প্রশ্ন ব্যাংক
101. নৈতিকতা বিসর্জন দিলে কী হয়?
- ক. জেল
- খ. জরিমানা
- গ. প্রাণদণ্ড
- ঘ. শাস্তি হয় না
102. কোন দেশের মূল্যবোধ খুবই নতুন প্রকৃতির?
- ক. ভারত
- খ. চীন
- গ. অস্ট্রেলিয়া
- ঘ. ইতালি
103. ইন্টারনেটে চিঠি পাঠানোর জন্য নিম্নের কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়?
- ক. জি-মেইল
- খ. ইয়াহ মেসেঞ্জার
- গ. ইউটিউব
- ঘ. এক্সেল
104. কম্পিউটারে ডিজিটাল পদ্ধতি -
- ক. অক্টাল
- খ. দশমিক
- গ. হেক্সাডেসিমেল
- ঘ. বাইনারি
105. UNIX অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
- ক. ইনটেল
- খ. বেল ল্যাব
- গ. আই বি এম
- ঘ. মাইক্রোসফট
- ক. ডেসিমেল
- খ. বিসিডি
- গ. হেক্সাডেসিমেল
- ঘ. অকট্যাল
107. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয় -
- ক. মাউস
- খ. বাস
- গ. স্ক্যানার
- ঘ. ইনফরমেশন সুপার হাইওয়ে
108. কম্পিউটারের সফটওয়্যার বলতে বোঝানো হয় -
- ক. এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল
- খ. যে সব অংশ মুদ্রায়িত অবস্থায় থাকে
- গ. তথ্য দেয়া ও তথ্য নেয়ার অংশ বিশেষ
- ঘ. কম্পিউটার তৈরির নক্সা
109. ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, প্রাচীনতম চর্যাকার কে?
- ক. কাহ্নপা
- খ. শবরপা
- গ. সরহপা
- ঘ. ভুসুকুপা
110. চর্যাপদের তিব্বতি অনুবাদ কে আবিষ্কার করেন?
- ক. বিজয়চন্দ্র মজুমদার
- খ. প্রবোধচন্দ্র বাগচী
- গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
- ঘ. সুকুমার রায়
112. কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে?
- ক. ১৮১৭
- খ. ১৮৫২
- গ. ১৮৩২
- ঘ. ১৮৫৩
113. ‘কবিকণ্ঠ’ পত্রিকার সম্পাদক ছিলেন -
- ক. তফাজ্জল হোসেন
- খ. ফজল শাহাবুদ্দীন
- গ. আবদুল কাদির
- ঘ. মোজাম্মেল হক
114. ‘সব পেয়েছির দেশে’ ভ্রমণকাহিনির লেখক কে?
- ক. রবীন্দ্রনাথ ঠাকুর
- খ. সৈয়দ মুজতবা আলী
- গ. হাান হাফিজুর রহমান
- ঘ. বুদ্ধদেব বসু
115. কত সালে কাজী নজরুল ইসলাম ‘জগত্তারিণী স্বর্ণপদক’ লাভ করেন?
- ক. ১৯৪০
- খ. ১৯৪৫
- গ. ১৯৭৪
- ঘ. ১৯৬০
116. বাংলাদেশের জাতীয় সংগীতের ইংরেজি অনুবাদক কে?
- ক. সৈয়দ আলী আহসান
- খ. কবীর চৌধুরী
- গ. ড. সিরাজুল ইসলাম চৌধুরী
- ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
117. ‘শবপোড়া’ শব্দটিতে কী দোষ দেখা যায়?
- ক. আকাঙক্ষার ভুল প্রয়োগ
- খ. উপমা প্রয়োগে ভুল
- গ. দুর্বোধ্যতা
- ঘ. গুরুচণ্ডালী
118. ‘আনত’ সমাসবদ্ধ শব্দ কোন সমাসের উদাহরণ?
- ক. বহুব্রীহি
- খ. কর্মধারয়
- গ. অব্যয়ীভাব
- ঘ. দ্বিগু
119. ‘যেই তার দর্শন পেলাম সেই আমরা প্রস্থান করলাম।’ এটি কোন জাতীয় বাক্য?
- ক. মিশ্র বাক্য
- খ. যৌগিক বাক্য
- গ. মৌলিক বাক্য
- ঘ. সরল বাক্য
120. 'Archertype' শব্দের অর্থ -
- ক. ধাতুববর্ণ
- খ. স্থপতি
- গ. স্থাপত্যকলা
- ঘ. আদিরূপ
121. কোন পাঁচটি বর্ণ উচ্চারণকালে জিহ্বার অগ্রভাগ উল্টে গিয়ে মূর্ধাকে স্পর্শ করে?
- ক. ক খ গ ঘ ঙ
- খ. ট ঠ ড ঢ ণ
- গ. চ ছ জ ঝ ঞ
- ঘ. ত থ দ ধ ন
122. শুদ্ধ বানান কোনটি?
- ক. পানিনি
- খ. পাণিনি
- গ. পানীনী
- ঘ. পানিনী
123. Amnesty এর অর্থ -
- ক. সাধারণ ক্ষমা
- খ. রাষ্ট্রীয় ক্ষমা
- গ. শর্তযুক্ত ক্ষমা
- ঘ. নিঃশর্ত ক্ষমা
125. ‘হাসেম কিংবা কাশেম এর জন্য দায়ী’ - বাক্যে ‘কিংবা’ কোন শ্রেণীর অব্যয়?
- ক. অনন্বয়ী
- খ. সমুচ্চয়ী
- গ. অনুকার
- ঘ. অনুসর্গ