‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের রচয়িতা কে?
‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের রচয়িতা কে?
- ক. জহির রায়হান
- খ. সৈয়দ শামসুল হক
- গ. সেলিনা হোসেন
- ঘ. শওকত ওসমান
সঠিক উত্তরঃ সেলিনা হোসেন
হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধভিত্তিক উপনাস। এটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
সেলিনা হোসেন এর উপন্যাস সমূহ হলো - জলোচ্ছ্বাস(১৯৭২), মগ্ন চৈতন্যে(১৯৭৯), যাপিত জীবন(১৯৮১), নীল ময়ূরের যৌবন(১৯৮৩), পোকামাকড়ের ঘরবসতি(১৯৮৬), নিরন্তর ঘণ্টাধ্বনি(১৯৮৭), কাঁটাতারে প্রজাপতি(১৯৮৯), যুদ্ধ(১৯৯৮), কালকেতু ও ফল্লরা(১৯৯২), কাঠকয়লার ছবি(২০০১), দীপান্বিতা(১৯৯৭), ভালোবাসা প্রীতিলতা(১৯৯২), ঘুমকাতুরে ঈশ্বর(২০০৪)।
গল্পগ্রন্থ - উৎস থেকে নিরন্তর(১৯৬৯), জলবতী মেঘের বাতাস(১৯৭৫), পরজন্ম(১৯৮৬), মানুষটি(১৯৯৩), মতিজানের মেয়েরা(১৯৯৫), মুক্তিযুদ্ধের গল্প(২০০০), একালের পান্তাবুড়ি(২০০২), সখিনার চন্দ্রকলা(২০০৭), নারীর রূপকথা(২০০৭)।
প্রবন্ধ গ্রন্ধ - স্বদেশে পরবাসী(১৯৮৫), একাত্তরের ঢাকা(১৯৮৯), নির্ভয় করো হে(১৯৯৮)।
তিনি ১৯৬৯ সালে মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক পুরস্কার লাভ করেন। ১৯৮০ সালে বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ১৯৮১ ও ২০১৫ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন।
এ সম্পর্কিত আরো প্রশ্ন দেখুন
- কবি কায়কোবাদ রচিত ‘মহাশ্মশান’ কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল-
- ‘রোহিণী’ কোন উপন্যাসের নায়িকা?
- ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?
- ‘ভানু সিংহ ঠাকুরের পদাবলী’ - এর রচয়িতা কে?
- ‘আগুনের পরশমণি’ উপন্যাসের রচয়িতা কে?
Subject
Topic
Exam Appear
শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসি - এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন)