প্রশ্ন ব্যাংক

327. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না ?

  • ক. অঘোষধ্বনি
  • খ. ঘোষধ্বনি
  • গ. মহাপ্রাণ ধ্বনি
  • ঘ. অল্পপ্রাণ ধ্বনি

337. কোনগুলো দ্বিওষ্ঠ ধ্বনি ?

  • ক. চ, ছ, জ, ঝ, ঞ
  • খ. ট, ঠ, ড, ঢ়, ণ
  • গ. প, ফ, ব, ভ, ম
  • ঘ. ত, থ, দ, ধ, ন

338. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি ?

  • ক. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ্য
  • খ. মুখবিবর ও জিহ্বা
  • গ. কণ্ঠ,ও ওণ্ঠ, ও জিহ্বা
  • ঘ. কোনটিই নয়

339. উচ্চারণ বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয় ?

  • ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
  • খ. কন্ঠধ্বনি ও দন্ত্যধ্বনি
  • গ. ঘোষধ্বনি ও অঘোষধ্বনি
  • ঘ. ওষ্ঠ্যবর্ণ ও তালব্যবর্ণ

342. ং এর উচ্চারণ কিসের মতো হয় ?

  • ক. ঞ এর মতো
  • খ. ঙ এর মতো
  • গ. ক্ষ এর মতো
  • ঘ. ষ এর মতো

348. নিচের কোনটি তালব্য বর্ণ গুচ্ছ ?

  • ক. ক, খ, গ, ঘ, ঙ
  • খ. ট, ঠ, ড, ঢ়, ণ
  • গ. ত, থ, দ, ধ, ন
  • ঘ. চ,ছ,জ,ঝ,ঞ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics