প্রশ্ন ব্যাংক
377. অর্থগত দিক থেকে বাংলা শব্দ কে কয়ভাগে ভাগ করা যায়?
- ক. পাঁচ ভাগে
- খ. চার ভাগে
- গ. তিন ভাগে
- ঘ. দুই ভাগে
378. উৎসগত বিচারে থেকে বাংলা শব্দ কে কয়ভাগে ভাগ করা যায়?
- ক. পাঁচ ভাগে
- খ. চার ভাগে
- গ. তিন ভাগে
- ঘ. ছয় ভাগে
380. চাঁদ + মুখ কোন ধরনের শব্দ?
- ক. যৌগিক শব্দ
- খ. যোগরূঢ় শব্দ
- গ. সাধিত শব্দ
- ঘ. মৌলিক শব্দ
381. 'মাথা-মুণ্ড' কোন ধরনের শব্দ?
- ক. যুগ্মশব্দ
- খ. জটিল শব্দ
- গ. মিশ্র শব্দ
- ঘ. ধ্বন্যাত্মক শব্দ
382. ভুটান কত তারিখে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?
- ক. ১৩ জানুয়ারি ১৯৭২
- খ. ১২ জানুয়ারি ১৯৭২
- গ. ৬ ডিসেম্বর ১৯৭১
- ঘ. ৭ ডিসেম্বর ১৯৭১
383. 'Frace' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো--
- ক. ভূমিকা
- খ. চিত্রগ্রহণ
- গ. লোকসাহিত্য
- ঘ. প্রহসন
384. নিচের কোনটি 'পৃথিবী' শব্দের সমার্থক নয়?
- ক. উর্বী
- খ. মহীধর
- গ. বসুধা
- ঘ. মহী
385. 'deadlock'-এর পরিভাষা কোনটি?
- ক. অচলাবস্থা
- খ. মৃত্যুপথযাত্রী
- গ. অন্ধকারাচ্ছন্ন
- ঘ. বিশৃঙ্খলা
- ক. উদ্ধৃতি-চিহ্ন
- খ. যথাংশ
- গ. প্রশ্ন
- ঘ. জাতি বিদ্বেষ
387. ‘ওরা এগার জন’ চলচ্চিত্রের মুখ্য উপজীব্য ও পটভূমি হলো -
- ক. সিপাহী বিদ্রোহ
- খ. ৫২ এর ভাষা আন্দোলন
- গ. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
- ঘ. ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ
388. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ? - কার লেখা
- ক. কৃষ্ণচন্দ্র মজুমদার
- খ. ঈশ্বরচন্দ্র গুপ্ত
- গ. কামিনী রায়
- ঘ. যতীন্দ্রমোহন বাগচী
389. নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস?
- ক. যাত্রাদল
- খ. মৌরিফুল
- গ. মেঘমল্লার
- ঘ. অরণ্যক
390. কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গ্রন্থ কোনটি?
- ক. অগ্নিবীণা
- খ. রাজবন্দীর জবানবন্দী
- গ. নবযুগ
- ঘ. ব্যথার দান
391. সংশয় এর বিপরীত শব্দ কোনটি?
- ক. নির্ভয়
- খ. বিস্ময়
- গ. প্রত্যয়
- ঘ. দ্বিধা
- ক. স্বাক্ষর
- খ. স্বায়ত্তশাসিত
- গ. সত্যায়িত
- ঘ. সংশোধিত
393. বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?
- ক. সোনারগাঁ
- খ. গোপালগঞ্জ
- গ. গৌড়
- ঘ. পুন্ড্র
394. বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত -
- ক. পাকিস্তান
- খ. নেপাল
- গ. চীন
- ঘ. শ্রীলঙ্কা
- ক. টোকিও
- খ. কায়রো
- গ. বেলজিয়াম
- ঘ. রোম
396. পাহাড়ি এলাকায় কোন ধরনের বন্যা হয়?
- ক. মৌসুমী বন্যা
- খ. জোয়ার ভাটাজনিত বন্যা
- গ. প্রবল বর্ষাজনিত বন্যা
- ঘ. আকস্মিক বন্যা
397. মূল্যবোধ শিক্ষা প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি?
- ক. জাতীয় সংসদ
- খ. বিশ্ববিদ্যালয়
- গ. স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান
- ঘ. স্কুল কলেজ
398. সুশাসন হলো এমন এক শাসন ব্যবস্থা যা শাসক ও শাসিতের মধ্যে -
- ক. সুস্পর্ক গড়ে তোলে
- খ. আস্থার সম্পর্ক গড়ে তোলে
- গ. শান্তির সম্পর্ক গড়ে তোলে
- ঘ. কোনেটিই নয়
399. জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে কোনটি?
- ক. ন্যায়বিচার
- খ. দানশীলতা
- গ. সুশাসন
- ঘ. ক ও গ উভয়ই
400. সরকার ও জনগণের মধ্যে আয়নার মতো কাজ করে কোনটি?
- ক. রাজনীতি
- খ. বিরোধী দল
- গ. মামলা
- ঘ. মিডিয়া