১৩তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুলসমপর্যায় ২

52. পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন কে?

  • ক. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
  • খ. ম্যারাডোনা
  • গ. লিওনেল মেসি
  • ঘ. ডেভিড ব্যাকহাম

58. কুমিল্লার পূর্বনাম কী?

  • ক. নাসিরাবাদ
  • খ. ত্রিপুর
  • গ. সুধারাম
  • ঘ. সুবর্ণগ্রাম

62. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?

  • ক. শীল কান্ত শর্মা
  • খ. ইব্রাহীম হুসাইন জাকী
  • গ. আবুল আহসান
  • ঘ. নিহাল রডরিগো

68. “লাইন অব কন্ট্রোল” কোন দুটি দেশের মধ্যে?

  • ক. ভারত - পাকিস্তান
  • খ. ভারত - চীন
  • গ. ভারত - বাংলাদেশ
  • ঘ. পাকিস্তান - আফগানিস্তান

70. ‘আনারস’ কোন ভাষার শব্দ?

  • ক. ওলন্দাজ
  • খ. গুজরাটি
  • গ. পর্তুগিজ
  • ঘ. জাপানি

72. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?

  • ক. একবলার দ্বিগুণ সময়
  • খ. এক সেকেন্ড
  • গ. থামার প্রয়োজন নেই
  • ঘ. এক বলতে যে সময় প্রয়োজন‘

73. ‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?

  • ক. বিরাট আয়োজন
  • খ. সৌভাগ্য লাভ
  • গ. সৌভাগ্যের বিষয়
  • ঘ. আনন্দের প্রাচুর্য

74. ‘ছকড়া নকড়া’ - বাগধারাটির অর্থ কী?

  • ক. সস্তা দর
  • খ. নষ্ট করা
  • গ. দুর্লভ বস্তু
  • ঘ. আশায় নৈরাশ্য

75. কোন বানানটি সঠিক?

  • ক. মুমুর্ষু
  • খ. মুমূর্ষু
  • গ. মুমুর্সু
  • ঘ. মুমুর্ষ


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics