‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের রচয়িতা কে?
প্রশ্নঃ ‘হাঙর নদী গ্রেনেড’ উপন্যাসের রচয়িতা কে?
সঠিক উত্তরঃ
ব্যাখ্যাঃ
হাঙর নদী গ্রেনেড মুক্তিযুদ্ধভিত্তিক উপনাস। এটি ১৯৭৬ সালে প্রকাশিত হয়।
সেলিনা হোসেন এর উপন্যাস সমূহ হলো - জলোচ্ছ্বাস(১৯৭২), মগ্ন চৈতন্যে(১৯৭৯), যাপিত জীবন(১৯৮১), নীল ময়ূরের যৌবন(১৯৮৩), পোকামাকড়ের ঘরবসতি(১৯৮৬), নিরন্তর ঘণ্টাধ্বনি(১৯৮৭), কাঁটাতারে প্রজাপতি(১৯৮৯), যুদ্ধ(১৯৯৮), কালকেতু ও ফল্লরা(১৯৯২), কাঠকয়লার ছবি(২০০১), দীপান্বিতা(১৯৯৭), ভালোবাসা প্রীতিলতা(১৯৯২), ঘুমকাতুরে ঈশ্বর(২০০৪)।
গল্পগ্রন্থ - উৎস থেকে নিরন্তর(১৯৬৯), জলবতী মেঘের বাতাস(১৯৭৫), পরজন্ম(১৯৮৬), মানুষটি(১৯৯৩), মতিজানের মেয়েরা(১৯৯৫), মুক্তিযুদ্ধের গল্প(২০০০), একালের পান্তাবুড়ি(২০০২), সখিনার চন্দ্রকলা(২০০৭), নারীর রূপকথা(২০০৭)।
প্রবন্ধ গ্রন্ধ - স্বদেশে পরবাসী(১৯৮৫), একাত্তরের ঢাকা(১৯৮৯), নির্ভয় করো হে(১৯৯৮)।
তিনি ১৯৬৯ সালে মুহম্মদ এনামুল হক স্বর্ণপদক পুরস্কার লাভ করেন। ১৯৮০ সালে বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ১৯৮১ ও ২০১৫ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন।