প্রশ্ন ব্যাংক
276. কোনটি শুদ্ধ বাক্য?
- ক. তাহার জীবন সংশয়ময়
- খ. তাহার জীবন সংশয়পূর্ণ
- গ. তাহার জীবন সংশয়াপূর্ণ
- ঘ. তাহার জীবন সংশয়ভরা
277. ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
- ক. নেপোলিয়ন
- খ. ফিলিপস
- গ. দ্বাদশ লুই
- ঘ. ষোড়শ লুই
278. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল ৭২০ হলে তিনটির যোগফল হবে -
- ক. ২৪
- খ. ২৭
- গ. ৩০
- ঘ. ২১
- ক. ৩২, ৮
- খ. ৩৫, ১০
- গ. ৩৫, ১২
- ঘ. ৩৬, ১০
280. ভার্সাই নগরী কোথায় অবস্থিত?
- ক. আমেরিকা
- খ. ফ্রান্স
- গ. জার্মানি
- ঘ. ইংল্যান্ড
281. বিদেশী উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
- ক. অবহেলা
- খ. নিমরাজি
- গ. নিখুঁত
- ঘ. আনমনা
- ক. ইতালি
- খ. গ্রিস
- গ. পর্তুগাল
- ঘ. স্পেন
283. বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?
- ক. সোনাদিয়া
- খ. ভোলা
- গ. সেন্ট মার্টিন
- ঘ. হাতিয়া
284. বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ কোনটি?
- ক. জাপান
- খ. বাংলাদেশ
- গ. ভারত
- ঘ. ভিয়েতনাম
285. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়?
- ক. ফ্লোরিডা
- খ. নিউজার্সি
- গ. আলাস্কা
- ঘ. টেক্সাস
286. পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি?
- ক. রয়টার
- খ. বিবিসি
- গ. সানা
- ঘ. তাস
287. কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না?
- ক. ভ্যাটিকান
- খ. সৌদি আরব
- গ. আইসল্যান্ড
- ঘ. গ্রিনল্যান্ড
- ক. অর্থের অভাব
- খ. দুরাশা
- গ. দুর্ভাগ্য
- ঘ. বৃথা চেষ্টা
290. যদি (x - y)2 = 12 এবং xy = 1 হয়, তবে x2 + y2 = কত?
- ক. 14
- খ. 11
- গ. 12
- ঘ. 13
291. কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধিবিচ্ছেদ?
- ক. ক্ষুৎ+আর্ত
- খ. ক্ষুধা+আর্ত
- গ. ক্ষুধা+ঋত
- ঘ. ক্ষুধ+আর্ত
293. 'মৃণালিনী' কার রচনা?
- ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. বিমল মিত্র
294. ‘উত্তর পুরুষ’ উপন্যাসের রচয়িতা-
- ক. রশিদ করিম
- খ. দিলারা হাশেম
- গ. রাজিয়া রহমান
- ঘ. জাহেদা রহমান
295. ট ও ঠ-এর আগে কোন বিধান হয়?
- ক. ষ-ত্ব বিধানের
- খ. ণ-ত্ব বিধান
- গ. র-ত্ব বিধান
- ঘ. ব-ত্ব বিধান
296. বাংলা ভাষার ব্যবহৃত ‘লেবু’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
- ক. ফরাসি
- খ. আরবি
- গ. হিন্দি
- ঘ. ফারসি
297. ‘সলাজ’, ‘সঠিক’, ‘সবার’-এ শব্দগুলোতে কোন উপসর্গের প্রয়োগ রয়েছে?
- ক. সা উপসর্গ
- খ. সু উপসর্গ
- গ. স উপসর্গ
- ঘ. সলা উপসর্গ
299. ‘নন্দিত’ শব্দটি বিপরীতার্থক শব্দ কি?
- ক. বিষণ্ন
- খ. বিষাদ
- গ. প্রচ্ছন্ন
- ঘ. এর কোনটিই নয়
300. দারিদ্র্যের বিপরীত শব্দ কী?
- ক. ধনী
- খ. নিঃস্ব
- গ. বিত্তশালী
- ঘ. কোনটিই না