প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ কর্ণফুলী

26. 'মৌমাছি' কোন সমাস (মৌ সংগ্রহকারী মাছি)?

  • ক. তৎপুরুষ
  • খ. অব্যয়ীভাব
  • গ. কর্মধারয়
  • ঘ. দ্বিগু

27. 'অসুখ' কোন সমাস ( নাই সুখ যার)?

  • ক. তৎপুরুষ
  • খ. কর্মধারয়
  • গ. অব্যয়ীভাব
  • ঘ. বহুব্রীহি

28. 'মুখচোরা' বাগধারাটির অর্থ কি?

  • ক. লাজুক
  • খ. ভীতু
  • গ. স্পষ্টভাষী
  • ঘ. বাচাল

31. একটি পেন্ডুলাম ঘড়ি বিষুবরেখা থেকে মেরুতে নিলে ঘড়িটি ---

  • ক. স্নো হবে
  • খ. ফাস্ট হবে
  • গ. ঠিক সময় দেবে
  • ঘ. কোনো রকম প্রভাবিত হবে না

32. মাধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?

  • ক. ভূ-পৃষ্ঠে
  • খ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার উপরে
  • গ. ভূ-কেন্দ্রে
  • ঘ. ভূ-পৃষ্ঠ থেকে ১০০০ মিটার নিচে

37. নিচের কোন যৌগটি ভিটামিন সি?

  • ক. সাইট্রিক এসিড
  • খ. অ্যাসকরবিক এসিড
  • গ. অ্যাসিটিক এসিড
  • ঘ. অক্সালিক এসিড

39. বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইড বৃদ্ধির প্রধান কারণ কি?

  • ক. গাছপালা কমে যাওয়া
  • খ. ভূ-পৃষ্ঠের কার্বনেট শিলার ভাঙন
  • গ. যানবাহনের সংখ্যা বৃদ্ধি
  • ঘ. ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি

41. ভারতবর্ষে 'ঘোড়ার ডাক' এর প্রচলন করেন ----

  • ক. আকবর
  • খ. শেরশাহ
  • গ. মুহম্মদ বিন তোঘলক
  • ঘ. আওরঙ্গজেব

43. প্রথম 'সাফ' গেমস অনুষ্ঠিত হয় কত সালে?

  • ক. ১৯৮২ সালে
  • খ. ১৯৮৩ সালে
  • গ. ১৯৮৪ সালে
  • ঘ. ১৯৮৫ সালে

44. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ---

  • ক. ১৮২১ সালে
  • খ. ১৮৭০ সালে
  • গ. ১৯১০ সালে
  • ঘ. ১৯২১ সালে


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics