বাংলাদেশ জুট মিল করপোরেশনের অফিসার

2. A taxi ran into the back of a bus.

  • ক. caught up
  • খ. passed
  • গ. met
  • ঘ. collided

4. ‘তামার বিষ’ বাগধারার অর্থ কোনটি?

  • ক. গভীর আঘাত
  • খ. ধাতব পদার্থের আঘাত
  • গ. অর্থের কুপ্রভাব
  • ঘ. পুরানো ক্ষত

5. ‘বজন’ এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. বৃজ + অন
  • খ. ব + অর্জন
  • গ. বুজ + অর্জন
  • ঘ. বর + জন

6. ‘পবিত্র’ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. প + বিত্র
  • খ. প + অবিত্র
  • গ. পো + ইত্র
  • ঘ. পো + অবিত্র

9. ‘যার কোন মূল্য নেই’ তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?

  • ক. ডাকাবুকা
  • খ. তামার বিষ
  • গ. তুলশী বনের বাঘ
  • ঘ. ঢাকের বায়া

10. প্রথম সার্থক বাংলা উপন্যাসের রচয়িতা কে?

  • ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • খ. মীর মশাররফ হোসেন
  • গ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • ঘ. মাইকেল মধুসূদন দত্ত

11. নিচের কোন বানানটি শুদ্ধ?

  • ক. মুর্হমুহু
  • খ. মুর্হুমুহু
  • গ. মুহুর্মুহু
  • ঘ. মুর্হুমুহ

12. ‘অমরা’ শব্দের অর্থ কী?

  • ক. স্বর্গ
  • খ. জীবন্মৃত
  • গ. নরক
  • ঘ. বনবাস

13. ‘সঞ্চিতা’ কাব্য সংকলনটির রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. জীবনানন্দ দাশ
  • ঘ. সত্যেন্দ্রনাথ দত্ত

14. শুদ্ধ বাক্য কোনটি?

  • ক. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রের স্বীকার হন।
  • খ. বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন।
  • গ. বিদ্যান ব্যক্তিগণ দরিদ্রতার শিকার হন।
  • ঘ. বিদ্বান ব্যক্তিগণ দরিদ্রতার স্বীকার হন।

15. ‘কবি কবি ভাব কিন্তু ছন্দের অভাব’ - ‘কবি কবি’ কি অর্থে ব্যবহৃত হয়েছে?

  • ক. পৌনঃপুনিকতা অর্থে
  • খ. ভাল অর্থে
  • গ. পুনরাবৃত্তি অর্থে
  • ঘ. উপহাস অর্থে

16. বাগধারার অর্থ নির্ণয় করুন : ‘খয়ের খাঁ’ ।

  • ক. ধার্মিক
  • খ. বেহায়া
  • গ. ভণ্ড সাধু
  • ঘ. চাটুকার

17. নিচের কোনটি জহির রায়হানের রচনা?

  • ক. সংশপ্তক
  • খ. বিধ্বস্ত নীলিমা
  • গ. খোয়াবনামা
  • ঘ. আরেক ফাল্গুন

18. ‘পেলব’ শব্দের অর্থ কী?

  • ক. প্রকাণ্ড
  • খ. পালক
  • গ. খেলা
  • ঘ. কোমল

21. ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থটি কার রচনা?

  • ক. সত্যেন সেন
  • খ. আবুল ফজল
  • গ. সৈয়দ মুজতবা আলী
  • ঘ. সমরেশ বসু

24. ‘হাত-ভারি’ বাগধারার অর্থ কি?

  • ক. দাতা
  • খ. দরিদ্র
  • গ. বেহিসাবি
  • ঘ. কৃপণ

25. ‘লাজ’ কোন ধরনের শব্দ?

  • ক. বিশেষ্যের বিশেষণ
  • খ. বিশেষ্য
  • গ. বিশেষণ
  • ঘ. ক্রিয়া বিশেষণ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics