৪৪তম বিসিএস প্রিলি
126. স্টেপলারের সাথে যেমন স্টেপল, সুচের সাথে তেমন -
- ক. ছিদ্র
- খ. কাপড়
- গ. সুতা
- ঘ. সেলাই মেশিন
127. 165135 যদি Peace হয় তবে 1215225 হবে -
- ক. Lead
- খ. Love
- গ. Loop
- ঘ. Castle
128. ২০১৮ সালের ১২ জানুয়ারি শুক্রবার হলে, একই বছরের ১৭ মার্চ কী বার ছিল?
- ক. শনিবার
- খ. সোমবার
- গ. বৃহস্পতিবার
- ঘ. শুক্রবার
129. ৫, ৭, ১০, ১৪, .....২৫ ধারার শূন্যস্থানের সংখ্যাটি কত?
- ক. ১৭
- খ. ১৮
- গ. ১৯
- ঘ. ২১
130. কোন কিছুর কারণ জানতে হলে আমরা ইংরেজিতে যে প্রশ্ন করি তা সাধারণত কোন শব্দ দিয়ে শুরু হয়?
- ক. how
- খ. what
- গ. why
- ঘ. who
131. নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনাক্রমিকভাবে সাজানো রয়েছে?
- ক. নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
- খ. নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
- গ. নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
- ঘ. নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
132. যদি PLAY এর কোড ৮১২৩ এবং RHYME এর কোড ৪৯৩৬৭ হয়, তাহলে MALE এর কোড হবে -
- ক. ৬৩২৩
- খ. ৬১৯৮
- গ. ৬২১৭
- ঘ. ৬২৮৫
133. বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন?
- ক. শশাঙ্ক
- খ. মুর্শিদ কুলি খান
- গ. সিরাজউদ্দৌলা
- ঘ. আব্বাস আলী মীর্জা
134. বঙ্গভঙ্গের কারণে কোন নতুন প্রদেশ সৃষ্টি হয়েছিল?
- ক. পূর্ববঙ্গ ও বিহার
- খ. পূর্ববঙ্গ ও আসাম
- গ. পূর্ববঙ্গ ও উড়িষ্যা
- ঘ. পূর্ববঙ্গ ও পশ্চিমবঙ্গ
135. ‘তমদ্দুনমজলিস’ কে প্রতিষ্ঠা করেন?
- ক. হাজী শরিয়তউল্লাহ
- খ. শেরে বাংলা এ কে ফজলুল হক
- গ. আবুল কাশেম
- ঘ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী
136. কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছি?
- ক. লাইবেরিয়া
- খ. নামিবিয়া
- গ. হাইতি
- ঘ. সিয়েরালিওন
137. বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা -
- ক. ২০
- খ. ৪৮
- গ. ২৫
- ঘ. ৩২
138. নিম্নের কোন পত্রিকাটির প্রকাশনা উপলক্ষ্যে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন?
- ক. সবুজপত্র
- খ. শনিবারের চিঠি
- গ. কল্লোল
- ঘ. ধূমকেতু
139. বাঙালির মুক্তির সনদ ‘ছয় দফা’ কোন তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল?
- ক. ২৬ মার্চ, ১৯৭১
- খ. ৭ মার্চ, ১৯৭১
- গ. ৩ মার্চ, ১৯৭১
- ঘ. ১৬ ডিসেম্বর, ১৯৭১
140. বাংলাদেশে জুম চাষ হয় কোথায় ?
- ক. বান্দরবান
- খ. ময়মনসিংহ
- গ. রাজশাহী
- ঘ. দিনাজপুর
141. ‘ধর্মীয় স্বাধীনতা’ বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত?
- ক. অনুচ্ছেদ ৩৮
- খ. অনুচ্ছেদ ৫০
- গ. অনুচ্ছেদ ৪১
- ঘ. অনুচ্ছেদ ১০০
142. বাংলাদেশে প্রথম আদমশুমারি (জনগণনা) কবে অনুষ্ঠিত হয়?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৩
- গ. ১৯৭৪
- ঘ. ১৯৭৫
143. বাংলাদেশের জিডিপি (GDP) তে কোন খাতের অবদান সবচেয়ে বেশি?
- ক. কৃষি
- খ. শিল্প
- গ. বাণিজ্য
- ঘ. সেবা
144. ২০২০-২০২১ অর্থবছরে জিডিপি (GDP) প্রবৃদ্ধির হার কত?
- ক. ৫.৬৮%
- খ. ৯.৯৪%
- গ. ৭.৬৬%
- ঘ. ৬.৯৪%
145. বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন-মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে?
- ক. ১ জুন, ২০১৪
- খ. ১ জুন, ২০১৫
- গ. ১ জুলাই, ২০১৫
- ঘ. ১ জুলাই, ২০১৬
146. বঙ্গবন্ধৃু স্যাটেলাইট - ২ কী ধরনের স্যাটেলাইট হবে?
- ক. কমিউনিকেশন স্যাটেলাইট
- খ. ওয়েদার স্যাটেলাইট
- গ. অর্থ অবজারভেশন স্যাটেলাইট
- ঘ. ন্যাভিগেশন স্যাটেলাইট
- ক. প্রাকৃতিক গ্যাস
- খ. চুনাপাথর
- গ. বায়ু
- ঘ. কয়লা
148. ব্যাকটেরিয়ার গতিশীতার জন্য তার যে গঠন দায়ী তা হলো -
- ক. পিল্লি
- খ. ফ্ল্যাজেলা
- গ. শীথ
- ঘ. ক্যাপসুলস
149. ‘কেপলার-৪৫২ বি’ কী?
- ক. একটি মহাকাশযান
- খ. পৃথিবীর মতো একটি গ্রহ
- গ. সূর্যের মতো একটি নক্ষত্র
- ঘ. NASA এর অত্যাধুনিক টেলিস্কোপ
150. ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি -
- ক. বয়লিং
- খ. বেনজিং ওয়াশ
- গ. ফরমালিন ওয়াশ
- ঘ. কেমিক্যাল স্টেরিলাইজেশন