয়াদি প্রাক-প্রাথমিক শিক্ষাকে কী হিসেবে দেখা হচ্ছে?
- ক. পারিবারিক শিক্ষার বিকল্প
- খ. দক্ষ মানব সম্পদের উন্নয়নের প্রস্তুতি
- গ. আনুষ্ঠানিক শিক্ষার প্রস্তুতি
- ঘ. শিশুর বিকাশে সহায়ক
- ক. বিমূর্ত
- খ. অর্ধবিমূত
- গ. বাস্তব
- ঘ. অর্ধবাস্তব
14. শিক্ষার্থীর পূর্বজ্ঞানের ওপর ভিত্তি করে তার নতুন ধারণ নির্মাণে সহায়তা দেয়া কোন মতবাদের প্রয়োগ?
- ক. সামাজিক-সাংস্কৃতিক তত্ত্ব
- খ. চিন্তনবাদ
- গ. গঠনবাদ
- ঘ. আচরণবাদ
15. ‘যদি রাত পোহালে শোনা যেতো/ বঙ্গবন্ধু মরে নাই’ গানটির গীতিকার কে?
- ক. হাসান মতিউর রহমান
- খ. কবির বকুল
- গ. নজরুল ইসলাম বাবু
- ঘ. মোঃ মনিরুজ্জামান
- ক. ব্যক্তির স্বতন্ত্র সত্তার স্বীকৃতিতে
- খ. রাষ্ট্রীয় মূলনীতিতে
- গ. সম্পদ বণ্টন প্রক্রিয়ায়
- ঘ. ব্যক্তির আচরণে
- ক. অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা
- খ. বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা
- গ. শিখন ফল
- ঘ. প্রান্তিক যোগ্যতা
18. কোন সময়ে সর্বপ্রথম প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করা হয়?
- ক. ১৯৭৮
- খ. ১৯৮৫
- গ. ১৯৭৩
- ঘ. ১৯৭৫
- ক. ইতালি
- খ. যুক্তরাষ্ট্র
- গ. ফ্রান্স
- ঘ. যুক্তরাজ্য
20. বর্তমানে বাংলাদেশে কোন শ্রেণি পর্যন্ত শিক্ষা বাধ্যতামূলক?
- ক. ষষ্ঠ
- খ. অষ্টম
- গ. চতুর্থ
- ঘ. পঞ্চম
21. শ্রেণি কার্যক্রম পরিকল্পনার ক্ষেত্রে শিক্ষক কোনটির ওপর সবচেয়ে বেশি খেয়াল রাখবেন?
- ক. বিষয়বস্তু
- খ. প্রযুক্তির লভ্যতা
- গ. নির্ধারিত শিখন ফল
- ঘ. পরীক্ষার প্রস্তুতি ও প্রশ্ন
23. একজন শিক্ষার্থী একটি সাইকেল চালানো শিখলো - এটি তার কী ধরনের শিখন হয়েছে?
- ক. মনোপেশীজ
- খ. প্রয়োগমূলক
- গ. জ্ঞানমূলক
- ঘ. আদেগিক
24. বাংলাদেশে শিক্ষার ICT ব্যবহারের প্রধান চ্যলেঞ্জ কোনটি?
- ক. বিদ্যুতের অপর্যাপ্ততা
- খ. ইতিবাচক মানসিকতার অভাব
- গ. ভৌত অবকাঠামো
- ঘ. পর্যাপ্ত দক্ষ শিক্ষকের অভাব
25. There are black sheep in every community 'Black sheep' means -
- ক. bad character
- খ. none of these
- গ. a sheep with black colour
- ঘ. black sheep and goat