১২তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুলসমপর্যায় ২
76. ‘তেজী’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
- ক. দুর্বল
- খ. রুগ্ন
- গ. নিস্তেজ
- ঘ. সতেজ
78. কোনটি ‘পানি শব্দের সমার্থক শব্দ ?
- ক. সবিতা
- খ. সলিল
- গ. সাগর
- ঘ. সৈকত
79. ‘ভিখারিকে ভিক্ষা দাও’ - কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৪র্থী
- খ. করণে ৪র্থী
- গ. সম্প্রদানে ৪র্থী
- ঘ. অপাদানে ৪র্থী
80. ‘ফুলে ফুলে ঘর ভরেছে’ - বাক্যে ‘ফুলে ফুলে ‘ কোন কারকে কোন বিভক্তি?
- ক. কর্মে ৭মী
- খ. করণে ৭মী
- গ. অপাদানে ৭মী
- ঘ. অধিকরণে ৭মী
- ক. যৌগিক বাক্য
- খ. বিগ্রহ বাক্য
- গ. সমস্ত পদ
- ঘ. সমস্যামান পদ
82. ‘চাঁদের ন্যায় মুখ’ = ‘চাঁদমুখ’ কোন প্রকার কর্মধারয় সমাস?
- ক. রূপক
- খ. উপমিত
- গ. উপমান
- ঘ. মধ্যপদলোপী
83. ‘সতীশ’ শব্দটির সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. সতি + ইশ
- খ. সতি + ঈশ
- গ. সতী + ইশ
- ঘ. সতী + ঈশ
84. ‘গবেষণা’ শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
- ক. গব + এষণা
- খ. গো + এষণা
- গ. গো + ষণা
- ঘ. গ + বেষণা
- ক. অগ্নবিনা
- খ. অগ্নিবীণা
- গ. অগ্নিবিণা
- ঘ. অগ্নিবীনা
- ক. মুমূর্ষু
- খ. মুমূর্ষ
- গ. মুমুর্সু
- ঘ. মুমুর্সূ
87. বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
- ক. সেমিকোলন
- খ. কোলন
- গ. ড্যাস
- ঘ. হাইফেন
88. ‘চাঁদের হাট’ বাগধারাটির অর্থ কী?
- ক. সৌভাগ্য লাভ
- খ. বিরাট আয়োজন
- গ. আনন্দের প্রাচুর্য
- ঘ. আনন্দ আয়োজন
90. চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য?
- ক. গুরুগম্ভীর
- খ. কৃ্ত্রিম
- গ. পরিবর্তনশীল
- ঘ. তৎসম শব্দবহুল
There are no comments yet.