প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২২ জেলা

26. ASCII -এর পূর্ণ নাম ---

  • ক. American Stable Code for Institutional Interchange
  • খ. American Standard Case for Institional Interchange
  • গ. American Standard Code for Information Interchange
  • ঘ. American Standard code for Interchange Information

27. জাতীয় “ই-তথ্যকোষ” উদ্বোধন করা হয় কবে?

  • ক. ২৭ ফেব্রুয়ারী ২০১১
  • খ. ২১ ফেব্রুয়ারী ২০১১
  • গ. ১৬ ডিসেম্বর ২০১১
  • ঘ. ১০ জানুয়ারী ২০১০

32. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?

  • ক. মুক্তিযোদ্ধা জাদুঘর
  • খ. সোনারগাঁ জাদুঘর
  • গ. বরেন্দ্র জাদুঘর
  • ঘ. জাতীয় জাদুঘর

33. অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন কে?

  • ক. স্পিকার
  • খ. প্রধানমন্ত্রী
  • গ. রাষ্ট্রপতি
  • ঘ. প্রধান বিচারপতি

34. ”সানফ্লাওয়ার” বিখ্যাত চিত্রকর্ম-এর চিত্রকর-

  • ক. পাবলো পিকাসো
  • খ. লিওনার্দ দ্যা ভিঞ্চি
  • গ. মাইকেল এঞ্জালো
  • ঘ. ভিনসেট ভ্যানগগ

35. ”বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর” কোন মন্ত্রনালয়ের অধীন?

  • ক. কোনটিই নয়
  • খ. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়
  • গ. ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়
  • ঘ. প্রধানমন্ত্রীর কার্যালয়

36. কোন শহরের উপনাম “বিগ আপেল”?

  • ক. মস্কো
  • খ. ক্যানবেরা
  • গ. নিউইয়র্ক
  • ঘ. ওটোয়া

39. CFC কি ক্ষতি করে?

  • ক. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
  • খ. বায়ুর তাপ কমিয়ে দেয়
  • গ. এসিড বৃষ্টিপাত ঘটায়
  • ঘ. ওজন স্তর ধ্বংস করে

40. মুক্তা হল ঝিনুকের--

  • ক. খোলসের টুকরা
  • খ. চোখের মণি
  • গ. প্রদাহের ফল
  • ঘ. জমাট হরমোন

44. একটি ফুটবলের ব্যাস ১০ ইঞ্চি হলে ফুটবলের আয়তন কত?

  • ক. ৩১.৪১৬ বর্গ ইঞ্চি
  • খ. ৭৮.৫৪ ইঞ্চি
  • গ. ৩১৪.১৬ ঘন ইঞ্চি
  • ঘ. ৫২৩.৬০ ঘন ইঞ্চি

46. অতিভুজের বিপরীেত থাকে ---

  • ক. সরলকোণ
  • খ. সমকোণ
  • গ. সূক্ষ্মকোণ
  • ঘ. স্থুলকোণ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics