প্রশ্ন ব্যাংক

426. সমান তাপমাত্রা দিলে দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?

  • ক. পানির তাপ গ্রহীতা বেশি বলে
  • খ. দুধ পানের চেয়ে ঘন বলে
  • গ. দুধের তাপ গ্রহীতা বেশি বলে
  • ঘ. পানি বর্ণহীন কিন্তু দুধ সাদা বলে

431. মানবদেহের সৈনিক বলা হয় -

  • ক. লোহিত কণিকাকে
  • খ. অনুচক্রিকা
  • গ. শ্বেতকণিকা কে
  • ঘ. ফুসফুসকে

433. কিসের কারণে নগ্নবীজী উদ্ভিদে ফল হয় না?

  • ক. বীজ নেই বলে
  • খ. পরাগায়ন হয় না বলে
  • গ. গর্ভাশয় নেই বলে
  • ঘ. নিষেক ক্রিয়া হয় না বলে

436. পলিথিন পোড়ালে এর উপকরণ পলিভিনাইল ক্লোরাইড পুড়ে উৎপন্ন হয়-

  • ক. কার্বন মনোক্সাইড
  • খ. কার্বন ডাই অক্সাইড
  • গ. হাইড্রোজেন সায়ানাইড
  • ঘ. হাইড্রোক্লোরিক অ্যাসিড

437. দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটি?

  • ক. স্যাকুলাস
  • খ. অর্গান অফ কর্টি
  • গ. ইউটিকুলাস
  • ঘ. মেমব্রেনাস

438. কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়?

  • ক. সেরেব্রাম
  • খ. থ্যালামাস
  • গ. সেরেবেলাম
  • ঘ. হাইপোথ্যালামাস

439. বর্ষাকালে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়?

  • ক. উত্তর পশ্চিম মৌসুমি বায়ু
  • খ. দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
  • গ. দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু
  • ঘ. উত্তর পশ্চিম মৌসুমি বায়ু

445. CIA এর সদর দপ্তর কোথায়?

  • ক. ওয়াশিংটন ডিসি
  • খ. ডালাস
  • গ. নিউইয়র্ক
  • ঘ. ভার্জিনিয়া

448. দুর্যোগ কি ধরনের ঘটনা

  • ক. বিপর্যয় পূর্ব ঘটনা
  • খ. বিপর্যয় কালীন ঘটনা
  • গ. বিপর্যয়ের কারণে বন্যা
  • ঘ. বিপর্যয় পরবর্তী ঘটনা

449. 'রিকশা' শব্দটি কোন ভাষা থেকে আগত?

  • ক. পর্তুগীজ
  • খ. ওলন্দাজ
  • গ. জাপানি
  • ঘ. স্পানিশ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics