১৩তম শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষা স্কুলসমপর্যায় ২

76. কোনটি শুদ্ধ বানান?

  • ক. তিতিক্ষা
  • খ. তীতীক্ষা
  • গ. তীতিক্ষী
  • ঘ. তিতীক্ষা

77. অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভরশীল?

  • ক. পড়াশোনার উপর
  • খ. ভাষান্তরের উপর
  • গ. নির্ধারণের উপর
  • ঘ. অভ্যাসের উপর

78. Patience has it reward - এ বাক্যের যথার্থ অনুবাদ

  • ক. সবুরে মেওয়া ফলে
  • খ. রোগী পুরস্কার পেয়েছে
  • গ. রোগীর জন্য পুরস্কার আছে
  • ঘ. ধৈর্যের মূল্যায়ণ হয়েছে

80. ‘দুর্যোগ’ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

  • ক. দুর + যোগ
  • খ. দুঃ + যোগ
  • গ. দু + যোগ
  • ঘ. দুরোঃ + যোগ

81. ফুলে ফুলে ঘর ভরেছে’ - কোন কারকে কোন বিভক্তি?

  • ক. কর্মে ৭মী
  • খ. করণে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. অধিকরণে ৭মী

82. ‘আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে’ - এখানে ‘রাঘবে’ কোন কারকে কোন বিভক্তি?

  • ক. অপাদানে ৭মী
  • খ. কর্তৃকারকে ৭মী
  • গ. অপাদানে ৭মী
  • ঘ. কর্মে ৭মী

83. ‘সকলের জন্য প্রযোজ্য’ - এক কথায় কী হবে?

  • ক. সর্বজনীন
  • খ. সার্বজনীন
  • গ. সর্বজনস্বীকৃত
  • ঘ. সর্বজনগ্রাহ্য

84. কোনটি নিত্য সমাসের সমস্ত পদ?

  • ক. সেতার
  • খ. প্রত্যহ
  • গ. গ্রামান্তর
  • ঘ. সহোদর


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics