রেলপথ মন্ত্রণালয়ের অফিস সহায়ক
26. জনির আয় ও ব্যয়ের অনুপাত ২০ : ১৫ হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ?
- ক. ২৫%
- খ. ২০%
- গ. ১৫%
- ঘ. ৩০%
27. ৩/৫ এর লব ও হরের সাথে কোন একই সংখ্যা যোগ করলে ভগ্নাংশটি ৪/৫ হবে?
- ক. ৬
- খ. ৪
- গ. ৫
- ঘ. ৭
28. কলার দাম 20% কমে যাওয়া 12 টাকায় অপেক্ষা 2 টি কলা বেশি পাওয়া যায় বর্তমানে একটি কলার দাম কত?
- ক. ২ টাকা
- খ. ১.২০ টাকা
- গ. ১.৮০ টাকা
- ঘ. ৩ টাকা
29. ৪ টাকার ৫/৮ অংশ এবং ২ টাকার ৪/৫ অংশের মধ্যে পার্থক্য কত টাকা?
- ক. ০.০৯
- খ. ১.৬০
- গ. ২.২৫
- ঘ. ০.৯০
30. ‘স্বাধীনতা স্তম্ভ’ কোথায় অবস্থিত?
- ক. ঢাকা
- খ. সাভার
- গ. মুজিবনগর
- ঘ. গাজীপুর
31. কোন নদীর তীরে ৪টি দেশের রাজধানী শহর অবস্থিত?
- ক. দানিয়ুব
- খ. আমাজান
- গ. টেমস
- ঘ. ভলগা
32. চীন কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দান করে?
- ক. ৩১ আগস্ট ১৯৭৫
- খ. ২৬ মার্চ ১৯৭১
- গ. ১৬ ডিসেম্বর ১৯৭১
- ঘ. ১৫ আগস্ট ১৯৭৫
33. বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘ন্যায়পাল’ পদটির উল্লেখ আছে?
- ক. ৫৫
- খ. ৭৭
- গ. ৮৮
- ঘ. ৯৯
34. বঙ্গবন্ধুর ‘কারাগারের রোজনামচা’ কোন সনে প্রথম প্রকাশিত হয়?
- ক. ২০১২
- খ. ২০১৫
- গ. ২০১৭
- ঘ. ২০১৯
35. ‘বিট কয়েন’ কে আবিষ্কার করেন?
- ক. এলন মাক্স
- খ. মার্ক জুকারবার্গ
- গ. সাতোশি নাকামাতো
- ঘ. স্টিভ জবস
36. 'Cosmic Ray' কে বাংলায় বলা হয় -
- ক. রঞ্জন রশ্মি
- খ. তেজস্ক্রিয় রশ্মি
- গ. ক্যাথড রশ্মি
- ঘ. মহাজাগতিক রশ্মি
37. বাংলাদেশের ইক্ষু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. ঠাকুরগাঁও
- খ. ঈশ্বরদী
- গ. নাটোর
- ঘ. গাইবান্ধা
38. ক্রোয়েশিয়ার আইন সভার নাম কী?
- ক. সাবোর
- খ. ন্যাশনাল কংগ্রেস
- গ. ন্যাশনাল অ্যাসেম্বলি
- ঘ. নেসেট
39. বাংলাদেশের কয়টি জেলায় রেল যোগাযোগ ব্যবস্থা নেই?
- ক. ৪৩
- খ. ২৩
- গ. ২১
- ঘ. ১৮