প্রশ্ন ব্যাংক
401. শিক্ষা হলো মিথ্যার অপনোদন ও সত্যের বিকাশ। এটি কার উক্তি?
- ক. মহাত্মা গান্ধী
- খ. প্লেটো
- গ. সক্রেটিস
- ঘ. রুশো
- ক. জনগণ ও জনমত
- খ. জনমত ও সরকার
- গ. সাধারণ নির্বাচন ও রাজনৈতিক জ্ঞান
- ঘ. জনমত ও সাধারণ নির্বাচন
403. দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়। স্লোগানটি কিসের পরিচায়ক?
- ক. নৈতিকতার
- খ. জাতীয় মূল্যবোধের
- গ. সুশাসনের
- ঘ. আদর্শের
405. অপরের নামে কুৎসা রটানো, ব্ল্যাকমেইল করা কাজগুলো কি?
- ক. শৃঙ্খলাবিরোধী
- খ. সমাজবিরোধী
- গ. নীতি-ঔচিত্যাবিরোধী
- ঘ. রাষ্ট্রবিরোধী
406. নারী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয় -
- ক. কর্মস্থলে
- খ. রাস্তাঘাটে
- গ. পরিবারে
- ঘ. শিক্ষা প্রতিষ্ঠানে
407. ভারতের কোন কমিটি ঘুষকে স্পিড মানি হিসেবে উল্লেখ করেন?
- ক. শান্তরাম কমিটি
- খ. জনফোরাম
- গ. সুনাগরিক কমিটি
- ঘ. সচেতন কমিটি
408. ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষা না দেয়ার সিদ্ধান্তে অটল থাকা কোন ধরনের মূল্যবোধের পর্যায়ভুক্ত?
- ক. ইতিবাচক
- খ. উদ্দেশ্যগত
- গ. সুনির্দিষ্ট
- ঘ. ক ও খ
409. বিবাহ সস্পর্কিত ‘এজ অব কনসেন্ট’ আইন পাস হয় -
- ক. ব্রিটিশ আমলে
- খ. জিয়ার আমলে
- গ. তত্বাবধায়ক সরকারের আমলে
- ঘ. মুজিব আমলে
410. সুন্দর জীবনের স্বার্থেই আইন বিদ্যমান থাকে। উক্তিটি কার?
- ক. এরিস্টটল
- খ. প্লেটো
- গ. কার্ল মার্কস
- ঘ. জোনাথন হ্যাটন
411. সবচেয়ে দ্রুতগতির প্রিন্টার কোনটি?
- ক. ড্রাম প্লটার
- খ. পেজ প্রিন্টার
- গ. ফ্লাটবেড প্লটার
- ঘ. ফ্যাক্স
412. তথ্য প্রযুক্তির জন্য অপরিহার্য -
- ক. উন্নত ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা
- খ. উন্নত মুদ্রণ যন্ত্র
- গ. অনুবাদক প্রোগ্রাম
- ঘ. কোনোটিই নয়
413. প্রথম যান্ত্রিক ক্যালকুলেটর তৈরি করেন কে?
- ক. চার্লস ব্যাবেজ
- খ. জর্জ বুল
- গ. লাইবনিতস
- ঘ. ডরফেল্ট
414. বায়ো সেন্সরের প্রথম ধারণা দেন কে?
- ক. অধ্যাপক ক্লার্ক
- খ. স্টিফেন হকিন্স
- গ. জিলেমেটর
- ঘ. রবার্ট কোচ
415. টেলেক্স এর মাধ্যমে নিচের কোনটি পাঠানো হয়?
- ক. শব্দ বা কথা
- খ. ছবি
- গ. বার্তা
- ঘ. শব্দ ও ছবি
416. ইন্টেল এর সদর দপ্তর কোথায়?
- ক. রেড মন্ডল, ওয়াশিংটন
- খ. রিচমন্ড, ভার্জিনিয়া
- গ. সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া
- ঘ. শিকাগো, নিউইয়র্ক
417. কম্পিউটারের ডিজিটাল পদ্ধতি -
- ক. অক্টাল
- খ. হেক্সাডেসিমেল
- গ. দশমিক
- ঘ. বাইনারি
418. ইন্টারনেট ব্যবহার করে তথ্য খোজার জন্য নিচের কোনটি সার্চ ইঞ্জিন হিসেবে ব্যবহৃত হয়?
- ক. এম এস একসেস
- খ. পাওয়ার ডিভিডি
- গ. নোটপ্যাড
- ঘ. বিং
419. মোবাইল কমিউনিকেশন এর ক্ষেত্রে অতিরিক্ত বৈশিষ্ট্য কি
- ক. এম এস একসেস
- খ. পাওয়ার ডিভিডি
- গ. নোটপ্যাড
- ঘ. বিং
420. মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
- ক. ভয়েস টেলিফোনী
- খ. ভিডিও কল
- গ. মোবাইল টিভি
- ঘ. ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
421. বাংলাদেশি নিচের কোন স্থানটি সাবমেরিন ক্যাবলের ল্যান্ডিং স্টেশন?
- ক. মহেশখালী
- খ. ঝিলংযা
- গ. ডুলাহাজরা
- ঘ. নারিকেল বীশি
422. কম্পিউটার প্রজন্মের মধ্যে www.html, DVD, iPod ইত্যাদির জনপ্রিয় আবিষ্কারগুলো কোন প্রজন্মের?
- ক. তৃতীয়
- খ. চতুর্থ
- গ. পঞ্চম
- ঘ. ষষ্ঠ
- ক. ডেসিমেল
- খ. হেক্সাডেসিমেল
- গ. বিসিডি
- ঘ. অক্টাল
424. দ্বিতীয় প্রজন্মের (2G) যাত্রা শুরু হয়েছিল কত সালে?
- ক. 1991
- খ. 1992
- গ. 1993
- ঘ. 1994
425. লজিক গেট NOT এ আছে -
- ক. Output 1 if any input is 1
- খ. output 1 if any inputs are 1
- গ. output 0 if any input is 1
- ঘ. one input and one output