৪৪তম বিসিএস প্রিলি
176. আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন?
- ক. তিন বছর
- খ. সাত বছর
- গ. চার বছর
- ঘ. নয় বছর
177. ২০২২ সালে কোন দেশ জাতিসংঘের শান্তিস্থাপন কমিশনের সভাপতি নির্বাচিত হয়?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. সুইজারল্যান্ড
- গ. বাংলাদেশ
- ঘ. ভারত
178. কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
- ক. ২০১০
- খ. ২০১২
- গ. ২০১৪
- ঘ. ২০১৬
179. কোন দেশটি ভেনিজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়?
- ক. গায়ানা
- খ. বলিভিয়া
- গ. ব্রাজিল
- ঘ. কলম্বিয়া
180. নিচের কোনটি বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র?
- ক. বাখরাবাদ
- খ. হরিপুর
- গ. তিতাস
- ঘ. হবিগঞ্জ
181. বাংলাদেশে জি-কে প্রকল্প একটি -
- ক. জলবিদ্যুৎ প্রকল্প
- খ. নদী নিয়ন্ত্রণ প্রকল্প
- গ. জল পরিবহন প্রকল্প
- ঘ. সেচ প্রকল্প
- ক. কনফারেন্স অব প্যারিস
- খ. কনফারেন্স অব দ্য পাওয়ার
- গ. কনফারেন্স অব দ্য পার্টিস
- ঘ. কনফারেন্স অব দ্য প্রটোকল
183. বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ নয় কোনটি?
- ক. ঘন ঘন বন্যা
- খ. সমুদ্র দূষণ
- গ. ক্রটিপূর্ণ সমুদ্র শাসন
- ঘ. উপরের কোনটিই নয়
184. ডাউটি ফল্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী তার গতিপথ পরিবর্তন করে?
- ক. ব্রহ্মপুত্র নদী
- খ. পদ্মা নদী
- গ. কর্ণফুলি নদী
- ঘ. মেঘনা নদী
185. বাংলাদেশের প্রথম কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র কোথায় অবস্থিত?
- ক. কাপ্তাই, রাঙ্গামাটি
- খ. সাভার, ঢাকা
- গ. সীতাকুণ্ড, চট্টগ্রাম
- ঘ. বড়পুকুরিয়া, দিনাজপুর
186. কোন ধরনের শিলায় জীবাশ্ম থাকার সম্ভাবনা রয়েছে?
- ক. আগ্নেয় শিলা
- খ. রূপান্তরিত শিলা
- গ. পাললিক শিলা
- ঘ. উপরের কোনটিই নয়
187. নিচের কোন দুর্যোগের কার্যকর পূর্বাভাস দেওয়া সম্ভব নয়?
- ক. বন্যা
- খ. ভূমিকম্প
- গ. ঘূর্ণিঝড়
- ঘ. খরা
188. দুর্যোগ ব্যবস্থাপনা চক্রের কোন স্তরটি বেশি ব্যয়বহুল?
- ক. পূর্বপ্রস্তুটি
- খ. সাড়াদান
- গ. প্রশমন
- ঘ. পুররুদ্ধার