পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিসংখ্যান কর্মকর্তা

31. অপরাজয়ের বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত?

  • ক. রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • খ. ঢাকা বিশ্ববিদ্যালয়
  • গ. চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
  • ঘ. খুলনা বিশ্ববিদ্যালয়

33. আল আকসা মসজিদ কোথায় অবস্থিত?

  • ক. প্যালেস্টাইন
  • খ. জেরুজালেম
  • গ. গাজা উপত্যকা
  • ঘ. জর্ডান সীমান্ত

34. বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায় অবস্থিত?

  • ক. বেইজিং, চীন
  • খ. মারকানা, ব্রাজিল
  • গ. ইডেন গার্ডেন, কলকাতা
  • ঘ. আজটেক, মেক্সিকো

36. বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?

  • ক. রবীন্দ্রনাথ ঠাকুর
  • খ. কাজী নজরুল ইসলাম
  • গ. শাহ আব্দুল করিম
  • ঘ. জসীমউদদীন

38. জুলিয়াস সীজার কেন বিখ্যাত?

  • ক. ব্রিটেনের রাজা হিসেবে
  • খ. রোমান সম্রাট হিসেবে
  • গ. বর্ণবাদ বিরোধী হিসেবে
  • ঘ. আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে

46. বাংলা ভাষার সার্থক মহাকাব্য কোনটি?

  • ক. মেঘনাদবধ
  • খ. বৃত্রসংহার
  • গ. কুরুক্ষেত্র
  • ঘ. মহাশ্মশান

48. ‘রূপসী বাংলা’ কাব্যের কবির নাম -

  • ক. বুদ্ধদেব বসু
  • খ. সুধীন্দ্রনাথ দত্ত
  • গ. অমিয় চক্রবর্তী
  • ঘ. জীবনানন্দ দাশ

49. ‘নজর লাগা’ বাগধারার অর্থ কি?

  • ক. পছন্দ হওয়া
  • খ. অশুভ দৃষ্টিতে পড়া
  • গ. মনে ধরা
  • ঘ. সুদৃষ্টিতে আসা

50. উৎপত্তি অনুসারে ‘ঢেঁকি’ শব্দটি কোন ধরনের শব্দ?

  • ক. তদ্ভব শব্দ
  • খ. তৎসম শব্দ
  • গ. অর্ধ-তৎসম শব্দ
  • ঘ. দেশি শব্দ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics