প্রশ্ন ব্যাংক
201. নিচের কোন ভিটামিন পানিতে দ্রবণীয়?
- ক. ভিটামিন ডি
- খ. ভিটামিন ই
- গ. ভিটামিন সি ও বি
- ঘ. ভিটামিন এ
202. জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে কত বছর নির্ধারণ করা হয়েছে?
- ক. ২৪
- খ. ৮
- গ. ১৫
- ঘ. ১৭
203. ভাষা আন্দোলন পূর্ব বাংলায় কোন ভাবাদর্শ ছাড়িয়ে দেয়?
- ক. অসাস্প্রদায়িক মনোভাব
- খ. স্বজাত্যবোধ
- গ. বাঙালি জাতীয়তাবাদ
- ঘ. দ্বিজাতিতত্ত্ব
204. বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব ‘সাংগ্রাই’?
- ক. গারো
- খ. সাঁওতাল
- গ. মারমা
- ঘ. চাকমা
205. Choose the correct sentence -
- ক. Fifty mile is a long distance.
- খ. Fifty miles is a long distance.
- গ. Fifty miles has a long distance.
- ঘ. Fifty miles are a long distance.
206. 'Pass for' means -
- ক. allow
- খ. brush aside
- গ. qualify
- ঘ. appear to be
207. ‘চানাচুর’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- ক. চীনা
- খ. হিন্দি
- গ. উর্দু
- ঘ. আরবি
208. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
- ক. জেনেভা
- খ. আমস্ট্রারডাম
- গ. হেগ
- ঘ. প্যারিস
209. মহেঞ্জোদারোতে পাওয়া গেছে কোনটি?
- ক. গ্রন্থাগার
- খ. গোসলখানা
- গ. শস্যাগার
- ঘ. রত্নভাণ্ডার
211. প্রোটিনের অভাবে মানুষের কি রোগ হয়?
- ক. রিকেট
- খ. ডিপথেরিয়া
- গ. কোয়াশিয়রকর
- ঘ. বেরিবেরি
212. What is the antonym of 'famous' -
- ক. Illeterate
- খ. obscure
- গ. immature
- ঘ. opaque
213. He sleeps a sound sleep. Here sound is a/an -
- ক. Pronoun
- খ. Adverb
- গ. Adjective
- ঘ. Noun
215. ইনসুলিন কি?
- ক. এক ধরনের এনজাইম
- খ. এক ধরনের কৃত্রিম অঙ্গ
- গ. এক ধরনের হরমোন
- ঘ. এক ধরনের অন্ত্র
216. বাংলাদেশের টেরিটরিয়াল সমুদ্রসীমা কত?
- ক. ২২ নটিক্যাল মাইল
- খ. ১২ নটিক্যাল মাইল
- গ. ২২০ নটিক্যাল মাইল
- ঘ. ২০০ নটিক্যাল মাইল
217. ৪, ৮, ১৩, ১৯, ২৬,..... ধারাটির ৭ম পদ কত?
- ক. ৩৯
- খ. ৪০
- গ. ৩৪
- ঘ. ৪৩
218. ‘ইট-পাথরের দালান’ এখানে ‘ইট-পাথরের’ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে সপ্তমী
- খ. কর্তৃকারকে ষষ্ঠী
- গ. করণে ষষ্ঠী
- ঘ. করণে সপ্তমী
220. ‘এত অল্প টাকাস মাস চলবে না’ - এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করে?
- ক. সময় দেয়া
- খ. প্রচলিত হওয়া
- গ. অবলম্বন করা
- ঘ. সংকুলান হওয়া
221. তিস্তা বাঁধ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
- ক. দিনাজপুর
- খ. নীলফামারী
- গ. লালমনিরহাট
- ঘ. কুড়িগ্রাম
222. কোন বানানটি শুদ্ধ?
- ক. Relevent
- খ. Relevant
- গ. Relevant
- ঘ. Relevant
223. ভলিবল খেলার উৎপত্তি হয় কোন দেশে?
- ক. জাপান
- খ. ফ্রান্স
- গ. ইংল্যান্ড
- ঘ. যুক্তরাষ্ট্র
224. ‘উপকূল’ কোন সমাস?
- ক. দ্বিগু সমাস
- খ. তৎপুরুষ সমাস
- গ. কর্মধারয় সমাস
- ঘ. অব্যয়ীভাব সমাস
225. 'We made her recite a poem' (Passive):
- ক. She was made to recite a poem.
- খ. She was made recited a poem.
- গ. A poem was made to be recited.
- ঘ. A poem was made recite by her.