প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যমুনা
- ক. তেজস্ক্রিয়তার ফলে।
- খ. পরমাণুর ফিশন পদ্ধতিতে
- গ. তাপ উৎপাদনকারী রাসায়নিক বিক্রিয়ার ফলে
- ঘ. পরমাণুর ফিউশন পদ্ধতিতে
2. প্লবতা বেশি-
- ক. পুকুরের পানির
- খ. নদীর পানির
- গ. সমুদ্রের পানির
- ঘ. সুইমিং পুলের পানির
3. রেডিও অ্যাকটিভ মৌল অনুসন্ধান করার যন্ত্র-
- ক. গাইগার মুলার কাউন্টার
- খ. ম্যানোমিটার
- গ. ক্রনোমিটার
- ঘ. ওডোমিটার
4. বিদ্যুৎ পরিবাহকের রোধের একক-
- ক. ওয়াট
- খ. কুলম্ব
- গ. এ্যাম্পিয়ার
- ঘ. ওহম
5. দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম দৈর্ঘ্যের তরঙ্গ-
- ক. নীল
- খ. সবুজ
- গ. লাল
- ঘ. বেগুনী
6. কোনো মাধ্যমের তাপমাত্রা বাড়ালে ঐ মাধ্যমে শব্দের গতি-
- ক. কমে
- খ. বাড়ে
- গ. অপরিবর্তিত
- ঘ. অনিয়মিত হয়।
7. কাজের একক-
- ক. ওয়াট
- খ. নিউটন
- গ. জুল/সেকেন্ড
- ঘ. জুল
8. আলোর বর্ণ নির্ধারণ করে তার-
- ক. গতিবেগ
- খ. বিস্তার
- গ. তরঙ্গদৈর্ঘ্য
- ঘ. কোনোটিই নয়।
9. একটি বালিকা দোলনায় বসে দোল খাচ্ছে, সে উঠে দাঁড়ালে তার দোলনকালের কি পরিবর্তন ঘটবে?
- ক. কমবে
- খ. বাড়বে
- গ. শূন্য হবে
- ঘ. পরিবর্তন হবে না।
10. মেঘাচ্ছন্ন আকাশে রাত অপেক্ষাকৃত গরম হয়, কারণ-
- ক. বায়ুমণ্ডলীয় চাপ কম থাকায়
- খ. বায়ুমণ্ডলীয় ঘনত্ব বেড়ে যাওয়ায়
- গ. বায়ুমণ্ডলে বেশি পরিমাণ ধূলিকণা থাকায়
- ঘ. মেঘ মাটি থেকে বায়ুতে তাপ বিকিরণ বাধা দেয়
15. The teacher said, "I shall not teach him English." বাক্যের indirect speech হচ্ছে-
- ক. The teacher said he would not teach him English.
- খ. The teacher said that he would not teach him English.
- গ. The teacher said that he will not teach him English.
- ঘ. The teacher said that he would not taught him English.
16. 'Let the book be read by you' বাক্যের Active form হচ্ছে-
- ক. Read the book
- খ. You are to read book
- গ. Let read the book by you
- ঘ. Let the book be reading by you
23. Slow and steady... the race. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- ক. has won
- খ. won
- গ. wins
- ঘ. win
24. You are not amenable ... reason. বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বসবে-
- ক. into
- খ. to
- গ. from
- ঘ. of