প্রশ্ন ব্যাংক
127. ‘আদিষ্ট’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
- ক. অবশিষ্ট
- খ. উচ্ছিষ্ট
- গ. নিষিদ্ধ
- ঘ. পরাজিত
128. ‘মহিমা’ শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি?
- ক. মহি + ইমন
- খ. মহা + ইমা
- গ. মহিম + আ
- ঘ. মহৎ + ইমন
129. Whould that I could fly in the sky! (Assertive)
- ক. I could fly in the sky.
- খ. I would fly in the sky.
- গ. I wish I could fly in the sky.
- ঘ. I wish I fly in the sky.
130. নীলনদের ওপর কোন দেশ ‘মহা রেনেসাঁ বাঁধ’ নিমার্ণ করেছে?
- ক. মিশর
- খ. ইথিওপিয়া
- গ. ইয়েমেন
- ঘ. ইসরাইল
131. হেলসিংকি ঘোষণাপত্র (Helsinki Declaration) কোন সালে স্বাক্ষরিত হয়?
- ক. ১৯৬৫ সালে
- খ. ১৯৭৫ সালে
- গ. ১৯৮৫ সালে
- ঘ. ১৯৯৫ সালে
132. ভারত মহাসাগরে ফ্রান্সের সামরিক ঘাঁটি কোথায়?
- ক. মাদাগাস্কার দ্বীপ
- খ. রিইউনিয়ন দ্বীপ
- গ. মরিশাস দ্বীপ
- ঘ. মাইয়ট দ্বীপ
133. ফান্ড ফর ওয়াইল্ড ন্যাচার এর প্রতিষ্ঠা কবে?
- ক. ১৯৮২ সালে
- খ. ১৯৮৫ সালে
- গ. ১৯৭৬ সালে
- ঘ. ১৯৭৩ সালে
134. যে প্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয় -
- ক. বিশ্বব্যাংক
- খ. এশিয়ান উন্নয়ন ব্যাংক
- গ. আইএফসি
- ঘ. আইএমএফ
135. আন্তর্জাতিক শিক্ষক দিবস পালিত হয় -
- ক. ৫ সেপ্টেম্বর
- খ. ১৫ সেপ্টেম্বর
- গ. ৫ অক্টোবর
- ঘ. ১৫ অক্টোবর
136. বাংলাদেশের প্রথম ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় -
- ক. জামালপুর
- খ. মৌলভীবাজার
- গ. যশোর
- ঘ. রংপুর
137. বাংলাদেশের কোন প্রতিষ্ঠান মাইক্রোডিট সম্মেলনের অন্যতম উদ্যোক্তা?
- ক. চার্টার্ড ব্যাংক
- খ. ব্র্যাক ব্যাংক
- গ. গ্রামীণ ব্যাংক
- ঘ. এবি ব্যাংক
138. চতুদর্শ সংশোধনীর প্রধান বৈশিষ্ট্য কি?
- ক. সংসদীয় গণতন্ত্র
- খ. রাষ্ট্রপতির শাসন
- গ. একদলীয় শাসন
- ঘ. মহিলাদের সংরক্ষিত আসন
139. ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাতগম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা -
- ক. ৩টি
- খ. ৪টি
- গ. ৬টি
- ঘ. ৭টি
140. কোন সালে বাংলাদেশ শিশু একাডেমী প্রতিষ্ঠিত হয়?
- ক. ১৯৭২
- খ. ১৯৭৪
- গ. ১৯৭৬
- ঘ. ১৯৭৭
141. 'Manifesto' means -
- ক. policy statement
- খ. well behaved
- গ. various forms
- ঘ. manifold things
142. What is the antonym of 'Gentle' -
- ক. Rude
- খ. Clever
- গ. Modest
- ঘ. Harsh
143. ‘রিরি করা’ দিয়ে কি প্রকাশ পায়?
- ক. কড়া মেজাজ
- খ. তীব্র ক্রোধ
- গ. তীব্র ব্যথা
- ঘ. কড়া কথা
144. সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় ৩ ও ৪ সেমি হলে এর অতিভুজের মান কত?
- ক. ৮ সেমি
- খ. ৪ সেমি
- গ. ৫ সেমি
- ঘ. ৭ সেমি
146. সর্বমোট কত সংখ্যক গাছ হলে একটি বাগানে ৭, ১৪, ২১, ৩৫, ৪২ সারিতে গাছ লাগালে একটিও কম বা বেশি হবে না?
- ক. ২৪০
- খ. ২১০
- গ. ২২০
- ঘ. ২৩০
147. Optimist is to cheerful as pessimist is to -
- ক. mean
- খ. helpful
- গ. gloomy
- ঘ. petty
148. নিচের কোন বাগধারাটি ভিন্নার্থক?
- ক. শরতের শিশির
- খ. দুধের মাছি
- গ. সুখের পায়রা
- ঘ. লক্ষ্মীর বরযাত্রী