৪৪তম বিসিএস প্রিলি
- ক. R3NH+
- খ. SO3-Na+
- গ. R2-NH2-+
- ঘ. COO - Na+
152. কোন জোড়াটি বেমানান?
- ক. যক্ষ্মার জীবাণু : রবার্ট কচ
- খ. হোমিওপ্যাথি : হ্যানিম্যান
- গ. ব্যাকটেরিয়া : রবার্ট হুক
- ঘ. এনাটমি : ভেসলিয়াস
153. এনজাইম, অ্যান্ডিবডি এবং হরমোন এর মৌলিক উপাদান -
- ক. প্রোটিন
- খ. ক্যালসিয়াম
- গ. ভিটামিন
- ঘ. লবণ
154. ফলিক এসিডের অন্য নাম কোনটি?
- ক. ভিটামিন বি ১২
- খ. ভিটামিন বি ৬
- গ. ভিটামিন বি ১
- ঘ. ভিটামিন বি ৯
155. বজ্রবৃষ্টির ফলে মাটিতে উদ্ভিদের কোন খাদ্য উপাদান বৃদ্ধি পায়?
- ক. নাইট্রোজেন
- খ. পটাশিয়াম
- গ. অক্সিজেন
- ঘ. ফসফরাস
156. যে কারণে শৈশব - অন্ধত্ব হতে পারে তা হলো -
- ক. এইচআইভি/এইডস
- খ. ম্যালেরিয়া
- গ. হাম
- ঘ. যক্ষ্মা
157. শিশুদের ভিটামিন এ ক্যাপসুল দিতে হয় -
- ক. বছরে একবার
- খ. বছরে দুইবার
- গ. বছরে তিনবার
- ঘ. এর কোনটিই নয়
- ক. ২০ ৩০ দক্ষিণ অক্ষাংশ
- খ. ২০ ৩০ উত্তর অক্ষাংশ
- গ. ২০ ৩০ পূর্ব দ্রাঘিমাংশ
- ঘ. ২০ ৩০ পশ্চিম দ্রাঘিমাংশ
159. পরম শূন্য তাপমাত্রা কোনটি?
- ক. ২৭৩ সেন্টিগ্রেড
- খ. -২৭৩ ফারেনহাইট
- গ. ০ সেন্টিগ্রেড
- ঘ. ০ কেলভিন
160. আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ কত?
- ক. অসীম
- খ. শূন্য
- গ. অতি ক্ষুদ্র
- ঘ. অনেক বড়
161. সুপরিবাহী পদার্থে valence band এবং conduction band -
- ক. আলাদা থাকে
- খ. ওভারল্যাপ থাকে
- গ. অনেক দূরে থাকে
- ঘ. কোনটিই নয়
162. বিগত কপ-২৬ কোন শহরে অনুষ্ঠিত হয়?
- ক. জেনেভা
- খ. প্যারিস
- গ. গ্লাসগো
- ঘ. ব্রাসেলস
163. বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে?
- ক. ২০৪০
- খ. ২০২৬
- গ. ২০২৪
- ঘ. ২০৩০
164. কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়?
- ক. জার্মানি
- খ. ইতালি
- গ. পোল্যান্ড
- ঘ. ইউক্রেন
165. গণতন্ত্রের ধারণা উৎসারিত হয় প্রথম কোন দেশে?
- ক. যুক্তরাষ্ট্র
- খ. প্রাচীন গ্রিস
- গ. প্রাচীন রোম
- ঘ. প্রাচীন ভারত
166. কখন এবং কোথায় International Union for Conservation of Nature (IUCN) প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৪৮, ফ্রান্স
- খ. ১৯৪৯, সুইজারল্যান্ড
- গ. ১৯৬১, রোম
- ঘ. ১৯৫২, লন্ডন
167. ‘নেকড়েযোদ্ধা কূটনীতি’ কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
- ক. ভিয়েতনাম
- খ. উত্তর কোরিয়া
- গ. চীন
- ঘ. রাশিয়া
168. নিচের কোন দেশটি ASEAN জোটভুক্ত নয়?
- ক. লাওস
- খ. হংকং
- গ. ভিয়েতনাম
- ঘ. কম্বোডিয়া
169. নিচের কোন দেশটি ডি-৮ এর সদস্য নয়?
- ক. জর্ডান
- খ. ইরান
- গ. মিশর
- ঘ. মালয়েমিয়া
170. World Economic Forum এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. প্যারিস
- খ. জুরিখ
- গ. দাভোস
- ঘ. বার্ন
171. তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়?
- ক. পাকিস্তান ও আফগানিস্তান
- খ. ভারত ও আফগানিস্তান
- গ. পাকিস্তান ও ভারত
- ঘ. আফগানিস্তান ও সোভিয়েত ইউনিয়ন
172. প্রথাগতভাবে বছরের কোন দিন জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হয়?
- ক. সেপ্টেম্বর মাসের প্রথম সোমবার
- খ. অক্টোবর মাসের প্রথম মঙ্গলবার
- গ. আগস্ট মাসের শেষ সোমবার
- ঘ. অক্টোবর মাসের প্রথম সোমবার
- ক. জর্ডান ও মিশর
- খ. কুয়েত ও বাহরাইন
- গ. লিবিয়া ও ওমান
- ঘ. তিউনিসিয়া ও আলজেরিয়া
174. মহান মুক্তিযুদ্ধ চলাকালীন ‘কনসার্ট ফর বাংলাদেশ’ কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
- ক. নিউইয়র্ক
- খ. বোস্টন
- গ. লন্ডন
- ঘ. ক্যানবেরা
175. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
- ক. ১ বছর
- খ. ২ বছর
- গ. ৪ বছর
- ঘ. ৫ বছর