পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা
51. ‘হরতাল’ শব্দটি কোন ভাষা থেকে আগত ?
- ক. পর্তুগিজ
- খ. তুর্কি
- গ. গুজরাটি
- ঘ. ওলন্দাজ
52. ‘মৃত্যু ক্ষুধা’ উপন্যাসের লেখক কে?
- ক. কাজী নজরুল ইসলাম
- খ. আবু ইসহাক
- গ. সৈয়দ ওয়ালী উল্লাহ
- ঘ. জহির রায়হান
53. ‘রাজবন্দীর জবানবন্দী’ লিখেছেন -
- ক. জীবনানন্দ দাশ
- খ. সুকান্ত ভট্টাচার্য
- গ. রবীন্দ্রনাথ ঠাকুর
- ঘ. কাজী নজরুল ইসলাম
54. ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ কাব্য নাট্যটির লেখক কে?
- ক. আল মাহমুদ
- খ. শামসুর রহমান
- গ. সানাউল হক
- ঘ. সৈয়দ শামসুল হক
55. যা কাঁচা তাই পাকা = কাঁচাপাকা - কোন সমাস?
- ক. দ্বন্দ্ব সমাস
- খ. কর্মধারয় সমাস
- গ. দ্বিগু সমাস
- ঘ. বহুব্রীহি সমাস
56. বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে?
- ক. মুহসীন কলেজ
- খ. ফোর্ট উইলিয়াম কলেজ
- গ. শ্রীরামপুর মিশন
- ঘ. সংস্কৃত
57. ‘অক্কা পাওয়া’ বাগধারার অর্থ হচ্ছে -
- ক. মারা যাওয়া
- খ. কঠিন পরীক্ষা
- গ. অপদার্থ
- ঘ. দুর্লভ
58. ‘অনুরাগ’ শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে -
- ক. অনুগ্রহ
- খ. অনুরক্ত
- গ. অন্তর
- ঘ. বিরাগ
59. ‘আগুন’ শব্দটির সমার্থক বা প্রতিশব্দ হচ্ছে -
- ক. আলোক
- খ. কিরণ
- গ. জ্যোতি
- ঘ. অনল
60. ‘গৃহী’ শব্দটির বিপরীত শব্দ কোনটি?
- ক. প্রবাসী
- খ. পরবাসী
- গ. সন্ন্যাসী
- ঘ. গৃহহীন
61. বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিক কে?
- ক. প্যারীচাঁদ মিত্র
- খ. বঙ্কিমচন্দ্র চট্রোপাধ্যায়
- গ. প্রভাত কুমার মুখোপাধ্যায়
- ঘ. শরৎচন্দ্র চট্রোপাধ্যায়
62. ‘আবদুল্লাহ’ উপন্যাসটির লেখক কে?
- ক. গোলাম মোস্তফা
- খ. শওকত ওসমান
- গ. কাজী ইমদাদুল হক
- ঘ. মীর মশাররফ হোসেন
63. ‘লালসালু’ উপন্যাসটির লেখক কে?
- ক. শহীদুল্লাহ কায়সার
- খ. আকবর হোসেন
- গ. জহির রায়হান
- ঘ. সৈয়দ ওয়ালী উল্লাহ
64. ‘শেষের কবিতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্যকর্ম?
- ক. উপন্যাস
- খ. নাটক
- গ. ছোটগল্প
- ঘ. কবিতা
65. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক -
- ক. আবুল মনসুর আহমেদ
- খ. তাজউদ্দীন আহমদ
- গ. এ. কে. খোন্দকার
- ঘ. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
66. ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মুনীরি চৌধুরীর নাটক কোনটি?
- ক. চিঠি
- খ. দণ্ডকারণ্য
- গ. রক্তাক্ত প্রান্তর
- ঘ. কবর
68. বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি?
- ক. চর্যাপদ
- খ. শ্রীকৃষ্ণকীর্তন
- গ. শূন্য পুরাণ
- ঘ. নিরঞ্জনের রুম্মা
69. ‘তিতাস একটি নদীর নাম’ উপন্যাসটির রচয়িতা কে?
- ক. তারাশংকর বন্দ্যোপাধ্যায়
- খ. হুমায়ন আহমেদ
- গ. সুনীল গঙ্গোপাধ্যায়
- ঘ. অদ্বৈতমল্ল বর্মন
70. কবি জসীমউদদরীনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ কোনটি?
- ক. ইস্তাম্বুল যাত্রীর পত্র
- খ. চলে মুসাফির
- গ. বিলেতে সাতশ দিন
- ঘ. আমার তুরস্ক
71. When water - , it turns into ice.
- ক. will freeze
- খ. freezes
- গ. would freeze
- ঘ. frozen
72. Choose the correct sentence.
- ক. One thirds of the students are absent
- খ. One third of the students are absent
- গ. One thirds of the student are absent
- ঘ. One third of the student is absent
73. Animals that can live on land and water are
- ক. insectivorous
- খ. dinosaurs
- গ. amphibians
- ঘ. reptiles
74. Our students spend a lot of money - gifts.
- ক. on
- খ. by
- গ. in
- ঘ. at
75. Which is the plural form of mouse?
- ক. mouses
- খ. mice
- গ. mouse
- ঘ. mices