প্রশ্ন ব্যাংক
501. বিমসটেকের ৪র্থ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ক. বাংলাদেশ
- খ. ভুটান
- গ. নেপাল
- ঘ. পাকিস্তান
502. বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ মহাকাশে উৎক্ষেপণ করা হয় কবে?
- ক. ১১ মে ২০১৮
- খ. ১২ মে ২০১৮
- গ. ১৩ মে ২০১৮
- ঘ. ১৪ মে ২০১৮
503. তিনটি ক্রমিক সংখার গুণফল ৬০ হলে তাদের যোগফল কত?
- ক. ২০
- খ. ১২
- গ. ১৫
- ঘ. ১৪
504. জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কোন মন্ত্রণালয়ের অধীন?
- ক. রাষ্ট্রপতির কার্যালয়
- খ. পরিকল্পনা কার্যালয়
- গ. প্রধানমন্ত্রীর কার্যালয়
- ঘ. স্বরাষ্ট্র কার্যালয়
505. বাংলাদেশে মোট মেট্রোপলিটন পুলিশ থানা কতট?
- ক. ১০৫
- খ. ১০৭
- গ. ১০৯
- ঘ. ১১০
506. জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রধান কে?
- ক. স্বরাষ্ট্রমন্ত্রী
- খ. চেয়ারম্যান
- গ. রাষ্ট্রপতি
- ঘ. প্রধানমন্ত্রী
507. বর্তমানে দেশে সরকারি MBBS মেডিকেল কলেজের সংখ্যা কত?
- ক. ৩৬
- খ. ৩৭
- গ. ৩৮
- ঘ. ৩২
508. বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কত?
- ক. ৪০
- খ. ৪১
- গ. ৪২
- ঘ. ৪৩
509. দেশের ৪৩তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
- ক. খুলনা কৃষি বিশ্ববিদ্যাল
- খ. শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
- গ. বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান বিশ্ববিদ্যালয়
- ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি
510. দেশে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ও শেষ বিশ্ববিদ্যালয় কোনটি?
- ক. ৪টি, বরিশাল কৃষি বিশ্ববিদ্যালয়
- খ. ৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়
- গ. ৬টি, রাজশাহী কৃষি বিশ্ববিদ্যালয়
- ঘ. ৭টি, চট্টগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়
511. m ও n বিজোড় সংখ্যা হলে নিচের কোনটি জোড়?
- ক. mn
- খ. mn + 1
- গ. mn + 2
- ঘ. mn + 4
512. যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারবে না?
- ক. n2
- খ. 3 (n – 1) + 3
- গ. 2n + n
- ঘ. 2n + 3
513. যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?
- ক. n2
- খ. 5 (n + 2)
- গ. 2n + 2
- ঘ. 7n + 3
514. ২০১৮ সালের দ্বাদশ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
- ক. পাকিস্তান
- খ. বাংলাদেশ
- গ. ভারত
- ঘ. মালদ্বীপ
515. ২০২০ সালে ত্রয়োদশ সাফ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ক. পাকিস্তান
- খ. বাংলাদেশ
- গ. ভারত
- ঘ. মালদ্বীপ
516. ২০১৮ সালে FIFA the best ও UEFA বর্ষসেরা হয় কোন খেলোয়াড়?
- ক. লুকা মডরিচ (ক্রোয়েশিয়া)
- খ. ক্রিশ্চিয়ানো রোনালদো (পর্তুগাল)
- গ. মোহাম্মদ সালাহ (মিসর)
- ঘ. লিওনেল মেসি (আর্জেন্টিনা)
517. বাংলাদেশে ই-পাসপোর্ট কখন চালু হয়?
- ক. ১৮ জানুয়ারি ২০২০
- খ. ১৯ জানুয়ারি ২০২০
- গ. ২১ জানুয়ারি ২০২০
- ঘ. ২২ জানুয়ারি ২০২০
518. ২০২০ সালের জন্য OIC'র যুব রাজধানী কোনটি?
- ক. ইস্তাম্বুল (তুরস্ক)
- খ. ঢাকা (বাংলাদেশ)
- গ. পুত্রজায়া (মালয়েশিয়া)
- ঘ. দোহা (কাতার)
519. বর্তমানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে?
- ক. বেগম সাহিম আহমেদ চৌধুরী
- খ. মোস্তফা কামাল উদ্দিন
- গ. আবু হেনা মোঃ রহমাতুল মুনিম
- ঘ. ড. আহমদ কায়কাউস
520. বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে?
- ক. ১ মার্চ
- খ. ২ মার্চ
- গ. ৩ মার্চ
- ঘ. ৪ মার্চ
521. বাংলাদেশে বিশ্বের কততম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু হয়?
- ক. ১১৭
- খ. ১১৮
- গ. ১১৯
- ঘ. ১২০
522. ২০২১-২০২২ অর্থ বছরে বাজেট কত?
- ক. ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা
- খ. ৬ লাখ ৪ হাজার ৬৮১ কোটি টাকা
- গ. ৬ লাখ ৫ হাজার ৬৮১ কোটি টাকা
- ঘ. ৬ লাখ ৬ হাজার ৬৮১ কোটি টাকা
523. ২০২১-২০২২ অর্থ বছরে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি কত?
- ক. ২ লাখ ২৫ হাজার ৩২৩ কোটি টাকা
- খ. ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
- গ. ২ লাখ ২৫ হাজার ৩২৫ কোটি টাকা
- ঘ. ২ লাখ ২৫ হাজার ৩২৬ কোটি টাকা
524. ২০২১-২০২২ অর্থ বছরে বাজেটটি কত তম?
- ক. ৪৮
- খ. ৪৯
- গ. ৫০
- ঘ. ৫১
525. জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের সভাপতি কে?
- ক. আবদুল্লাহ শহীদ
- খ. ভোলকান বোজকির
- গ. এম এ মান্নান
- ঘ. এস জয় শংকর