প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২২ জেলা
- ক. American Stable Code for Institutional Interchange
- খ. American Standard Case for Institional Interchange
- গ. American Standard Code for Information Interchange
- ঘ. American Standard code for Interchange Information
27. জাতীয় “ই-তথ্যকোষ” উদ্বোধন করা হয় কবে?
- ক. ২৭ ফেব্রুয়ারী ২০১১
- খ. ২১ ফেব্রুয়ারী ২০১১
- গ. ১৬ ডিসেম্বর ২০১১
- ঘ. ১০ জানুয়ারী ২০১০
28. গম্ভীরা গানের উৎপত্তি কোথায়?
- ক. মালদহ
- খ. চাপাইনবাবগঞ্জ
- গ. দিনাজপুর
- ঘ. রংপুুর
29. আয়তন অনুসারে এশিয়ায় সবচেয়ে ছোট দেশ কোনটি?
- ক. মালদ্বীপ
- খ. ভুটান
- গ. মঙ্গোলিয়া
- ঘ. ওমান
30. শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহের কবর কোথায়?
- ক. দিল্লি
- খ. আগ্রা
- গ. ইয়াঙ্গুন
- ঘ. লাহোর
- ক. Network Interface Card
- খ. Internet Card
- গ. Modem
- ঘ. Net Connector
32. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
- ক. মুক্তিযোদ্ধা জাদুঘর
- খ. সোনারগাঁ জাদুঘর
- গ. বরেন্দ্র জাদুঘর
- ঘ. জাতীয় জাদুঘর
33. অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে?
- ক. স্পিকার
- খ. প্রধানমন্ত্রী
- গ. রাষ্ট্রপতি
- ঘ. প্রধান বিচারপতি
34. ”সানফ্লাওয়ার” বিখ্যাত চিত্রকর্ম-এর চিত্রকর-
- ক. পাবলো পিকাসো
- খ. লিওনার্দ দ্যা ভিঞ্চি
- গ. মাইকেল এঞ্জালো
- ঘ. ভিনসেট ভ্যানগগ
35. ”বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” কোন মন্ত্রনালয়ের অধীন?
- ক. কোনটিই নয়
- খ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়
- গ. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
- ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়
36. কোন শহরের উপনাম “বিগ আপেল”?
- ক. মস্কো
- খ. ক্যানবেরা
- গ. নিউইয়র্ক
- ঘ. ওটোয়া
37. কোন রাষ্ট্রটি “গ্রুপ অব সেভেন” এর সদস্য নয়?
- ক. কানাডা
- খ. ভারত
- গ. জাপান
- ঘ. ইতালি
38. সঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমেদ কত সালে জন্মগ্রহন করেন?
- ক. ১৯১০
- খ. ১৯১৭
- গ. ১৮৮৯
- ঘ. ১৯০১
- ক. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
- খ. বায়ুর তাপ কমিয়ে দেয়
- গ. এসিড বৃষ্টিপাত ঘটায়
- ঘ. ওজন স্তর ধ্বংস করে
- ক. খোলসের টুকরা
- খ. চোখের মণি
- গ. প্রদাহের ফল
- ঘ. জমাট হরমোন
41. কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে ৫-এর বর্গ হবে?
- ক. ২৫
- খ. ১৬
- গ. ৩৬
- ঘ. ৪৯
42. বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পরে সুদাসলে দ্বিগুণ হবে?
- ক. ৯ বছর
- খ. ১১ বছর
- গ. ১২ বছর
- ঘ. ১০ বছর
43. দুইটি সংখ্যার অনুপাত ৫ঃ ৬ এবং তাদের গ. সা. গু ৪ হলে সংখ্যা দুইটির ল. সা. গু কত?
- ক. ১৩০
- খ. ১৫০
- গ. ১১০
- ঘ. কোনোটিই নয়
44. একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?
- ক. ৩১.৪১৬ বর্গ ইঞ্চি
- খ. ৭৮.৫৪ ইঞ্চি
- গ. ৩১৪.১৬ ঘন ইঞ্চি
- ঘ. ৫২৩.৬০ ঘন ইঞ্চি
45. ৪, ৬, ৭ এবং x এর গড় মান ৫.৫ হলে x এর মান কত?
- ক. ৫.০
- খ. ৭.৫
- গ. ৬.৮
- ঘ. ৬.৫
- ক. সরলকোণ
- খ. সমকোণ
- গ. সূক্ষ্মকোণ
- ঘ. স্থুলকোণ
47. ৯ জন শ্রমিক ৭২০ টাকা আয় করে ৪ দিনে, ১২জন শ্রমিক ঐ পরিমাণ টাকা আয় করবে কতদিনে?
- ক. ৪ দিন
- খ. ৬ দিন
- গ. ৫ দিন
- ঘ. ৩ দিন
48. a/b=4a, 2b=12 হলে a এর মান কত?
- ক. ৮
- খ. ১২
- গ. ১৬
- ঘ. ৪
49. ২, ৭, ৫, ৪, ৬ ও ১০ সংখ্যাগুলোর প্রচুরক নিচের কোনটি?
- ক. ৪
- খ. প্রচুরক নেই
- গ. ৫.৬৭
- ঘ. ৫.৫০
50. দুটি সংখ্যার যোগফল ১৭ এবং গুণফল ৭২। ছোট সংখ্যাটি কত?
- ক. ৯
- খ. কোনটিই নয়
- গ. ৬
- ঘ. ৮