প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পিটিআই ইনস্ট্রাক্টর
52. Which of the following is plural?
- ক. everyone
- খ. none of these
- গ. anybody
- ঘ. nobody
53. বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
- ক. সবুজপত্র
- খ. সম্বাদ কৌমুদী
- গ. কথোপকথন
- ঘ. সংবাদ প্রভাকর
54. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. অদ্বৈ মল্লবর্মণ
- খ. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
- গ. হাসান আজিজুল হক
- ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
55. প্রাথমিক শিক্ষাক্রম অনুযায়ী বিদ্যালয়ে তৃতীয় শ্রেণির একজন শিক্ষার্থী কয়টি অধ্যয়ন করবে?
- ক. ৯টি
- খ. ৬টি
- গ. ৭টি
- ঘ. ৮টি
56. বাংলাদেশের প্রাথমিক বিজ্ঞান শিক্ষা শেখানোর ক্ষেত্রে কোন এপ্রোচ বা পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে?
- ক. প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষা
- খ. অনুসন্ধানমূলক শিক্ষা
- গ. আলোচনার মাধ্যমে শিক্ষা
- ঘ. প্রদর্শন পদ্ধতি
57. কোন প্রতিষ্ঠান বাংলাদেশের শিক্ষাক্রম প্রণয়ন করে?
- ক. এনসিঢিবি (NCTB)
- খ. প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (DPE)
- গ. পিটিআই (PTI)
- ঘ. নেপ (NAPE)
58. কোন ধরনের অভীক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর ব্যক্তিগত প্রভাব আসার সম্ভাবনা কম?
- ক. নৈর্ব্যক্তিক অভিক্ষা
- খ. ব্যবহারিক অভিক্ষা
- গ. মৌলিক অভিক্ষা
- ঘ. রচনামূলক অভিক্ষা
59. জ্যাঁ পিয়াজের অনুসারে শিশুর বয়স বাস্তব প্রায়োগিক স্তর (Concrete operational period) কোনটি?
- ক. ৭ - ১১ বছর
- খ. ১১ - ১৫ বছর
- গ. ০ - ২ বছর
- ঘ. ২ - ৭ বছর
60. ‘ভিক্টোরিয়া ক্রস’ কোন দেশের সর্বোচ্চ খেতাব?
- ক. চীন
- খ. যুক্তরাজ্য
- গ. কানাডা
- ঘ. অস্ট্রেলিয়া
61. মুক্তিযুদ্ধবিষয়ক কাব্য নয় কোনটি?
- ক. বাসন
- খ. নিজবাসভূমে
- গ. নেকড়ে অরণ্য
- ঘ. হাঙর নদী গ্রেনেড
62. ‘ওভাল’ কোন খেলার জন্য বিখ্যাত?
- ক. টেনিস
- খ. ফুটবল
- গ. ক্রিকেট
- ঘ. হকি
64. কোন উপন্যাসটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়?
- ক. শ্রীকান্ত
- খ. মেজদিদি
- গ. দেবদাস
- ঘ. মৃত্যুক্ষুধা
65. If something does not make sense, it is not -
- ক. funny
- খ. experience
- গ. nice
- ঘ. logical
66. There are - parts of speech.
- ক. six
- খ. eight
- গ. four
- ঘ. five
67. 'Between' is a preposition that used when - people are involved.
- ক. four
- খ. many
- গ. two
- ঘ. three
- ক. at side of
- খ. close
- গ. beside
- ঘ. near by
70. বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়?
- ক. ৫ মে
- খ. ৫ জুলাই
- গ. ৫ এপ্রিল
- ঘ. ৫ জুন
71. বাষ্পীয় ইঞ্জিন কে আবিষ্কার করেন?
- ক. জেমস ওয়াট
- খ. হেনরিক মার্জ
- গ. আইজ্যাক নিউটন
- ঘ. স্টিফেন হকিংস
73. কোন শিখন-শেখানো কৌশলে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের সবচেয়ে বেশি সুযোগ থাকে?
- ক. প্রশ্নোত্তর পদ্ধতি
- খ. প্রজেক্ট পদ্ধতি
- গ. বক্তৃতা পদ্ধতি
- ঘ. প্রদর্শন পদ্ধতি
74. বাংলা নাট্যসাহিত্যে ‘নাট্যচার্য’ কার উপাধি?
- ক. আতাউর রহমান
- খ. ড. ইনামুল হক
- গ. সাইদ আহমেদ
- ঘ. সেলিম আল দীন
75. নিজের আবেগ অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারা শিশুর কোন ধরনের বিকাশ?
- ক. ভাষাগত ও যোগাযোগ দক্ষতার বিকাশ
- খ. সামাজিক ও আবেগিক বিকাশ
- গ. শারীরিক বিকাশ
- ঘ. বুদ্ধিবৃত্তিক বিকাশ