কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্যাশিয়ার
27. মুনীর, সাগর ও সৈকতের বর্তমান সয়সের সমষ্টি ৮১ বছর। তিন বছর আগে তাদের বয়সের গড় কত বছর ছিল?
- ক. ২৪
- খ. ২৫
- গ. ২৭
- ঘ. ২৬
28. পাঁচটি ধারাবাহিক বিজোড় সংখ্যার পঞ্চম সংখ্যাটি ১৫ হলে, সেই ধারার তৃতীয় সংখ্যাটি কত?
- ক. ১১
- খ. ১৩
- গ. ১৯
- ঘ. ১৭
30. যদি বিক্রয়মূল্য দ্বিগুণ করা হয় তাহলে মুনাফা তিনগুণ হয়ে যায়। মুনাফার শতকরা হার কত?
- ক. ৫%
- খ. ৬৬.৫%
- গ. ৮০%
- ঘ. ১০০%
- ক. ৪০ মিটার
- খ. ৫০ মিটার
- গ. ৬০ মিটার
- ঘ. ৭০ মিটার
32. ২০১৭ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- ক. বেইনার ওয়েইস
- খ. কাজুওইশিগুরো
- গ. ব্যারি সি বারিশ
- ঘ. রিচার্ড হেন্ডারসন
33. ইংরেজি বড় হাতের অক্ষর টাইপ করতে কোন বোতামটি ব্যবহৃত হয়?
- ক. Ctrl
- খ. Alt
- গ. Caps Lock
- ঘ. Shift
34. ইউরোপিয়ান ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
- ক. নিউইর্য়ক
- খ. ব্রাসেলস
- গ. জেনেভা
- ঘ. লন্ডন
35. বিশ্বের বৃহত্তম নদীর নাম কি?
- ক. গঙ্গা
- খ. আমাজান
- গ. জেনেভা
- ঘ. লন্ডন
36. বাংলাদেশে মিঠাপানির মাছের প্রধান উৎস -
- ক. টাঙ্গুয়ার হাওর
- খ. পদ্মা নদী
- গ. হাকালুকি হাওর
- ঘ. চলনবিল
37. ‘ভোমরা’ স্থলবন্দরটি কোন জেলায় অবস্থিত?
- ক. নোয়াখাল
- খ. যশোর
- গ. দিনাজপুর
- ঘ. সাতক্ষীরা
38. জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত?
- ক. ১৯০
- খ. ১৯৩
- গ. ১৯৫
- ঘ. ১৮৫
39. বাংলাদেশে ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ে শীর্ষ কোনটি?
- ক. তৈরি পোশাক
- খ. চামড়া ও চামড়াজাত দ্রব্য
- গ. হোম টেক্সটাইল
- ঘ. কৃষি ও কৃষিজাত পণ্য
40. নোবেল পুরস্কার কত বছর পর পর প্রদান করা হয়?
- ক. ১ বছর
- খ. ২ বছর
- গ. ৩ বছর
- ঘ. ৪ বছর
41. বাংলাদেশ কোন দেশে সবচেয়ে বেশি রপ্তানি করে?
- ক. চীন
- খ. ভারত
- গ. জার্মানি
- ঘ. যুক্তরাষ্ট্র
42. কত সালে বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলে সংযুক্ত হয়?
- ক. ২০০৫ সালে
- খ. ২০০৬ সালে
- গ. ২০১৩ সালে
- ঘ. ২০১৭ সালে
43. মাথাপিছু আয়ের দিক থেকে বর্তমানে বাংলাদেশ একটি
- ক. নিম্ন আয়ের দেশ
- খ. নিম্ন মধ্য আয়ের দেশ
- গ. স্বল্প আয়ের দেশ
- ঘ. মধ্য আয়ের দেশ
44. একটি কী-বোর্ডে কয়টি ফাংশন কী থাকে?
- ক. ৯টি
- খ. ১০টি
- গ. ১১টি
- ঘ. ১২টি
45. বৈকাল -হ্রদটি কোথায় অবস্থিত?
- ক. সাইবেরিয়া
- খ. পানামা
- গ. ডেনমার্ক
- ঘ. সুইজারল্যান্ড
46. ব্যবস্থাপনার অভ্যন্তরীণ পরিবেশের উপাদান নয় কোনটি?
- ক. মালিক
- খ. প্রতিযোগী
- গ. শ্রমিক-কর্মী
- ঘ. পরিচালনা পর্যদ
47. নিচের কোনটি কর্মী সংগ্রহের অভ্যন্তরীণ উৎস নয়?
- ক. শ্রমিক সংঘের সুপারিশ
- খ. নিয়োজিত কর্মীদের সুপারিশ
- গ. পদোন্নতি
- ঘ. শিক্ষা প্রতিষ্ঠান
48. নিচের কোনটি দ্বন্দ্বের প্রকৃতি নয়?
- ক. মতানৈক্য
- খ. বিপরীতমুখী সম্পর্ক
- গ. প্রতিযোগিতা
- ঘ. পরিবেশের প্রভাব
49. বর্তমানে বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের তালিকাভুক্ত ব্যাংক কয়টি?
- ক. ৬৪টি
- খ. ৬৩টি
- গ. ৬২টি
- ঘ. ৫৭টি
50. নিচের কোনটি তারল্য অনুপাত নয়?
- ক. সম্পদ আবর্তন
- খ. চলতি অনুপাতা
- গ. মজুদ আবর্তন
- ঘ. প্রাপ্য হিসাব আবর্তন