বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হিসাব করণিক
26. রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান?
- ক. বনফুল
- খ. সোনার তরী
- গ. বলাকা
- ঘ. গীতাঞ্জলি
28. দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর ২৭ হলে বড় সংখ্যাটি কত?
- ক. ১১
- খ. ১৩
- গ. ১৪
- ঘ. ১৫
29. একটি টেবিল ১০% ক্ষতিতে বিক্রি করা হলো । বিক্রয়মুল্য ৫১ টাকা বেশি হলে ৭% লাভ হত।
- ক. ১০০
- খ. ২০০
- গ. ৩০০
- ঘ. ৪০০
- ক. ১৫%
- খ. ১৬.৫%
- গ. ২০%
- ঘ. ২৫%
32. একটি বৃত্তের ব্যাসার্ধ শতকরা ১০% বাড়ানো হলে এর ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
- ক. ১৫%
- খ. ১৬.৫%
- গ. ২১%
- ঘ. ২৫%
- ক. ৩২% বৃদ্ধি পাবে
- খ. ৫০% বৃদ্ধি পাবে
- গ. ৩২% কমবে
- ঘ. ৫০% কমবে
- ক. ৭ : ৩
- খ. ৫ : ২
- গ. ৯ : ৫
- ঘ. ৮ : ৩
35. যদি n একটি জোড় সংখ্যা হয় তবে নিচের কোনটি জোড় সংখ্যা হতে পারে না?
- ক. n2
- খ. 5(n-1)
- গ. 2n+2
- ঘ. 7n+3
36. ৬০ লিটারের একটি মিশ্রণে দুধ ও পানির অনুপাত ২ : ১। অনুপাত ১ : ২ করতে কত লিটার পানি মেশাতে হবে?
- ক. ২০
- খ. ৩০
- গ. ৫০
- ঘ. ৬০
38. কোনো সংখ্যার দুই-তৃতীংয়াশ ঐ সংখ্যার চেয়ে ৫০ কম হলে সংখ্যাটি কত?
- ক. ২০৮
- খ. ৩৫০
- গ. ১৫০
- ঘ. ২৫০
39. ৭ জন লো ৭ দিনে ৭টি টেবিল তৈরি করে। ৫ জন লোকের ৫টি টেবিল তৈরি করতে কয়দিন লাগবে?
- ক. ১
- খ. ৫
- গ. ৭
- ঘ. ৩৫
42. একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩০ কেজি। অর্ধেক তেলসহ পাত্রের তওজন ২০ কেজি হলে পাত্রটির ওজন কত কেজি?
- ক. ৫
- খ. ১০
- গ. ২০
- ঘ. ১৫
43. একটি ট্রেন ঘণ্টায় ১৮০ কিলোমিটার বেগে চললে প্রতি সেকেন্ডে ট্রেনটি কত মিটার চলবে?
- ক. ২০
- খ. ৪০
- গ. ৫০
- ঘ. ৬০
44. দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
- ক. নাফ
- খ. আড়িয়াল খাঁ
- গ. যমুনা
- ঘ. হাড়িয়াভাঙ্গা
- ক. Wide Activity Network
- খ. World Activity Network
- গ. Wide Area Network
- ঘ. Web Area Network
46. ঢাকায় সর্বপ্রথম কবে কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
- ক. ১২৬০ সালে
- খ. ১৩১০ সালে
- গ. ১৫২৬ সালে
- ঘ. ১৬১০ সালে
47. ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কয় দফা দাবি পেশ করেন?
- ক. ৬ দফা
- খ. ৩ দফা
- গ. ৪ দফা
- ঘ. ৫ দফা
48. বিশ্বের কোন শহরটি নিষিদ্ধ শহর নামে পরিচিত?
- ক. লাসা
- খ. উলানবাটোর
- গ. পিয়ং ইয়ং
- ঘ. কাবুল
49. সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের নাগরিকগণ ‘বাংলাদেশি’ হিসেবে পরিচিত হবেন?
- ক. ৬(১)
- খ. ৬(২)
- গ. ৭
- ঘ. ২(১)
50. ‘বিশ্ব আবহাওয়া সংস্থা’ - এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. ইতালি
- খ. সুইজারল্যান্ড
- গ. নেদারল্যান্ড
- ঘ. যুক্তরাষ্ট্র