প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যমুনা

26. 'To Apprise' এর অর্থ হচ্ছে-

  • ক. Review
  • খ. Remind
  • গ. Dissemble
  • ঘ. Inform

27. She fans herself বাক্যের Passive form হচ্ছে-

  • ক. She was fanned by herself.
  • খ. She is fanned herself.
  • গ. She is fanned by herself.
  • ঘ. She was fanned herself.

28. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. They are digging the canal for a week.
  • খ. They had dug the canal for a week.
  • গ. They dig the canal for week.
  • ঘ. They have been digging the canal for a week.

29. নিচের কোনটি শুদ্ধ বাক্য?

  • ক. I have finished read the book.
  • খ. I have finished reading the book.
  • গ. I finished reading the book.
  • ঘ. I have been finished reading the book.

30. 'কৌশলে কার্যোদ্ধার'- কোনটির অর্থ?

  • ক. গাছে তুলে মই কাড়া
  • খ. এক ক্ষুরে মাথা মোড়ানো
  • গ. ধরি মাছ না ছুঁই পানি
  • ঘ. আকাশের চাঁদ হাতে পাওয়া

31. "একাদশে বৃহস্পতি' এর অর্থ কি?

  • ক. সৌভাগ্যের বিষয়
  • খ. আশার কথা
  • গ. মজা পাওয়া
  • ঘ. আনন্দের বিষয়

32. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

  • ক. ণিজন্ত
  • খ. অহরহ
  • গ. বিদ্যালয়
  • ঘ. দুঃশ্চিন্তা

33. তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান?

  • ক. পূর্বপদ
  • খ. দক্ষিণ পদ
  • গ. পরপদ
  • ঘ. উত্তর পদ

34. 'অনুগ্রহ'- এর বিপরীতার্থক শব্দ-

  • ক. প্রতিগ্রহ
  • খ. বিগ্রহ
  • গ. নিগ্রহ
  • ঘ. দয়া

35. "কিরণ” এর সমার্থক শব্দ নয়-

  • ক. রবি
  • খ. রশ্মি
  • গ. প্রভা
  • ঘ. কর

36. “রেখো মা মনে।' বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. করণে ২য়া
  • খ. কর্মে ২য়া
  • গ. অপাদানে ৩য়া
  • ঘ. অধিকরণে ২য়া

37. " নগদ কালকে ধার বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে ৭মী
  • খ. সম্প্রদানে ২য়া
  • গ. অপাদানে ৩য়া
  • ঘ. অধিকরণে ২য়া

38. কোনটি শুদ্ধ বানান?

  • ক. পঙ্কিল
  • খ. পঙ্কীল
  • গ. পংকিল
  • ঘ. পংকীল

39. কোনটি শুদ্ধ বানান?

  • ক. সদ্যজাত
  • খ. সদ্দোজাত
  • গ. সদ্যোজাত
  • ঘ. সদ্ব্যজাত

40. 'তেইশ নম্বর তৈলচিত্র' উপন্যাসটি কে রচনা করেছেন?

  • ক. সত্যেন সেন
  • খ. আলাউদ্দিন আল আজাদ
  • গ. আবুল ফজল
  • ঘ. অচিন্ত্য কুমার সেন গুপ্ত

41. 'ছোটদের অভিনয় নাটকটি কার রচনা?

  • ক. সেলিম আল দীন
  • খ. আলাউদ্দিন আল আজাদ
  • গ. জিয়া হায়দার
  • ঘ. আবুল কামাল আবদুল ওহাব

42. জুলেখার মন' কাব্যগ্রন্থটির রচয়িতা কে?

  • ক. মোহাম্মদ মাহফুজউল্লাহ
  • খ. সমর সেন
  • গ. রজনীকান্ত সেন
  • ঘ. জাহানারা আরজু

43. "সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়?

  • ক. পূর্বপদ
  • খ. দক্ষিণ পদ
  • গ. পরপদ
  • ঘ. উত্তর পদ

45. ধ্রুবতারা ঠিক মাথার উপর অবস্থান করে-

  • ক. কুমেরু বিন্দুতে
  • খ. সুমেরু বিন্দুতে
  • গ. অক্ষরেখায়
  • ঘ. কোনটিই নয়

46. বৃহদাকার ত্রিভুজের মতো আকৃতি-

  • ক. প্রশান্ত মহাসাগর
  • খ. আটলান্টিক মহাসাগর
  • গ. ভারত মহাসাগর,
  • ঘ. দক্ষিণ মহাসাগর

48. পরিচলন বৃষ্টি বেশি হয় কোন অঞ্চলে?

  • ক. নিরক্ষীয় অঞ্চলে
  • খ. শীতপ্রধান অঞ্চলে
  • গ. নাতিশীতোষ্ণ অঞ্চলে
  • ঘ. মেরু অঞ্চলে


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics