প্রশ্ন ব্যাংক
426. সমান তাপমাত্রা দিলে দুধ পানি অপেক্ষা আগে ফোটে কেন?
- ক. পানির তাপ গ্রহীতা বেশি বলে
- খ. দুধ পানের চেয়ে ঘন বলে
- গ. দুধের তাপ গ্রহীতা বেশি বলে
- ঘ. পানি বর্ণহীন কিন্তু দুধ সাদা বলে
427. মানুষের দেহের রক্ত সঞ্চালন প্রক্রিয়ার আবিষ্কারক কে?
- ক. উইলিয়াম হার্ভে
- খ. রোনাল্ড রস
- গ. রবার্ট কোচ
- ঘ. জোনাস সাল্ক
428. কে সর্বপ্রথম ধূমপানের সাথে ক্যান্সারের সম্পর্ক নিরূপণ করে?
- ক. রিচার্ড ডোল
- খ. সিডনি পোটার
- গ. আর্থার মিলার
- ঘ. উইলিয়াম ডেনজেল
429. সাবান উৎপাদন কারখানায় উপজাত হিসেবে কী উৎপন্ন হয়?
- ক. ফ্যাটি এসিড
- খ. গ্লিসারিন
- গ. ডিটারজেন্ট
- ঘ. সোডা
430. কোন এনজাইম প্রোটিন পরিপাকের জন্য প্রয়োজনীয়?
- ক. লাইপেজ
- খ. পেপটাইডেস
- গ. অ্যামাইলেজ
- ঘ. পিত্ত
431. মানবদেহের সৈনিক বলা হয় -
- ক. লোহিত কণিকাকে
- খ. অনুচক্রিকা
- গ. শ্বেতকণিকা কে
- ঘ. ফুসফুসকে
432. ধান গাছের ক্রোমোজোম সংখ্যা কত?
- ক. ১২
- খ. ১৬
- গ. ২০
- ঘ. ২৪
433. কিসের কারণে নগ্নবীজী উদ্ভিদে ফল হয় না?
- ক. বীজ নেই বলে
- খ. পরাগায়ন হয় না বলে
- গ. গর্ভাশয় নেই বলে
- ঘ. নিষেক ক্রিয়া হয় না বলে
434. ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে তাকে কি বলে?
- ক. সৌর বছর
- খ. আলোকবর্ষ
- গ. কসমিক ইয়ার
- ঘ. পলিসার
435. স্ট্রীট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম?
- ক. টিটেনাস
- খ. উভয় রোগের
- গ. র্যাবিশ
- ঘ. কোনোটিই নয়
436. পলিথিন পোড়ালে এর উপকরণ পলিভিনাইল ক্লোরাইড পুড়ে উৎপন্ন হয়-
- ক. কার্বন মনোক্সাইড
- খ. কার্বন ডাই অক্সাইড
- গ. হাইড্রোজেন সায়ানাইড
- ঘ. হাইড্রোক্লোরিক অ্যাসিড
437. দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গ কোনটি?
- ক. স্যাকুলাস
- খ. অর্গান অফ কর্টি
- গ. ইউটিকুলাস
- ঘ. মেমব্রেনাস
438. কোনটি অগ্র মস্তিষ্কের অংশ নয়?
- ক. সেরেব্রাম
- খ. থ্যালামাস
- গ. সেরেবেলাম
- ঘ. হাইপোথ্যালামাস
439. বর্ষাকালে কোন বায়ুর কারণে ঘূর্ণিঝড় হয়?
- ক. উত্তর পশ্চিম মৌসুমি বায়ু
- খ. দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু
- গ. দক্ষিণ পূর্ব মৌসুমি বায়ু
- ঘ. উত্তর পশ্চিম মৌসুমি বায়ু
440. বাংলাদেশের অন্যতম দুর্যোগ কি?
- ক. খরা
- খ. নদী ভাঙ্গন
- গ. বন্যা
- ঘ. ভূমিকম্প
441. SPARSO কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৭৮
- খ. ১৯৮০
- গ. ১৯৭৯
- ঘ. ১৯৮২
442. উত্তর গোলার্ধে সাইক্লোনের বায়ু কোন দিকে প্রবাহিত হয়?
- ক. সরলরেখার উত্তর দিকে
- খ. ঘড়ির কাঁটার বিপরীত দিকে
- গ. সরলরেখার দক্ষিণ দিকে
- ঘ. ঘড়ির কাটার দিকে ঘূর্ণায়মান গতিতে
443. পার্ল অব অ্যান্টিলিজ নামে পরিচিত-
- ক. পানামা
- খ. মেক্সিকো
- গ. কিউবা
- ঘ. কানাডা
444. 10 ফেব্রুয়ারি 2015 কোন দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করে?
- ক. ইসরাইল
- খ. ফিলিস্তিন
- গ. মিশর
- ঘ. জর্ডান
- ক. ওয়াশিংটন ডিসি
- খ. ডালাস
- গ. নিউইয়র্ক
- ঘ. ভার্জিনিয়া
446. এপেক কবে গঠিত হয়?
- ক. 1979
- খ. 1990
- গ. 1989
- ঘ. 1991
447. বাংলাদেশে দুর্যোগ এর অন্যতম কারণ কি?
- ক. প্রাকৃতিক
- খ. অর্থনৈতিক
- গ. ভৌগোলিক অবস্থান
- ঘ. গঠনগত
- ক. বিপর্যয় পূর্ব ঘটনা
- খ. বিপর্যয় কালীন ঘটনা
- গ. বিপর্যয়ের কারণে বন্যা
- ঘ. বিপর্যয় পরবর্তী ঘটনা
449. 'রিকশা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক. পর্তুগীজ
- খ. ওলন্দাজ
- গ. জাপানি
- ঘ. স্পানিশ