আন্তর্জাতিক বিষয়াবলি
726. পরপর তিনবার ফিফা বর্ষসেরা ফুটবলার হন কে?
- ক. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
- খ. ম্যারাডোনা
- গ. লিওনেল মেসি
- ঘ. ডেভিড ব্যাকহাম
উত্তরঃ লিওনেল মেসি
727. সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
- ক. শীল কান্ত শর্মা
- খ. ইব্রাহীম হুসাইন জাকী
- গ. আবুল আহসান
- ঘ. নিহাল রডরিগো
উত্তরঃ আবুল আহসান
729. “লাইন অব কন্ট্রোল” কোন দুটি দেশের মধ্যে?
- ক. ভারত - পাকিস্তান
- খ. ভারত - চীন
- গ. ভারত - বাংলাদেশ
- ঘ. পাকিস্তান - আফগানিস্তান
উত্তরঃ ভারত - পাকিস্তান
730. পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা কোনটি?
- ক. মেসোপটেমীয় সভ্যতা
- খ. সুমেরীয় সভ্যতা
- গ. মিশরীর সভ্যতা
- ঘ. অ্যাসেরীয় সভ্যতা
উত্তরঃ মেসোপটেমীয় সভ্যতা
734. ১১তম বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন দল কোনটি?
- ক. অস্ট্রেলিয়া
- খ. নিউজিল্যান্ড
- গ. ভারত
- ঘ. শ্রীলংকা
উত্তরঃ অস্ট্রেলিয়া
735. নেলসন ম্যান্ডেলা কত সালে শান্তিতে নোবেল পেয়েছেন?
- ক. ১৯৯০ সালে
- খ. ১৯৯১ সালে
- গ. ১৯৯২ সালে
- ঘ. ১৯৯৩ সালে
উত্তরঃ ১৯৯৩ সালে
736. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কত তারিখে?
- ক. ৫ জুন
- খ. ২৩ জুন
- গ. ১৮ জানুয়ারি
- ঘ. ২৫ ডিসেম্বর
উত্তরঃ ৫ জুন
739. বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয়?
- ক. ৫ই জুন
- খ. ১লা নভেম্বর
- গ. ১লা ডিসেম্বর
- ঘ. ১০ই ডিসেম্বর
উত্তরঃ ১লা ডিসেম্বর
742. বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
- ক. সিন্ধু সভ্যতা
- খ. মেসোপটেমিয়া সভ্যতা
- গ. ভারত সভ্যতা
- ঘ. মিশরীয় সভ্যতা
উত্তরঃ মেসোপটেমিয়া সভ্যতা
744. বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো -
- ক. কুয়েত
- খ. ডেনমার্ক
- গ. সিঙ্গাপুর
- ঘ. কাতার
উত্তরঃ সিঙ্গাপুর
747. নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত?
- ক. যুক্তরাষ্ট্র - কানাডা
- খ. যুক্তরাষ্ট্র - মেক্সিকো
- গ. কানাডা - অস্ট্রেলিয়া
- ঘ. যুক্তরাষ্ট্র - ব্রাজিল
উত্তরঃ যুক্তরাষ্ট্র - কানাডা
748. ইউনিসেফের ২০১৪ সালের প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ দেশ কোনটি?
- ক. নাইজার
- খ. বাংলাদেশ
- গ. শাদ
- ঘ. মালি
উত্তরঃ নাইজার
749. আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটি?
- ক. ২ অক্টোবর
- খ. ৪ অক্টোবর
- গ. ৫ অক্টোবর
- ঘ. ৬ অক্টোবর
উত্তরঃ ৫ অক্টোবর