প্রশ্ন ব্যাংক
326. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঔ' ধ্বনি সৃষ্টি হয় ?
- ক. ও এবং উ
- খ. অ এবং ই
- গ. ও এবং ও
- ঘ. অ এবং ঐ
327. কোন দুটি স্বরের মিলিত ধ্বনিতে 'ঐ' ধ্বনি সৃষ্টি হয় ?
- ক. অ + ঈ
- খ. এ + ই
- গ. অ + ই
- ঘ. ও + ঈ
328. কোন ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী বেশি অনুরণিত হয় না ?
- ক. অঘোষধ্বনি
- খ. ঘোষধ্বনি
- গ. মহাপ্রাণ ধ্বনি
- ঘ. অল্পপ্রাণ ধ্বনি
329. অনেকে য, র, ল এর পরে আরো একটি ব্যঞ্জনবর্ণের উল্লেখ করে থাকেন। এ বর্ণটি কি ?
- ক. ম
- খ. ব
- গ. প
- ঘ. ড
330. যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস মুখবিবরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, তাকে বলা হয় ?
- ক. স্বরবর্ণ
- খ. ব্যঞ্জনবর্ণ
- গ. কন্ঠধ্বনি
- ঘ. স্বরধ্বনি
334. বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা আছে কয়টিতে ?
- ক. ৭ টি
- খ. ৮ টি
- গ. ৯ টি
- ঘ. ১০ টি
335. ক ধ্বনিকে 'ক' অক্ষর বলতে চাইলে তার সাথে কি যোগ করতে হয় ?
- ক. স্বরধ্বনি
- খ. হসচিহ্ন
- গ. অ-ধ্বনি
- ঘ. আ-ধ্বনি
336. উচ্চারণের সুবিধায় বাংলা ব্যঞ্জনবর্ণে কোন দ্যোতিত ধ্বনিটি যোগ করে উচ্চারণ করা হয় ?
- ক. গ স্বরধ্বনি
- খ. অ স্বরধ্বনি
- গ. ট স্বরধ্বনি
- ঘ. আ স্বরধ্বনি
337. বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক দুটি বর্ণ কি কি ?
- ক. অ + ও
- খ. অ + এ
- গ. ঐ + ঔ
- ঘ. ই + উ
- ক. চ, ছ, জ, ঝ, ঞ
- খ. ট, ঠ, ড, ঢ়, ণ
- গ. প, ফ, ব, ভ, ম
- ঘ. ত, থ, দ, ধ, ন
339. ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি ?
- ক. মুখবিবর, জিহ্বা ও ওষ্ঠ্য
- খ. মুখবিবর ও জিহ্বা
- গ. কণ্ঠ,ও ওণ্ঠ, ও জিহ্বা
- ঘ. কোনটিই নয়
340. উচ্চারণ বৈশিষ্ট্যানুযায়ী স্পর্শ ব্যঞ্জনগুলোকে প্রথমত কোন দুভাগে ভাগ করা হয় ?
- ক. অল্পপ্রাণ ও মহাপ্রাণ ধ্বনি
- খ. কন্ঠধ্বনি ও দন্ত্যধ্বনি
- গ. ঘোষধ্বনি ও অঘোষধ্বনি
- ঘ. ওষ্ঠ্যবর্ণ ও তালব্যবর্ণ
341. কোন দুটি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলা হয় ?
- ক. ষ ও স
- খ. শ ও হ
- গ. প ও ম
- ঘ. য ও ব
342. স্বরবর্ণ সংক্ষিপ্ত আকারে ব্যঞ্জনবর্ণের সঙ্গে যুক্ত হলে তাকে কি বলা হয় ?
- ক. ফলা
- খ. কার
- গ. যুক্তবর্ণ
- ঘ. মাত্রা
343. ং এর উচ্চারণ কিসের মতো হয় ?
- ক. ঞ এর মতো
- খ. ঙ এর মতো
- গ. ক্ষ এর মতো
- ঘ. ষ এর মতো
344. কোন বর্ণের ওপরে রেখা বা কষি দেওয়াকে বলা হয় -
- ক. হসন্ত
- খ. ফলা
- গ. কার
- ঘ. মাত্রা
345. বাংলা বর্ণমালায় প্রকৃত ব্যঞ্জন রয়েছে ?
- ক. ৩৯ টি
- খ. ৩২ টি
- গ. ৪৮ টি
- ঘ. ৩৫ টি
346. বাংলাভাষায় ব্যবহৃত অর্ধমাত্রার বর্ণগুলোর মধ্যে কতটি স্বরবর্ণের ?
- ক. ৩ টি
- খ. ১ টি
- গ. ২ টি
- ঘ. ৪ টি
348. উচ্চারণ স্থানের দিক দিয়ে স্পর্শধ্বনিকে কয়টি গুচ্ছে বা বর্গে ভাগ করা হয় ?
- ক. ৬ টি
- খ. ৮ টি
- গ. ৫ টি
- ঘ. ৩ টি
349. নিচের কোনটি তালব্য বর্ণ গুচ্ছ ?
- ক. ক, খ, গ, ঘ, ঙ
- খ. ট, ঠ, ড, ঢ়, ণ
- গ. ত, থ, দ, ধ, ন
- ঘ. চ,ছ,জ,ঝ,ঞ
350. ডাক্তার বাবুর হাত যশ আছে - এখানে 'হাত' কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?
- ক. নিপুণূতা
- খ. অঙ্গীকার
- গ. বশ করা
- ঘ. সহায়ক