বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক

58. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?

  • ক. সিপাহি
  • খ. ফ্লাইট লেফটেন্যান্ট
  • গ. ক্যাপ্টেন
  • ঘ. ল্যান্স নায়েক

60. মুনাফা জাতীয় আয়-ব্যয় লিপিবদ্ধ করা হয় কোন বিবরণীতে?

  • ক. মালিকানার স্বত্ব বিবরণীতে
  • খ. আর্থিক অবস্থার বিবরণীতে
  • গ. বিশদ আয় বিবরণীতে
  • ঘ. নগদ প্রবাহ বিবরণীতে

61. আর্থিক অবস্থা বিবরণীতে দায় হিসেবে দেখান হয় -।

  • ক. মূলধন জাতীয় আয়
  • খ. মূলধন জাতীয় ব্যয়
  • গ. মুনাফা জাতীয় আয়
  • ঘ. মুনাফা জাতীয় ব্যয়

62. ধারে ক্রয় লেনদেন বিক্রেতার নাম উল্লেখ না থাকলে কোনটিকে প্রতিপক্ষ ধরতে হয়?

  • ক. মূলধন হিসাবকে
  • খ. ঋণ হিসাবকে
  • গ. প্রদেয় হিসাবকে
  • ঘ. পাওনাদার হিসাবকে

64. সুনাম সম্পদ হওয়ার কারণ কি?

  • ক. ইহা মুনাফা অর্জনে সাহায্য করে
  • খ. ইহা ব্যবসায়ের অলংকার
  • গ. ইহা ব্যবসায়ের একমাত্র অবলম্ব
  • ঘ. ইহা অর্জন করা কঠিন

65. কোনটি বিলম্বিত ব্যয়?

  • ক. বেতন প্রদান
  • খ. পণ্য তৈরির গবেষণা ব্যয়
  • গ. ভাড়া প্রদান
  • ঘ. আসবাবপত্র ক্রয়

66. পণ্য ক্রয় বিক্রয়কারি প্রতিষ্ঠানের পরিচালন ব্যয় কোনটি?

  • ক. বেতন
  • খ. প্রদত্ত কমিশন
  • গ. প্রদত্ত বাট্টা
  • ঘ. ব্যাংক চার্জ

67. নিচের কোনটি নগদ টাকায় পরিশোধ করা হয় না?

  • ক. প্রাপ্ত বাট্টা
  • খ. প্রাপ্ত কমিশন
  • গ. প্রদত্ত বাট্টা
  • ঘ. প্রদত্ত কমিশন

69. অনাদেয় দেনার সঞ্চিতির প্রকৃতি কি?

  • ক. বিপরীতে ব্যয়
  • খ. ক্ষতি
  • গ. লাভ
  • ঘ. সঞ্চিতি

70. বিনিয়োগ কোন ধরনের সম্পত্তি?

  • ক. স্থায়ী সম্পত্তি
  • খ. দৃশ্যমান সম্পত্তি
  • গ. অদৃশ্যমান সম্পত্তি
  • ঘ. চলতি সম্পত্তি

71. তারল্য অনুপাত নির্ণয়ে অগ্রিম ব্যয় বাদ দিতে হয় কেন?

  • ক. এটি আদায়যোগ্য বলে
  • খ. এটি পরিশোধযোগ্য বলে
  • গ. এটি আদায়যোগ্য নয় বলে
  • ঘ. এটি হিসাবভুক্ত নয় বলে

74. নিচের কোনটি প্রধান সমন্বয় এন্ট্রি নয় ?

  • ক. অগ্রদত্ত খরচ
  • খ. অর্জিত রাজস্ব
  • গ. বকেয়া খরচ
  • ঘ. বকেয়া রাজস্ব

75. নগদ ক্রয় ৫,০০০ টাকা, সমাপনী জাবেদায় এর ডেবিট টিকে কি বলে?

  • ক. নগদান হিসাব
  • খ. আয় বিবরণী
  • গ. ক্রয় হিসাব
  • ঘ. পাওনাদার হিসাব


There are no comments yet.
Authentication required

You must log in to post an answer.

Log in

Related Exams

Related Subjects

Related Topics