প্রশ্ন ব্যাংক
351. 'সাত সাগরের মাঝি' কার লেখা প্রথম কাব্যগ্রন্থ?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. রবীন্দ্রনাথ ঠাকুর
- গ. ফররুখ আহমদ
- ঘ. সৈয়দ আলী আহসান
352. কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় কোনটি?
- ক. মানসী
- খ. সোনারতরী
- গ. বলাকা
- ঘ. গীতাঞ্জলী
353. রবীন্দ্রনাথ যে কাব্য রচনা করে নোবেল প্রাইজ পেয়েছিলেন, তার নাম কি?
- ক. মানসী
- খ. সোনারতরী
- গ. গীতাঞ্জলী
- ঘ. বলাকা
354. 'ফণিমনসা' কাব্যের রচয়িতা কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. আহসান হাবীব
- গ. সিকান্দার আবু জাফর
- ঘ. হাসান হাফিজুর রহমান
355. নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
- ক. রাজবন্দীর জবানবন্দী
- খ. ব্যাথার দান
- গ. অগ্নিবীণা
- ঘ. নবযুগ
356. কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়?
- ক. শেষের কবিতা
- খ. দোলনচাঁপা
- গ. সোনার তরী
- ঘ. মানসী
357. কোনটি জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয়?
- ক. রূপসী বাংলা
- খ. বনলতা সেন
- গ. সাতটি তারার তিমির
- ঘ. সোনালী কাবিন
358. নবীনচন্দ্র সেনের লেখা নয় কোনটি?
- ক. রৈবতক
- খ. কুরুক্ষেত্র
- গ. প্রভাস
- ঘ. ব্রজাঙ্গনা
360. 'নীর' শব্দের সমার্থক শব্দ--
- ক. চন্দ্র
- খ. গৃহ
- গ. জল
- ঘ. পর্বত
361. 'আরোহণ' -এর বিপরীত শব্দ কোনটি?
- ক. অবরোহণ
- খ. সংশ্লেষণ
- গ. বহির্গমন
- ঘ. বিসর্জন
362. 'Intellectual' শব্দের বাংলা অর্থ--
- ক. বুদ্ধিমান
- খ. মননশীল
- গ. বুদ্ধিজীবী
- ঘ. মেধাবী
364. 'জয়ের জন্য যে উৎসব'- এক কথায় কি হবে?
- ক. বিজয়জয়ন্তী
- খ. জয়ন্তী
- গ. জয়ান্তী
- ঘ. বিজয়োৎসব
365. যে ইংরেজ ব্যাক্তির কাছে বাংলা ভাষা চিরঋণী অয়ে আছে তার নাম---
- ক. লর্ড উইলিয়াম বেন্টিংক
- খ. উইলিয়াম কেরি
- গ. লর্ড ক্লাইভ
- ঘ. লর্ড ডালহৌসি
366. 'A bull in a Chain Shop' বাক্যটির বঙ্গানুবাদ--
- ক. পদ্মবনে মত্তহস্তী
- খ. গোবরে পদ্মফুল
- গ. বন্যেরা বনে সুন্দর
- ঘ. চীনা দোকানে ষাঁড়
367. 'Affidavit' শব্দের বাংলা পরিভাষা কী?
- ক. চুক্তিপত্র
- খ. ওকালতনামা
- গ. দলিল
- ঘ. হলফনামা
368. ছায়া শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক. রোদ্র
- খ. শীতল
- গ. কায়া
- ঘ. কোনটিই নয়
370. নিচের কোনটি মিশ্র শব্দ নয়?
- ক. শাকসবজি
- খ. হেড-মাস্টার
- গ. হাট-বাজার
- ঘ. বেতার
371. পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলায় গৃহীত হয়েছে?
- ক. ইস্পাত
- খ. শরবত
- গ. টেবিল
- ঘ. চেয়ার