প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ কর্ণফুলী

53. একটি সুষম ষড়ভুজের একটি অন্তঃকোণের পরিমাণ হবে ---

  • ক. ৯০ ডিগ্রী
  • খ. ১০৫ ডিগ্রী
  • গ. ১২০ ডিগ্রী
  • ঘ. ১৪৫ ডিগ্রী

61. ----এর অভাবে ঠোঁটে ও জিহ্বায় ঘা হয়?

  • ক. ভিটামিন 'এ'
  • খ. ভিটামিন 'বি'
  • গ. ভিটামিন 'সি'
  • ঘ. ভিটামিন 'ডি'

62. কোনটির অভাবে গলগণ্ড হয়?

  • ক. ভিটামিন 'এ'
  • খ. ক্যালসিয়াম
  • গ. সোডিয়াম
  • ঘ. আয়োডিন

63. পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদ-এর সময় লাগে ---

  • ক. ২৯ দিন ১২ঘণ্টা
  • খ. ২৭ দিন ১৭ ঘণ্টা
  • গ. ২৮ দিন ২ ঘণ্টা
  • ঘ. ২৮ দিন ৫ ঘণ্টা

66. পঁচা ডিমের গন্ধের জন্য দায়ী ---

  • ক. ইথেন
  • খ. হাইড্রোজেন সালফাইড
  • গ. মিথেন
  • ঘ. হিলিয়াম

67. ১০২৪ বাইট = কত?

  • ক. ১ মেগাবাইট
  • খ. ১ গিগাবাইট
  • গ. ১ কিলোবাইট
  • ঘ. ১ টেরাবাইট

69. আদমসুরত বলা হয় ---

  • ক. কালপুরুষকে
  • খ. সপ্তর্ষিমণ্ডলকে
  • গ. ক্যাসিওপিয়াকে
  • ঘ. সুরনদীকে

70. পৃথিবীপৃষ্ঠ থেকে ভিতরে গেলে মাধ্যাকর্ষণ শক্তি ----

  • ক. কমে যাবে
  • খ. বেড়ে যাবে
  • গ. অপরিবির্তিত থাকবে
  • ঘ. কোনোটিই ঠিক নয়

71. কুয়েত কোন সাগরের তীরে অবস্থিত?

  • ক. বঙ্গোপসাগর
  • খ. ভারত মহাসাগর
  • গ. পারস্য উপসাগর
  • ঘ. আরব সাগর

72. কোনো স্থানে সময় যখন রবিবার সকাল ৬টা তখন এর ১৮০ ডিগ্রী পশ্চিম দিকে অবস্থিত স্থানের সময় হবে---

  • ক. শনিবার রাত ১২টা
  • খ. শনিবার সন্ধা ৬টা
  • গ. রবিবার দুপুর ২টা
  • ঘ. রবিবার সন্ধা ৬টা

74. ইবনে বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন?

  • ক. চতুর্দশ
  • খ. সপ্তদশ
  • গ. অষ্টাদশ
  • ঘ. ত্রয়োদশ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics