১৩তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুলসমপর্যায় ২
51. ভারতের প্রজাতান্ত্রিক দিবস কোনটি?
- ক. ২৬ জানুয়ারি
- খ. ১৫ আগস্ট
- গ. ১৪ আগস্ট
- ঘ. ১৬ ডিসেম্বর
52. পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন কে?
- ক. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- খ. ম্যারাডোনা
- গ. লিওনেল মেসি
- ঘ. ডেভিড ব্যাকহাম
- ক. ২২ ডিসেম্বর
- খ. ২১ মার্চ
- গ. ২৩ সেপ্টেম্বর
- ঘ. ২১ জুন
54. কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান-প্রদান প্রযুক্তিকে কী বলা হয়?
- ক. ই-মেইল
- খ. ইন্টারনেট
- গ. ইন্টারকম
- ঘ. টেলিগ্রাফ
55. প্রাচীন বাংলার কোন অঞ্চলটি পূর্বাংশে অবস্থিত ছিল?
- ক. হরিকেল
- খ. সমতট
- গ. বরেন্দ্র
- ঘ. রাঢ়
56. দেশের বাইরে প্রথম শহীদ মিনার নির্মিত হয় কোথায়?
- ক. কানাডা
- খ. ইতালি
- গ. জাপান
- ঘ. দক্ষিণ আফ্রিকা
57. ষাট গম্বুজ মসজিদে প্রকৃত গম্বুজ কতটি?
- ক. ৬০টি
- খ. ৬৬টি
- গ. ৭৭টি
- ঘ. ৮১টি
- ক. নাসিরাবাদ
- খ. ত্রিপুর
- গ. সুধারাম
- ঘ. সুবর্ণগ্রাম
- ক. রংপুর
- খ. রাজশাহী
- গ. ময়মনসিংহ
- ঘ. সিলেট
60. বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ঔষধ রপ্তানি হয় কোথায়?
- ক. নেপাল
- খ. মিয়ানমার
- গ. ব্রাজিল
- ঘ. শ্রীলংকা
61. এগার দফা আন্দোলন কখন হয়েছিল?
- ক. ১৯৫৪ সালে
- খ. ১৯৬৬ সালে
- গ. ১৯৬৮ সালে
- ঘ. ১৯৬৯ সালে
62. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
- ক. শীল কান্ত শর্মা
- খ. ইব্রাহীম হুসাইন জাকী
- গ. আবুল আহসান
- ঘ. নিহাল রডরিগো
64. ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
- ক. রাতকানা
- খ. বেরিবেরি
- গ. স্কার্ভি
- ঘ. রিকেটস
65. নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গ?
- ক. ফুসফুস
- খ. যকৃত
- গ. কিডনী
- ঘ. প্লীহা
66. বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম হল -
- ক. রাজ কাঁকড়া
- খ. পিপীলিকা
- গ. কেঁচো
- ঘ. সাপ
67. বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় কোন দিন?
- ক. ৫ মে
- খ. ১৫ মে
- গ. ৫ জুন
- ঘ. ১৫ জুন
68. “লাইন অব কন্ট্রোল” কোন দুটি দেশের মধ্যে?
- ক. ভারত - পাকিস্তান
- খ. ভারত - চীন
- গ. ভারত - বাংলাদেশ
- ঘ. পাকিস্তান - আফগানিস্তান
69. আইসিডিডিআরবি হাসপাতালে কোন রোগের চিকিৎসা হয়?
- ক. ম্যালেরিয়া
- খ. যক্ষ্মা
- গ. নিউমোনিয়া
- ঘ. কলেরা
71. নাটকের সংলাপের উপযোগী ভাষার কোন রীতি?
- ক. সাধু
- খ. চলিত
- গ. আঞ্চলিক
- ঘ. মিশ্র
72. বিস্ময় চিহ্নের বিরতিকাল কতটুকু?
- ক. একবলার দ্বিগুণ সময়
- খ. এক সেকেন্ড
- গ. থামার প্রয়োজন নেই
- ঘ. এক বলতে যে সময় প্রয়োজন‘
73. ‘চাঁদের হাট’ বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
- ক. বিরাট আয়োজন
- খ. সৌভাগ্য লাভ
- গ. সৌভাগ্যের বিষয়
- ঘ. আনন্দের প্রাচুর্য
74. ‘ছকড়া নকড়া’ - বাগধারাটির অর্থ কী?
- ক. সস্তা দর
- খ. নষ্ট করা
- গ. দুর্লভ বস্তু
- ঘ. আশায় নৈরাশ্য
- ক. মুমুর্ষু
- খ. মুমূর্ষু
- গ. মুমুর্সু
- ঘ. মুমুর্ষ