প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ কর্ণফুলী
26. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?
- ক. তৎপুরুষ
- খ. অব্যয়ীভাব
- গ. কর্মধারয়
- ঘ. দ্বিগু
27. 'অসুখ' কোন সমাস ( নাই সুখ যার)?
- ক. তৎপুরুষ
- খ. কর্মধারয়
- গ. অব্যয়ীভাব
- ঘ. বহুব্রীহি
29. কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক শব্দ?
- ক. বসুধা
- খ. সবিতা
- গ. মিহির
- ঘ. ভূধর
30. 'ঔদ্ধত্য' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক. সরল
- খ. বিনয়
- গ. শান্ত
- ঘ. বিনীত
31. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ---
- ক. স্নো হবে
- খ. ফাস্ট হবে
- গ. ঠিক সময় দেবে
- ঘ. কোনো রকম প্রভাবিত হবে না
32. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
- ক. ভূ-পৃষ্ঠে
- খ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে
- গ. ভূ-কেন্দ্রে
- ঘ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে
33. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
- ক. কফি আনান
- খ. উ থান্ট
- গ. দ্যাগ হ্যামারশোল্ড
- ঘ. ভুট্রোস ঘালি
34. 'এডেন' সমুদ্রবন্দরটি কোথায় অবস্থিত?
- ক. ইয়েমেন
- খ. জর্ডান
- গ. কাতার
- ঘ. সংযুক্ত আরব আমিরাত
35. কোনটি পৃথিবীর বিশাল প্রাকৃতিক শোধনাগার?
- ক. বায়ু
- খ. মাটি
- গ. পানি
- ঘ. গাছপালা
36. বায়ুমণ্ডলের কোন উপাদান অতি বেগুনি রশ্মিকে শোষণ করে?
- ক. অক্সিজেন
- খ. নাইট্রোজেন
- গ. ওজোন
- ঘ. হিলিয়াম
37. নিচের কোন যৌগটি ভিটামিন সি?
- ক. সাইট্রিক এসিড
- খ. অ্যাসকরবিক এসিড
- গ. অ্যাসিটিক এসিড
- ঘ. অক্সালিক এসিড
38. প্রাণী কোন প্রক্রিয়ায় কার্বন ডাই-অক্সাইড তৈরি করে?
- ক. ব্যাপন
- খ. রেচন
- গ. শ্বসন
- ঘ. অভিস্রবণ
39. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?
- ক. গাছপালা কমে যাওয়া
- খ. ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন
- গ. যানবাহনের সংখ্যা বৃদ্ধি
- ঘ. ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি
40. কোন রোগের নির্দিষ্ট লক্ষণ নেই?
- ক. এইডস
- খ. গনোরিয়া
- গ. গলগণ্ড রোগ
- ঘ. গোদ রোগ
41. ভারতবর্ষে 'ঘোড়ার ডাক' এর প্রচলন করেন ----
- ক. আকবর
- খ. শেরশাহ
- গ. মুহম্মদ বিন তোঘলক
- ঘ. আওরঙ্গজেব
42. পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়?
- ক. ১৯৫২ সালে
- খ. ১৯৫৪ সালে
- গ. ১৯৫৬ সালে
- ঘ. ১৯৫৭ সালে
43. প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কত সালে?
- ক. ১৯৮২ সালে
- খ. ১৯৮৩ সালে
- গ. ১৯৮৪ সালে
- ঘ. ১৯৮৫ সালে
44. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ---
- ক. ১৮২১ সালে
- খ. ১৮৭০ সালে
- গ. ১৯১০ সালে
- ঘ. ১৯২১ সালে
45. কর্ণফুলী কাগজকলে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় ----
- ক. বাঁশ
- খ. আখের ছোবড়া
- গ. পাটকাঠি
- ঘ. ধানের খড়
46. ৬ জন শ্রমিক ৫ দিনে ১,৮০০ টাকা আয় করে। ১০ জন শ্রমিক কতদিনে সমপরিমাণ টাকা করবে?
- ক. ৩ দিনে
- খ. ৪ দিনে
- গ. ৫ দিনে
- ঘ. ৬ দিনে
- ক. ৫ ঘণ্টা
- খ. ৬ ঘণ্টা
- গ. ৭ ঘণ্টা
- ঘ. ৮ ঘণ্টা
- ক. ৩ : ২
- খ. ৩ : ১
- গ. ২ : ১
- ঘ. ৫ : ২
- ক. ১০ লিটার
- খ. ১২ লিটার
- গ. ১৩ লিটার
- ঘ. ১৫ লিটার
50. নিচের ভগ্লাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
- ক. ৩/৪
- খ. ৫/৬
- গ. ৭/৯
- ঘ. ৮/১১