প্রশ্ন ব্যাংক
76. ‘পূর্বাশা’ দ্বীপের অপর নাম -
- ক. নিঝুম দ্বীপ
- খ. দক্ষিণ তালপট্টি দ্বীপ
- গ. কুতুবদিয়া দ্বীপ
- ঘ. সেন্টমার্টিন দ্বীপ
77. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কত সালে?
- ক. ১৭৫৭
- খ. ১৭৬৯
- গ. ১৭৮৯
- ঘ. ১৮১০
78. ছিয়াত্তরের মন্বস্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে?
- ক. ১৭৬৮ সালে
- খ. ১৭৬৯ সালে
- গ. ১৭৭০ সালে
- ঘ. ১৭৭২ সালে
79. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কী ছিল?
- ক. ক্যাপ্টেন
- খ. হাবিলদার
- গ. সিপাহী
- ঘ. ল্যান্স নায়েক
80. ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়েছিল?
- ক. ১২৫৫ সালে
- খ. ১৬১০ সালে
- গ. ১৯০৫ সালে
- ঘ. ১৯৪৭ সালে
81. গ্যাসের চাপ নির্ধারণ যন্ত্র কোনটি?
- ক. ব্যারোমিটার
- খ. সিসমোগ্রাফ
- গ. ম্যানোমিটার
- ঘ. গ্যাসমিটার
82. বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে?
- ক. জয়নুল আবেদিন
- খ. কামরুল হাসান
- গ. হামিদুজ্জামান
- ঘ. হাসেম খান
83. কে জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন?
- ক. রাষ্ট্রপতি
- খ. প্রধানমন্ত্রী
- গ. স্পীকার
- ঘ. প্রধান বিচারপতি
84. বাংলাদেশের উপর দিয়ে যে ভৌগোলিক কাল্পনিক রেখা গেছে তার নাম কী?
- ক. দ্রাঘিমা রেখা
- খ. বিষুব রেখা
- গ. কর্কটক্রান্তি রেখা
- ঘ. মকরক্রান্তি রেখা
85. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রথম স্থাপন করা হয় -
- ক. কালুরঘাট, চট্রগ্রাম
- খ. শ্রীমঙ্গল, মৌলভীবাজার
- গ. মুজিবনগর, মেহেরপুর
- ঘ. নাটোর, রাজশাহী
86. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছিল?
- ক. ৯টি
- খ. ১৮টি
- গ. ১২টি
- ঘ. ১১টি
- ক. জুল
- খ. ওয়াট
- গ. নিউটন
- ঘ. এর কোনটিই নয়
88. ‘অপারেশন সার্চলাইট’ কত সালে চালানো হয়?
- ক. ১৯৬৯
- খ. ১৯৭০
- গ. ১৯৭১
- ঘ. ১৯৭২
89. মূল্য সংযোজন কর (মূসক) বাংলাদেশে কখন থেকে চালু হয়?
- ক. ১ জুলাই ১৯৯১
- খ. ২ জুলাই ১৯৯২
- গ. ১ জুলাই ১৯৯৩
- ঘ. ১ জুলাই ১৯৯৪
90. ‘গম্ভীরা’ কোন অঞ্চলের সঙ্গীত?
- ক. বগুড়া
- খ. সিলেট
- গ. রাজশাহী
- ঘ. চট্রগ্রাম
91. কোন দেশে ল্যুভর মিউজিয়াম অবস্থিত?
- ক. যুক্তরাজ্য
- খ. যুক্তরাষ্ট্র
- গ. রাশিয়া
- ঘ. ফ্রান্স
92. মালয়েশিয়ার মুদ্রার নাম কী?
- ক. রিংগিট
- খ. বাথ
- গ. পেসো
- ঘ. ইয়েন
93. আইন মেনে চলা কোন ধরনের কর্তব্য?
- ক. নৈতিক
- খ. সামাজিক কর্তব্য
- গ. রাজনৈতিক
- ঘ. পারিবারিক
94. শিল্পবিপ্লব সামাজিক মূল্যবোধের -
- ক. উন্নয়ন ঘটিয়েছে
- খ. অবক্ষয় ঘটিয়েছে
- গ. ধারণা বদলে দিয়েছে
- ঘ. কোনো পরিবর্তন করেনি
95. মৌল মানবিক চাহিদা কয় ধরনের?
- ক. দুই ধরনের
- খ. চার ধরনের
- গ. পাঁচ ধরনের
- ঘ. ছয় ধরনের
- ক. মানুষের ছেলেমেয়েদের নিয়ন্ত্রণের মানদণ্ড
- খ. মানুষের আচার-আচরণ নিয়ন্ত্রণের মানদণ্ড
- গ. মানুষের সম্পত্তি নিয়ন্ত্রণের মানদণ্ড
- ঘ. মানুষের টাকা-পয়সা নিয়ন্ত্রণের মানদণ্ড
97. মূল্যবোধকে সাধারণত কত ভাগে ভাগ করা যায়?
- ক. ৩
- খ. ৪
- গ. ৫
- ঘ. ৬
- ক. কম্পটন ও গ্যালাওয়ে
- খ. জি ক্যাটান্স
- গ. এম ডব্লিউ পামফ্রে
- ঘ. এম স্পেন্সার
99. সমাজকর্ম পেশার মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে কোন মূল্যবোধকে গ্রহণ করে?
- ক. ধর্মীয় মূল্যবোধ
- খ. পেশাগত মূল্যবোধ
- গ. ইতিবাচক মূল্যবোধ
- ঘ. বিশেষ মূল্যবোধ
- ক. মূল্যবোধ নিরপেক্ষ
- খ. মূল্যবোধ নির্দেশিত
- গ. দক্ষতা নিরপেক্ষ
- ঘ. জ্ঞান নিরপেক্ষ